পটুয়াখালীতে লাঠিয়াল বাহিনী কর্তৃক ঘের দখলে নেয়ার অভিযোগ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print

পটুয়াখালীতে ভূমি দস্যু লাঠিয়াল বাহিনী কর্তৃক বসতবাড়িসহ মাছের ঘের দখল করে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট করে নেয়ার এক অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে মোকাম গলাচিপার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মোঃ দেলোয়ার হোসেন ওরফে কালাম হাওলাদার(৫৫), মোঃ শাহিন(৪০), মোঃ শাহদাত(৩৫), রেনু বেগম(৫০) সহ ১৪ জনকে চিহ্নিত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ঘের মালিক মোঃ নজরুল ইসলাম। মামলা নং-৫৫৯/২২। বিজ্ঞ আদালত অভিযোগটি পিবিআই পটুয়াখালীকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। ঘটনাটি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের দক্ষিন চরবিশ্বাস গ্রাম এলাকায়।

মামলার বিবরনে ও স্থানীয় সূত্রে জানাগেছে, অভিযোগকারী মোঃ নজরুল ইসলাম তার ও তার আত্মীয় স্বজন এবং একই এলাকার কালাম আকন, রাজ্জাক হাওলাদার, নিপুন মিয়া, সালমা বেগম ও জয়গুনি বেগমের বন্দোবস্তকৃত প্রায় ২০ একর জমি ও জলাশয়ে মাছের ঘের করে বিভিন্ন প্রকার মাছ চাষ করে প্রায় ১৪ বছর ভোগ দখল করে জীবন জীবিকা নির্বাহ করে আসছিল। এ অবস্থায় ১২ বছর আগে সেখানে আধা-পাকা ঘর তোলেন।

বিজ্ঞাপন

সেখানে মাছ চাষসহ ঘের দেখা -শোনার জন্য মোঃ ফিরোজ আহমেদসহ ৩ জন কাজের লোক বসবাস করে আসছিল। এ অবস্থায় উলেস্নখিত আসামীরা নজরুল ইসলামকে উক্ত জমি ও মাছের ঘের হতে উৎখাত করার জন্য দীর্ঘদিন ধরে নানা রকম ষড়যন্ত্র করে আসতে থাকে।

ঘটনারদিন চলতি মাসের ৪ জুলাই সোমবার রাত আনুমানিক ১১ টার দিকে ভূমি দস্যু লাঠিয়াল বাহিনীর প্রধান মোঃ দেলোয়ার হোসেন ওরফে কালাম হাওলাদার ও রেনু বেগম এর নেতৃত্বে মোঃ শাহিন(৪০), মোঃ শাহদাত(৩৫), মন্নান মাতুব্বর, মাহবুব প্যাদা, ফারুক প্যাদা, রিপন প্যাদা, শিপন প্যাদা, জামাল প্যাদা, সুলতান হাওলাদার, আনোয়ার মৃধা, কাওসার মৃধা, শাকিল মৃধাসহ আরো ২০/১২ জন লাঠিয়াল ও সন্ত্রাসী দলবদ্ধ হয়ে দেশী তৈরী ধাড়াল অস্ত্র দা, রাম দা, চল, বলস্নব, ছেনা, লোহার রড ও লাঠিসোটা নিয়ে মাছের ঘেরের জমিতে অনধিকার প্রবেশ করে জেনারেটরে আলো জালিয়ে জাল টানিয়ে ঘেরে চাষকৃত চিংড়িসহ বিভিন্ন জাতের মাছ ধরে লুট করে নেয়। এ সময় ঘেরের পাশে স্থাপিত ঘরে থাকা ঘেরের পাহারাদার (বেতনভুক্ত কর্মচারী) ঠাকুর তরফদার(৫০), জয়নাল প্যাদা৫০) ও সালাম গাজী(৪৮) কপ মারধর করে ফুলা জখম করে ঠাকুর তরফদারকে খুনের উদ্দেশ্যে অপহরন করে নিয়ে যায়। এ ঘটনা গলাচিপা থানা পুলিশকে অবহিত করলে থানার কর্মকীতা আদালতে মামলা করার পরামর্শ দেন বলে অভিযোগে উলেস্নখ করেন ক্ষিগ্রস্থ বাদী নজরুল ইসলাম।

পুলিশের পরামর্শে নজরুল ইসলাম উক্ত আদালতে উলিস্নখিত ১৪ জনকে আসামী করে উক্ত মামলা করেন। তদন্ত কীমকর্তা পিবিআই পটুয়াখালীর এসআই রনজিৎ জানান ১৩ জুলাই তিনি আদালতের কাগজ পেয়েছি। খুব শীঘ্রই তদন্তের জন্য ঘটনা স্থলে যাব।

বিজ্ঞাপন

এ ব্যাপারে ওই এলাকার মোঃ তোফাজ্জেল হোসেন জানান, নজরুল মিয়া ১৩/১৪ বছর ধরে ঘের করে মাছ চাষ করে আসতে দেখিছি। দেলোয়ার হোসেন ওরফে কালাম হাওলাদার ও তার বোন রেনু বেগম এবং ভাই শাহিন ও শাহাদাত গং ভাড়াটিয়া মস্তান দিয়ে রাতে ঘের দখল করে আছে। প্রশাসনের উচিত কাগজপত্র দেখে এর ফয়সালা করা।

এ ব্যাপারে রেনু বেগম বলেন, নজরুল মিয়া এলাকার গরীব মানুষের জমি দখল করে ভোগ করছিল। যাদের নামে জমি বন্দোবস্ত, তারাই দখল করেছে। আমার নামে ওখানে কোন জমি বন্দোবস্ত নাই, আমাকে আসামী করেছে কেন? এ ব্যাপারে চরবিশ্বাস ইউনিয়নের ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল মুন্সি এর কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন ফোনে বলা যাবে না। পটুয়াখালী আসতেছি সাক্ষাতে বলবো বলে ফোন কেটে দেন।

শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন ফরম ক্রয় করলেন জুয়েল ঠাকুরগাঁও ১ আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র নিলেন যুব মহিলালীগের নেত্রী তাহমিনা ৩০ ফিলিস্তিনির মুক্তি, হামাস ছাড়ল ১২ জনকে বুধবার ইসির সঙ্গে বৈঠকে বসবে ইইউ নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে: মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সুনামগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড সংসদ নির্বাচন পেছাতে লিগ্যাল নোটিশ আমতলীতে মাদক সেবনে বাঁধা দেওয়ায় কুপিয়ে জখম আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবারও বিজয়ী হবে : পররাষ্ট্রমন্ত্রী ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষ, আহত ৩  সাতক্ষীরায় প্রতারণা, জালিয়াতি  আত্মসাৎতের  মামলায় সাবেক অধ্যক্ষ  কারাগারে টানেলে আটকা ৪১ শ্রমিককে উদ্ধার কিছুক্ষণের মধ্যে বকশীগঞ্জে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু শারীরিক শিক্ষা কেবল দৈহিক নয় বঙ্গবন্ধু সরকারি কলেজের এইচএসসি পরীক্ষায় ৭৫ জনের ৭৩ জনই ফেল নওগাঁয় রাস্তার পাশ থেকে যুবতীর মরদেহ উদ্ধার নরসিংদী ৪: স্বতন্ত্র লড়বেন মনোহরদী উপজেলা চেযারম্যান বীর বরগুনা -১ আসনের নৌকার প্রার্থী এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শমভু এমপিকে সংবর্ধনা! সোহরাওয়ার্দী কলেজে উচ্চমাধ্যমিকের ফলাফলে বিপর্যয়, জিপিএ-৫ পেয়েছে মাত্র ৮ জন গৌরীপুরে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন ডাঃ আকাশ