প্রতিরাতে ভাঙণের শব্দে ঘুম ভেঙে যায় পীরগাছার মানুষের!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print

প্রতিরাতে ভাঙণের শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। সবসময় আমরা আতঙ্কের মধ্যে থাকি। কখন যে বাড়িঘর ভেঙে যায়। কথাগুলো বলছিলেন রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পশ্চিমদেবু (আমডারা) গ্রামের রাহেলা বেগম।

তিনি জানান, সারাদেশে খাল খনন ও সংস্কার প্রকল্প বাস্তবায়নে এলজিইডির অধীনে সদর ইউনিয়নের অনন্তরাম (আমডারা) মৌজা ও তাম্বুলপুর ইউনিয়নের পশ্চিমদেবু (আমডারা) মৌজার কাটানদীর খাল পুনঃখনন করার কারণে কাটানদীর পাশে রাস্তা, পাড় ভেঙ্গে ঘরবাড়ি ও ফসলি জমি ভেঙ্গে বিলিন হয়ে যাচ্ছে। এমনকি ওই এলাকার কয়েক হাজার মানুষ চলাচলে প্রতিনিয়ত বিঘ্ন ঘটছে। প্রায় ১২ফিট রাস্তা ভেঙে বাড়ির কিনারায় চলে এসেছে কাটানদীটি। আর কিছুদূর পাড় ভাঙলে বিলিন হয়ে যাবে কয়েকটি বসতবাড়ি।

বিজ্ঞাপন

গ্রামবাসিরা জানান, প্রায় ৭-৮ মাস আগে খাল খনন ও সংস্কার প্রকল্পের আওতায় কাটানদী খালটি পুনঃখননের কাজ শুরু হয়। সেসময় খাল খনন করতে বাধা দিয়েছিল গ্রামবাসি। কিন্তু খাল খনন কমিটির সভাপতি সন্ত্রাসীর ভয় দেখিয়ে খনন কাজ শেষ করে বলে জানান গ্রামবাসি। এতে করে খনন কাজ শেষ হওয়ার কয়েকদিন পর থেকে ওই এলাকার পাকা বাড়িঘর ও রাস্তা ফাঁটল ধরে। এ বিষয়ে খাল খনন কর্তৃপক্ষকে অভিযোগ করেও কোন লাভ হয়নি।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, কাটানদী খালটি বসতবাড়ির কিনারায় চলে এসেছে। কারো ঘরের মেঝে ফাঁটল ধরেছে। কেউ বাঁশ কাঠ দিয়ে সেই ঘরগুলো আটকে রাখার চেষ্টা করছে। এমনকি কলেরপাড়, ল্যাট্রিন, বাড়ির যাতাযাতের রাস্তা ফাঁটল ধরে হেলে পড়েছে। যেকোন মুর্হুতে বিলিন হয়ে যাবে বাড়িঘরগুলো।

ভূক্তভোগি সাইফুল ইসলাম জানান, ৮শতক জমি কিনে বাড়ি করেছি। সেই জমি অর্ধেক ভেঙে গেছে খালে। আমরা দ্রুত এর সমাধান চাই।

বিজ্ঞাপন

ষাটোর্ধ্ব এক মহিলা জানান, আমরা অতিকষ্টে কয়েক শতক জমি কিনে বাড়িঘর করেছি। ছেলেমেয়ে নাতি-নাতনি নিয়ে এই বাড়িতে বসবাস করি। সেই বসতবাড়িটাও ভেঙে যাচ্ছে। এই বাড়িটা ভেঙে গেলে আমরা কোথায় থাকব।
আরেক ভূক্তভোগি মহিলা বলেন, প্রতিরাতে ভাঙণের শব্দ শুনে আমাদের ঘুম ভেঙে যায়। সবসময় আমরা আতঙ্কের মধ্যে থাকি।

এটিএম আখতারুজ্জামান মিজান বলেন, খাল খনন ও সংস্কার প্রকল্পের আওতায় কাটানদীটি খননের ফলে উপকার চেয়ে আমাদের ক্ষতি হচ্ছে বেশি। খাল খননের সময় বাধা করার পরও তারা বাধা মানেননি।

খাল খনন কমিটির সভাপতি মিজানুর রহমান বলেন, পাড় ভেঙে যাচ্ছে, শুনেছি। আমি জাইকার প্রতিনিধি ও প্রকৌশলীর সাথে কথা বলেছি আগামী মাসে তারা ভাঙণরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

উপজেলা নির্বাহী অফিসার শেখ শামসুল আরেফীন জানান, এ বিষয়ে একটা অভিযোগ পেয়েছি। উপজেলা প্রকৌশলীর মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

এদিকে একই রাস্তায় অপরিকল্পিতভাবে ব্রিজ নির্মাণ করার অভিযোগ উঠেছে ৭নং ইউপি সদস্য ফিরোজ সরকারের বিরুদ্ধে। ওই এলাকার রাকিবুল হাসান জানান, যে ব্রিজটি এখানে নির্মাণ করা হয়েছে। সেই ব্রিজটি এই জায়গার বরাদ্দ নয়। এই ব্রিজটি ছিল পশ্চিমদেবু (মাঠেরপাড়) এলাকার সেখানে না দিয়ে ব্রিজটি নির্মাণ করা হয়েছে অনন্তরাম (আমডারা) গ্রামে।

শীর্ষ সংবাদ:
এ সরকারের আমলে সাংবাদিকরাও নিরাপদে নেই: মোস্তাক মিয়া মাদারীপুরে গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামীর বসতঘরে ভাঙচুর ও লুটপাট সরকারকে হেয় করতে প্রথম আলো ও বিএনপি পরিপূরক হিসেবে কাজ করছে : ওবায়দুল কাদের শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশুদের টাকা আত্মসাতের অভিযোগ রিক্সা করে বান্ধবীকে নিয়ে বেড়ানোর সময় কুমিল্লায় ভুয়া পুলিশ আটক কাশিমপুর থেকে ফের কেন্দ্রীয় কারাগারে নেওয়া হচ্ছে শামসুজ্জামানকে মেঘনা নদীতে শিল্প–কারখানার বর্জ্যে, মরে ভেসে উঠছে মাছ অবশেষ ট্রেনের টিকিটে সহযাত্রীর নাম বাধ্যতামূলক করেছে বাংলাদেশ রেলওয়ে বিদ্যুৎ খাতে বাড়ছে ডলার সংকট রাজনীতিবিদকে বিয়ে করতে যাচ্ছেন পরিণীতি চোপড়া! শেষ হল ‘জওয়ান’র শ্যুটিং, কবে মুক্তি পাচ্ছে ছবি? যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত থেকে ৮ লাশ উদ্ধার আকিজ গ্রুপে চাকরির সুযোগ, সপ্তাহে ২ দিন ছুটি যশোরে জোড়া খুন স্বাধীনতাকে কটাক্ষ করে সংবাদ পরিবেশনের বিচার দাবি ঢাবি শিক্ষক সমিতি ও এডিটরস গিল্ড’র নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আয়োজনে রোজাদারদের মেহমানখানা বাকৃবিতে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের নতুন কমিটি গঠিত যশোরে মামলা প্রত্যাহারসহ সাংবাদিকের মুক্তির দাবিতে মানববন্ধন বাংলাদেশ হকার্স ইউনিয়নে প্রধানমন্ত্রী বরাবর চিঠি রমজানের শুরুতে কিছু পণ্যের দাম বাড়লেও এখন তা কমে এসেছে: বাণিজ্যমন্ত্রী