পীরগাছায় কুরবানি পশুর হাট জমে উঠলেও আশানুরুপ নেই বেচাকেনা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print

পবিত্র ঈদুল আযহা সামনে রেখে পীরগাছা উপজেলার কুরবানির হাটগুলো জমে উঠলেও আশানুরুপ বেচাকেনা দেখা যায়নি।

এসময় হাটগুলোতে পর্যাপ্ত পরিমাণে কুরবানির পশু ও ক্রেতা-বিক্রেতার পদচারণা ছিল ভরপুর। ক্রেতাদের অভিযোগ গরুর দাম চড়া। কেউ দাম ছাড়তে চায় না। অন্যদিকে গরু চাষিরা বলেন, বর্তমানে গো-খাদ্যের ঊর্ধ্বগতির কারণে গরু লালন-পালনে অনেক বাড়তি টাকা গুনতে হয়েছে আমাদের। লাভ না হলে গরু বেচা যাচ্ছে না। উপজেলার কয়েকটি কুরবানির হাট ঘুরে দেখা গেছে এমন চিত্র!

উপজেলার সবচেয়ে বৃহৎ কুরবানির পশুর হাট হচ্ছে ছাওলা ইউনিয়নের পাওটানাহাট। মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, হাটটিতে কুরবানির পশু ছিল কানায় কানায় পূর্ণ। যেন দম ফেলার জায়গা নেই। তবে অনেক বিক্রেতা আশানুরুপ দাম না পাওয়ায় কুরবানি পশু ফেরত নিয়ে যাচ্ছে। একজন ছাগল বিক্রেতা বলেন, দাম কম বলে তাই নিয়ে যাচ্ছি।

বিজ্ঞাপন

আরেক গরু বিক্রেতা বলেন, অনেকে গরুর দাম বলছে কম। রাসেল নামের এক ক্রেতা জানান, কুরআনির গরুর কিনতে এসেছিলাম। কয়েকটি গরু দেখলাম কিন্তু বিক্রেতারা তুলনামূলকভাবে বেশি দাম চাচ্ছে। কয়েকজন বিক্রেতা তাদের চাহিদামতো দাম না পেলে গরু বেচতে চাচ্ছেন না।
কেন কুরবানি পশু বেচাকেনা হচ্ছে না, এমন প্রশ্নের জবাবে ওই হাটের ইজারাদার খুরশিদ আলম জানান, গতবারের তুলনায় এবার বেচাকেনা খুবই মন্দা। কারণ অনেক অঞ্চলে বন্যা হওয়ায় বাহির থেকে গরু ব্যবসায়ীরা আসছে না।

উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি সার্জন ডা. মোহাম্মদ আলী বলেন, ভেটেরিনারি মেডিকেল টিমের মাধ্যমে প্রতিটি কুরবানির পশুর হাটে গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা, কোনো রোগ বালাই আছে কিনা এসব বিষয়ে প্রতিনিয়ত পর্যবেক্ষণ করা হচ্ছে।

পীরগাছা উপজেলায় এবার কুরবানির পশু উদ্বৃত্ত আছে বলে জানান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আব্দুস ছালাম, এ বিষয়ে তিনি জানান, এবার পীরগাছা উপজেলায় কুরবানির জন্য ষাড় প্রস্তুত আছে ৭হাজার ৯৯০টি, বলদ রয়েছে ৩হাজার ৫৮৪টি, গাভী রয়েছে ৪হাজার ৫৫০টি, ছাগল রয়েছে ১০হাজার ৫৫৬টি, ভেড়া ও অন্যান্য পশু রয়েছে ২৮৬টি। সর্বমোট ২৮হাজার ৯৯৭টি, চাহিদা রয়েছে ১৫হাজার ৯৫০টি, চাহিদা পূরণ করেও উদ্বৃত্ত থাকবে ১৩হাজার ৪৭টি কুরবানি পশু।

বিজ্ঞাপন

 

আর টাইমস/ দিশা

শীর্ষ সংবাদ:
৩০ ফিলিস্তিনির মুক্তি, হামাস ছাড়ল ১২ জনকে বুধবার ইসির সঙ্গে বৈঠকে বসবে ইইউ নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে: মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সুনামগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড সংসদ নির্বাচন পেছাতে লিগ্যাল নোটিশ আমতলীতে মাদক সেবনে বাঁধা দেওয়ায় কুপিয়ে জখম আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবারও বিজয়ী হবে : পররাষ্ট্রমন্ত্রী ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষ, আহত ৩  সাতক্ষীরায় প্রতারণা, জালিয়াতি  আত্মসাৎতের  মামলায় সাবেক অধ্যক্ষ  কারাগারে টানেলে আটকা ৪১ শ্রমিককে উদ্ধার কিছুক্ষণের মধ্যে বকশীগঞ্জে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু শারীরিক শিক্ষা কেবল দৈহিক নয় বঙ্গবন্ধু সরকারি কলেজের এইচএসসি পরীক্ষায় ৭৫ জনের ৭৩ জনই ফেল নওগাঁয় রাস্তার পাশ থেকে যুবতীর মরদেহ উদ্ধার নরসিংদী ৪: স্বতন্ত্র লড়বেন মনোহরদী উপজেলা চেযারম্যান বীর বরগুনা -১ আসনের নৌকার প্রার্থী এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শমভু এমপিকে সংবর্ধনা! সোহরাওয়ার্দী কলেজে উচ্চমাধ্যমিকের ফলাফলে বিপর্যয়, জিপিএ-৫ পেয়েছে মাত্র ৮ জন গৌরীপুরে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন ডাঃ আকাশ শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমে পাঁচ দিনব্যাপী রাস উৎসব শুরু মোংলার একমাত্র ফেরি চলে জোয়ারে!