পীরগাছায় অবৈধ কমিটি ও নিয়োগ স্বজনপ্রীতির প্রতিবাদে মানববন্ধন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print

রংপুরের পীরগাছায় সাতদরগা দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে স্বজনপ্রীতি, পরিবারতান্ত্রিক, অবৈধ কমিটি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ এনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় উপজেলার অন্নদানগর ইউনিয়নের সাতদরগা বাজারে এ মানববন্ধন করেন এলাকার সুশীল সমাজ।

মানববন্ধনে প্রার্থী ফারুক হোসেন বলেন, গত ১৫জুন সাতদরগা দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ে নবসৃষ্ট ‘অফিস সহায়ক’ পদে একজন লোক নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেন প্রধান শিক্ষক। আমি নিয়োগ বিজ্ঞপ্তির নিয়ম অনুসারে এক হাজার টাকার ব্যাংক ড্রাফট করে ওই বিদ্যালয়ের অফিস সহকারী আব্দুল লতিফের কাছে আবেদনপত্রটি জমা দেই। যার ডিডিএ ছিল-২৯৭৭০৯৩/০৭।

বিজ্ঞাপন

৮জুলাই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হলেও কয়েকজন প্রার্থীকে বাদ দিয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোন্নাফ আলী মিয়া ও ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুস সালাম তাদের পছন্দের প্রার্থীদের ডেকে নিয়ে পরীক্ষা নেন। কেন, আমাদের পরীক্ষায় ডাকা হলো না-এর সঠিক তদন্ত চাই।

অন্য ভূক্তভোগিরা বলেন, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতি আপন দুই ভাই। তাদের আত্মীয়স্বজন ও পছন্দের লোক ছাড়া ওই বিদ্যালয়ে নিয়োগ দেননা তারা। এই বিদ্যালয়কে একটা পরিবারতান্ত্রিক বিদ্যালয়ে পরিণত করেছে।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ সুজা মিঞা বলেন, আবেদন করলে অবশ্যই প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকতে হবে। তবে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে জেনে নিন ফারুক হোসেন নামে কোন প্রার্থী আবেদন করেছিলেন কিনা?

বিজ্ঞাপন

প্রধান শিক্ষক মোন্নাফ আলী মিয়ার কাছে এ বিষয়ে জানতে ফোন দিলে তিনি বলেন, ফারুক হোসেন নামের কোন আবেদনপত্র আমি পাইনি।

এ ব্যাপারে সাতদরগা দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী আব্দুল লতিফ আবেদনপত্রটি গ্রহণের বিষয়টি স্বীকার করে বলেন, আমি ফারুক হোসেনের আবেদনপত্রটি রিসিপ করে প্রধান শিক্ষকের কাছে জমা দেই।

 

শীর্ষ সংবাদ:
সিঙ্গাইরে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা যশোরে বিচারের দাবীতে আত্মহত্যাকারী শিক্ষার্থীর লাশ নিয়ে মিছিল দেশে ২০ ভাগ অকাল মৃত্যুর কারণ বায়ু দূষণ : বিশ্ব ব্যাংক বীজ দেওয়া হবে, সার দেওয়া হবেনা- পাট কর্মকর্তা মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গোয়ালন্দ বন্ধুসভার চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনা ঘটলেই তড়িঘড়ি করে সড়ক সংস্কারে সওজ বাগেরহাটে যৌতুকের দাবীতে গৃহবধুকে নির্যাতনের অভিযোগ কালীগঞ্জে বিএনপি’র ১৭ নেতাকর্মীর জামিন সিলেটের যুবলীগ নেতা শামীম, বিধবা মহিলাকে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যার হুমকি গ্রাহকদের অর্ধকোটি টাকা নিয়ে উধাও ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট শাখা দেবিদ্বারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দাম কমলেও ব্যবসায়ীরা বেশি দামেই বিক্রি করছেন ব্রয়লার মুরগি যশোরে আবারও গোপন লেদ থেকে পিস্তলসহ অস্ত্র তৈরির সরঞ্জাম ও মিস্ত্রি গ্রেফতার নরসিংদীতে ডাকাতির প্রস্তুতির সময় গ্রেপ্তার ৩ পদ দিতে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে টাকা দাবির অভিযোগ, অডিও ভাইরাল অক্টোবর-নভেম্বরে জবির দ্বিতীয় সমাবর্তনের আশ্বাস তালন্দ কলেজ অধ্যক্ষ আদালতের আদেশ মানছেন না সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো স্বামী-স্ত্রীর , আহত মেয়ে নাতিসহ ৩ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন ও গুণীজন সংবর্ধনা রমজানে পর্যটক শূন্য কুয়াকাটা