পুলিশের ৯৯৯ এ কল পেয়ে ত্রাণের ট্রলার উদ্ধার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print

পুলিশের বিশেষ সেবা ৯৯৯ এ কল পেয়ে নেত্রকোনার কলমাকান্দায় ত্রাণ নিয়ে ডুবে যাওয়া ট্রলার উদ্ধার করেছে কলমাকান্দা থানার পুলিশ ও ফায়ার সার্ভিস।

বুধবার (২৯ জুন) দুপুরে উপজেলার নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। টাঙ্গাইলের সখিপুর থেকে একটি বাজারের ব্যাবসায়ীরা নিজেদের অর্থায়নে ত্রাণ নিয়ে সুনামগঞ্জের মহেষখলা ও বাগলি যাওয়ার পথে কলমাকান্দায় এই দুর্ঘটনার কবলে পড়লে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে। পরবতর্ীতে বেঁেচ যাওয়া ত্রাণের প্যাকেটগুলো ওই গ্রামেই বিতরণ করে দেন। এর আগে সকালে ১৪ জনের একটি টিম টাঙ্গাইলের সখিপুর থেকে এসকল ত্রাণ নিয়ে দুপুরে কলমাকান্দায় পৌঁছেন।

ট্রলারে থাকা কৃষক শ্রমিক জনতালীগের টাঙ্গাইল জেলার সহ সভাপতি ও সখিপুর উপজেলার ৬ নং কালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম সরকার বলেন, আমাদের সখিপুর একটি বড় বাজার রয়েছে। এটি থেকে বড় রাজস্ব আসে। আমরা সবাই মিলে ব্যবাসয়ীদের থেকে উত্তোলিত টাকা দিয়ে বর্নার্তদের জন্য ৭ কেজি চালসহ তেল, ডাল, পেঁয়াজ সহ সাড়ে ১০ কেজি করে প্রতি প্যাকেটে মোট ৬০০ প্যাকেট করি।

বিজ্ঞাপন

এটি নিয়ে কলমাকান্দা দিয়ে যাচ্ছিলাম। মহেষখলা থেকেই আমাদের জন্য ট্রলারটি পাঠায়। কিন্তু ঘাট থেকে প্রায় এক কিলোমিটারের মতো দূরত্বে হাওরে যেতেই পানির নীচে থাকা একটি পিলারে ধাক্কা খেয়ে ট্রলারে পানি উঠে যায়। ট্রলারটি ডুবে যেতে থাকলে আমরা তাৎক্ষণিক ফোন দিলে পুলিশ এবং ফায়ার সার্ভিসকমর্ীরা দ্রুত যায়।

তবে স্থানীয় ওই নোয়াগাঁও এলাকার মানুষ প্রথমেই আমাদের উদ্ধারে ঝাপিয়ে পড়েন। আমরা ত্রানের তিন ভাগের এক ভাগ প্যাকেট ট্রলারের ছাদে রেখেছিলাম। বাকী দুইভাগ ভেতরে ছিলো। ছাদের গুলো অরক্ষিত ছিলো। পরে ট্রলারের ছাদ ভেঙ্গে ওগুলো বের করা হয়েছে। তবে বেশি ক্ষতি হয়নি। আমরাও কোন ধরনের আহত হইনি। ত্রাণগুলো পরে তাৎক্ষনিক ওই এলাকার সকল বর্ন্যার্তদের মাঝেই বিতরণ করে দেই।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা ফায়ার ষ্টেশনের অফিসার রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমাদরেকে থানা থেকে খবর দিলে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। স্থানীয় এবং ট্রলার চালকদের বরাত দিয়ে তিনি আরও বলেন, কলমাকান্দা সদরের নোয়াগাঁও এলাকা থেকে রাজাপুর বিদ্যুতের তার যায়।

বিজ্ঞাপন

এটির একটি খুঁটি ভেঙ্গে পড়ে আছে বিলের পানির নীচে। এটার উপর দিয়ে ট্রলার যেতেই নৌকার তলা ফেটে পানি উঠে। আমরা দ্রুত চেষ্টা করে উদ্ধার করে দিয়েছি। ত্রাণগুলোও তারা বিতরণ করে ফেলেছেন।

এ ব্যাপারে কথা বলতে কলমাকান্দা থানার ওসির সাথে যোগাযোগের চেষ্টা করা হলে কথা বলা যায়নি।

শীর্ষ সংবাদ:
পায়র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত, মাছ ধরার ট্রলার নিয়ে জেলেরা নিরাপদে পারিবারিক কলহের জেরে অন্তঃসত্ত্বা নববধূর আত্মহত্যা সিলেটের গোলাপগঞ্জ থানার ৫ কর্মকর্তার উপর সাধারণ মানুষের ক্ষোভ,বদলীর দাবী শেরপুরে আগাম জাতের আমন ধান কর্তন রাবির ভর্তি পরীক্ষায় প্রক্সিকাণ্ডের হোতা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার খালেদা জিয়ার থাকার কথা কারাগারে : তথ্যমন্ত্রী কী এমন করেছি যে আমাদের ওপর আস্থা আনা যাচ্ছে না: ইসি রাশেদা নির্বাচন নিয়ে শংকার কিছু নেই, সংবিধান অনুযায়ী যথাসময়েই নির্বাচন হবে: হানিফ বকশীগ‌ঞ্জে এক নারীর তিন সন্তান প্রসব নিয়ামতপুরে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ বিতরণ ঝিনাইদহে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত টানা ১৬ দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি পুলিশ হেফাজতে দুদকের সাবেক উপপরিচালকের মৃত্যু, স্বজনদের দাবি হত্যা সিকিমে আকস্মিক বন্যা, ২৩ ভারতীয় সেনা নিখোঁজ ইশতেহার তৈরির জন্য মতামত চায় আ.লীগ খেলাপি ঋণে শ্রীলঙ্কার কাছাকাছি বাংলাদেশ জেলা মাদকদ্রব্যের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১ মেহেরপুরে গোপন বৈঠক চলাকালে জামায়াতের ৩জন রোকন আটক লাকসামে বাস-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ২ জন আহত