প্রতিষ্ঠার ২২ বছরেও বশেমুরবিপ্রবিতে নেই প্রো-ভিসি ও ট্রেজারার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print

দেশের দক্ষিণাঞ্চলের জেলা গোপালগঞ্জ এর মধুমতী নদীর তীরে অবস্থিত বঙ্গবন্ধুর নামে নামাঙ্কিত বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)। গত ৮ জুলাই বিশ্ববিদ্যালয়টি ২১ বছর পেরিয়ে পদার্পণ করেছে ২২ বছরে।

প্রতিষ্ঠার প্রায় দুই যুগ পূর্ণ হতে চলেছে, অথচ এতদিন চলছে প্রশাসনের দুটি গুরুত্বপূর্ণ পদ প্রো-ভিসি ও ট্রেজারার ছাড়াই। প্রশাসনের এই দুর্বল কাঠামো নিয়ে হতাশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক ও সংশ্লিষ্টরা।

২০০১ সালে বিশ্ববিদ্যালয়টির ভিত্তি প্রস্তর স্থাপন করেন বর্তমান ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাডেমিক কার্যক্রম চালু হয় ২০১১ সাল থেকে। কিন্তু, এতদিনে প্রশাসনের এই দুটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়নি। শুধু, প্রো-ভিসি ও ট্রেজারার না, বর্তমানে রেজিস্ট্রারের মত গুরুত্বপূর্ণ পদও চলছে ভারপ্রাপ্ত দ্বারা। দীর্ঘদিন ধরে রেজিস্ট্রার পদ রয়েছে শুন্য। ডেপুটি রেজিস্ট্রার মোঃ মোরাদ হোসেন ভারপ্রাপ্ত হিসেবে রেজিস্ট্রারের দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অন্যান্য নতুন বিশ্ববিদ্যালয় গুলোতে প্রশাসনিক কাঠামো শক্তিশালী হলেও বশেমুরবিপ্রবিতে এখনো দুর্বল। এ নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তুলেন শিক্ষার্থীরা।

রেজিস্ট্রার মোঃ মোরাদ হোসেন (ভারপ্রাপ্ত) এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই পদগুলো সরকার থেকে নিয়োগ হয়। মাননীয় চ্যান্সেলর কর্তৃক মনোনীত হয়। আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ট্রেজারার নিয়োগের জন্য চিঠি দেওয়া হয়েছে। তবে, প্রো-ভিসি নিয়োগের বিষয়ে এখনো কোনো প্রক্রিয়া শুরু হয়নি।

স্থায়ী রেজিস্ট্রার নিয়োগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ইতোমধ্যে আমরা বিজ্ঞাপন দিয়েছি। খুব শীঘ্রই রেজিস্ট্রার নিয়োগ হবে।

বিজ্ঞাপন

এ বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি ড মোঃ কামরুজ্জামান বলেন, কোষাধ্যক্ষ পদের জন্য তিনজনের নাম দিয়ে চিঠি পাঠানো হয়েছে। তবে এখনই প্রো-ভিসি নিয়োগ হচ্ছে না বলেই শুনেছি।

শীর্ষ সংবাদ:
নির্বাচনে কারচুপি: জিম্বাবুয়ে-উগান্ডার ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা আজ-কালের মধ্যে আসন ভাগাভাগির সিদ্ধান্ত: ওবায়দুল কাদের মুক্তদিবসের অনুষ্ঠানে হামলা, সাংস্কৃতিক অনুষ্ঠান পন্ড খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে আরামের পরিবার কুমিল্লা-৬ আসনে নির্বাচনে আ‘লীগের পরিচালনা কমিটি গঠিত না ফেরার দেশে চলে গেলেন সিআইডি’খ্যাত অভিনেতা ‘ফ্রেডরিক্স’ আদালতে আসামীর সাথে ধর্ষিতার বিয়ে, সন্তান পেলো পরিচয় কচুয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন বাংলাদেশে নির্বাচনের ফলাফল নিয়ে ভাবছে না যুক্তরাষ্ট্র ১০ ডিসেম্বর আওয়ামী লীগের সমাবেশ হচ্ছে না : ওবায়দুল কাদের ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে নিখোঁজ ১০ বুধবার থেকে ৪৮ ঘণ্টার অবরোধ, ১০ ডিসেম্বর মানববন্ধন বিএনপির ৩০০ আসনে ১ হাজার ৯৮৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ একযোগে ৪৭ ইউএনওর বদলি মতলব উত্তরে অসামাজিক কাজে বাধা দেওয়ায় মারধর ও প্রাননাশের হুমকি বাকৃবিতে আমুসের সভাপতি বজলুল, সম্পাদক সোলায়মান জুতার মধ্যে ১৮৬১ পিস ইয়াবাসহ র‌্যাবের জালে শাহ আলম গ্রেফতার গোয়ালন্দে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন ও এক টন রড দিলেন মোস্তফা মুন্সী চড়ুই পাখির মেলা বসেছে কুয়াকাটার ইলিশ পার্কে পাবনায় পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার