পীরগাছায় খাল খননের কারণে বিলিন হয়ে যাচ্ছে বসতবাড়ি!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print

সারাদেশে খাল খনন ও সংস্কার প্রকল্প বাস্তবায়নে এলজিইডির অধীনে রংপুরের পীরগাছা উপজেলার সদর ইউনিয়নের অনন্তরাম (আমডারা) মৌজা ও তাম্বুলপুর ইউনিয়নের পশ্চিমদেবু (আমডারা) মৌজার কাটানদীর খাল পুনঃখনন করার কারণে কাটানদীর পাশে রাস্তা, পাড় ভেঙ্গে ঘরবাড়ি ও ফসলি জমি ভেঙ্গে বিলিন হয়ে যাচ্ছে।

এমনকি ওই এলাকার কয়েক হাজার মানুষ চলাচলে প্রতিনিয়ত বিঘ্ন ঘটছে। প্রায় ১২ফিট রাস্তা ভেঙে বাড়ির কিনারায় চলে এসেছে কাটানদীটি। আর কিছুদূর পাড় ভাঙলে বিলিন হয়ে যাবে কয়েকটি বসতবাড়ি।

গ্রামবাসিরা জানান, প্রায় ৭-৮ মাস আগে খাল খনন ও সংস্কার প্রকল্পের আওতায় কাটানদী খালটি পুনঃখননের কাজ শুরু হয়। সেসময় খাল খনন করতে বাধা দিয়েছিল গ্রামবাসি। কিন্তু খাল খনন কমিটির সভাপতি সন্ত্রাসীর ভয় দেখিয়ে খনন কাজ শেষ করে বলে জানান গ্রামবাসি। এতে করে খনন কাজ শেষ হওয়ার কয়েকদিন পর থেকে ওই এলাকার পাকা বাড়িঘর ও রাস্তা ফাঁটল ধরে। এ বিষয়ে খাল খনন কর্তৃপক্ষকে অভিযোগ করেও কোন লাভ হয়নি।

বিজ্ঞাপন

সরেজমিনে গিয়ে দেখা গেছে, কাটানদী খালটি বসতবাড়ির কিনারায় চলে এসেছে। কারো ঘরের মেঝে ফাঁটল ধরেছে। কেউ বাঁশ কাঠ দিয়ে সেই ঘরগুলো আটকে রাখার চেষ্টা করছে। এমনকি কলেরপাড়, ল্যাট্রিন, বাড়ির যাতাযাতের রাস্তা ফাঁটল ধরে হেলে পড়েছে। যেকোন মুর্হুতে বিলিন হয়ে যাবে বাড়িঘরগুলো।

ভূক্তভোগি সাইফুল ইসলাম জানান, ৮শতক জমি কিনে বাড়ি করেছি। সেই জমি অর্ধেক ভেঙে গেছে খালে। আমরা দ্রুত এর সমাধান চাই।

ষাটোর্ধ্ব রাহেলা বেগম জানান, আমরা অতিকষ্টে কয়েক শতক জমি কিনে বাড়িঘর করেছি। ছেলেমেয়ে নাতি-নাতনি নিয়ে এই বাড়িতে বসবাস করি। সেই বসতবাড়িটাও ভেঙে যাচ্ছে। এই বাড়িটা ভেঙে গেলে আমরা কোথায় থাকব।
এটিএম আখতারুজ্জামান মিজান বলেন, খাল খনন ও সংস্কার প্রকল্পের আওতায় কাটানদীটি খননের ফলে উপকার চেয়ে আমাদের ক্ষতি হচ্ছে বেশি। খাল খননের সময় বাধা করার পরও তারা বাধা মানেননি।

বিজ্ঞাপন

খাল খনন কমিটির সভাপতি মিজানুর রহমান বলেন, পাড় ভেঙে যাচ্ছে, শুনেছি। আমি জাইকার প্রতিনিধি ও প্রকৌশলীর সাথে কথা বলেছি আগামী মাসে তারা ভাঙণরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

উপজেলা নির্বাহী অফিসার শেখ শামসুল আরেফীন জানান, এ বিষয়ে একটা অভিযোগ পেয়েছি। উপজেলা প্রকৌশলীর মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

 

শীর্ষ সংবাদ:
৩০ ফিলিস্তিনির মুক্তি, হামাস ছাড়ল ১২ জনকে বুধবার ইসির সঙ্গে বৈঠকে বসবে ইইউ নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে: মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সুনামগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড সংসদ নির্বাচন পেছাতে লিগ্যাল নোটিশ আমতলীতে মাদক সেবনে বাঁধা দেওয়ায় কুপিয়ে জখম আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবারও বিজয়ী হবে : পররাষ্ট্রমন্ত্রী ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষ, আহত ৩  সাতক্ষীরায় প্রতারণা, জালিয়াতি  আত্মসাৎতের  মামলায় সাবেক অধ্যক্ষ  কারাগারে টানেলে আটকা ৪১ শ্রমিককে উদ্ধার কিছুক্ষণের মধ্যে বকশীগঞ্জে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু শারীরিক শিক্ষা কেবল দৈহিক নয় বঙ্গবন্ধু সরকারি কলেজের এইচএসসি পরীক্ষায় ৭৫ জনের ৭৩ জনই ফেল নওগাঁয় রাস্তার পাশ থেকে যুবতীর মরদেহ উদ্ধার নরসিংদী ৪: স্বতন্ত্র লড়বেন মনোহরদী উপজেলা চেযারম্যান বীর বরগুনা -১ আসনের নৌকার প্রার্থী এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শমভু এমপিকে সংবর্ধনা! সোহরাওয়ার্দী কলেজে উচ্চমাধ্যমিকের ফলাফলে বিপর্যয়, জিপিএ-৫ পেয়েছে মাত্র ৮ জন গৌরীপুরে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন ডাঃ আকাশ শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমে পাঁচ দিনব্যাপী রাস উৎসব শুরু মোংলার একমাত্র ফেরি চলে জোয়ারে!