পাইকগাছায় ফেসবুকে মানহানিকর পোস্ট করায় সুধাংশ মন্ডল কে লিগ্যাল নোটিশ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print

খুলনা জেলার পাইকগাছা পৌরসভার ৪,৫,৬নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর কবিতা দাশ কে ‘চোর বলে অ্যাখ্যায়িত করে’ ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ায় ফসিয়ার রহমান মহিলা কলেজের শিক্ষক সুধাংশ কুমার মন্ডল কে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে কলেজ শিক্ষক সুধাংশ কুমার মন্ডল কে মানহানিকর পোষ্টের ক্ষতিপূরন বাবদ নোটিশ পাওয়ার ৭দিনের মধ্যে ১লাখ টাকা পরিশোধ করে শোধ রশিদ নেয়ার জন্য বলা হয়েছে।

পাইকগাছা পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর কবিতা দাশ এর পক্ষে পাইকগাছা সহকারি জজ আদালতের আইনজীবী এফ,এম,এ রাজ্জাক এ নোটিশ পাঠান।

সোমবার(৪সেপ্টেম্বর) এ নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করে আইনজীবী এফ,এম,এ রাজ্জাক এ প্রতিবেদক কে বলেন,গত ২সেপ্টেম্বর জনৈক পূর্ণ চন্দ্র মণ্ডল নামীয় ফেসবুক আইডিতে “পাইকগাছায় এক মহিলা কাউন্সিলার কবিতার বিরুদ্ধে জোনাকী সমিতি কর্তৃপক্ষ দেড় কোটি টাকা আত্মসাতের অভোযোগ তুলেছে। আর সে জন্যে সমিতির গ্রাহকদের কোটি কোটি টাকা পরিশোধ করতে পারছে না সমিতি কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

তাহলে দেড় কোটি টাকা বাদে বাকি কোটি কোটি টাকা কার কাছে? নিশ্চই কর্তৃপক্ষের কাছে? তাহলে গ্রাহকরা হয়রানী হচ্ছে কেন? উদোর পিন্ড বুধোর ঘাড়ে চাপানো হচ্ছেনাতো? যারাই জড়িত থাকুক গ্রাহকরা যেন বঞ্চিত না হয়। সে জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ দরকার।” প্রকাশের পর “চোর, ফসিয়ার রহমান জনকল্যান সমিতি থেকে চুরি করেছিল।”

বলে অ্যাখ্যায়িত করেনফসিয়ার রহমান মহিলা কলেজের শিক্ষক সুধাংশ কুমার মন্ডল। এই পোস্টের মাধ্যমে সংরক্ষিত মহিলা কাউন্সিলর কবিতা দাশের মানহানি করা হয়েছে। এ কারণে কলেজ শিক্ষক সুধাংশ কুমার মন্ডল কে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি।আর নোটিশে ওই কলেজ শিক্ষক কে মানহানিকর পোষ্টের ক্ষতিপূরন বাবদ নোটিশ পাওয়ার ৭দিনের মধ্যে ১লাখ টাকা পরিশোধ করে শোধ রশিদ নেয়ার জন্য বলা হয়েছে। অন্যাথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:
হবিগঞ্জে স্কুল ছাত্রী জেরিন হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদন্ড দক্ষিণাঞ্চলে ৮০ কিমি রোডমার্চ করবে বিএনপি বিশ্ব নেতারা প্রধানমন্ত্রীর কাছ থেকে পরামর্শ নেন : সাইফুজ্জামান জুয়েল চৌধুরী নতুন প্রজন্মকে স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানাতে মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম : স্পিকার বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশের অগ্রাধিকার হচ্ছে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন : উজরা জেয়াকে প্রধানমন্ত্রী ঝিনাইদহে চ্যালেন ২৪ এর জেলা প্রতিনিধি সাদ্দাম সন্ত্রাসী হামলায় আহত, বসতঘর ভাঙচুর আত্মহত্যার দর্শন ও স্বরূপ সন্ধান প্রবল বৃষ্টির মধ্যে জয়পুরহাট-১ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী হাসানুজ্জামান মিঠুর সফল জনসমাবেশ ভূমিহীন মরিয়ম ত্রিশ বছর ধরে স্যানিটারি মিস্ত্রির কাজ করছে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: খাদ্যমন্ত্রী বাজার থেকে আলু উধাও ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু দূর্নীতিবাজ যেই হোক, সে রাজনৈতিক দলের নেতা হতে পারেনা: মহিব্বুর রহমান গোয়ালন্দে অসুস্থ রোগীর চিকিৎসায় এগিয়ে এলেন প্রবাসী হোসাইন সরনজাই কলেজ অধ্যক্ষ ইমারতের বিরুদ্ধে অভিযোগের পাহাড় ডেঙ্গু আক্রান্ত হয়ে আ’লীগ নেত্রীর মৃত্যু সবজির বাজারে আগুন, বাড়তি ফার্মের মুরগির দামও উত্তর অ্যামেরিকার সমর্থন ধরে রাখতে মরিয়া জেলেনস্কি ২০২৪ সালের হজের কোটা ঘোষণা