ন্যাটোতে যোগ দিতে প্রটোকল সই করল সুইডেন-ফিনল্যান্ড

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print

ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধের মধ্যেই মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটে যোগ দেওয়ার জন্য একটি প্রটোকলে সই করেছে সুইডেন এবং ফিনল্যান্ড।

মঙ্গলবার ন্যাটো জোটে যোগ দেওয়ার বিষয়ে দেশ দুটি প্রটোকল সই করার পর একে ঐতিহাসিক মুহূর্ত বলে আখা দিয়েছেন ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। ফিনল্যান্ড এবং সুইডেন ন্যাটো জোটে যোগ দেওয়ার ফলে এর সদস্য সংখ্যা হবে ৩২।

স্টলটেনবার্গ বলেন, সুইডেন এবং ফিনল্যান্ডের এই জোটে যোগ দেওয়ার প্রক্রিয়াটি এখন আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

বিজ্ঞাপন

এ দিকে, ন্যাটো জোটে যোগ দেওয়ার সুযোগ দেওয়ায় বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী অ্যান লিন্ডে। তবে ফিল্যান্ড ও সুইডেনের ন্যাটো জোটে যোগ দেওয়ার ব্যাপারে বারবার হুঁশিয়ারি দিয়ে এসেছে রাশিয়া। দেশটি এখনো সেই অবস্থানে আছে।

দুই দেশের জাতীয় সংসদ এখন এই প্রটোকলে অনুমোদন দিলে দেশ দুটি আনুষ্ঠানিকভাবে ন্যাটো জোটের সদস্যভুক্ত হবে।

১৯৯০ সালের পর এই প্রটোকলে সই ন্যাটো জোটের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এর মধ্যদিয়ে সুইডেন ও ফিনল্যান্ডের মতো দুটি গুরুত্বপূর্ণ দেশ এই সামরিক জোটের সদস্য হলো। ন্যাটো জোট গঠনের পর থেকে এ দুই দেশ নিরপেক্ষ অবস্থানে ছিল।

বিজ্ঞাপন

সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটো জোটে যোগ দেওয়ার ব্যাপারে গত সপ্তাহে তুরস্ক তার আপত্তি তুলে নেয়। এরপরই দেশ দুটির জন্য এই জোটে যোগ দেওয়ার পথ সহজ হয়।

সূত্র: আলজাজিরা

শীর্ষ সংবাদ:
সরকারকে হেয় করতে প্রথম আলো ও বিএনপি পরিপূরক হিসেবে কাজ করছে : ওবায়দুল কাদের শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশুদের টাকা আত্মসাতের অভিযোগ রিক্সা করে বান্ধবীকে নিয়ে বেড়ানোর সময় কুমিল্লায় ভুয়া পুলিশ আটক কাশিমপুর থেকে ফের কেন্দ্রীয় কারাগারে নেওয়া হচ্ছে শামসুজ্জামানকে মেঘনা নদীতে শিল্প–কারখানার বর্জ্যে, মরে ভেসে উঠছে মাছ অবশেষ ট্রেনের টিকিটে সহযাত্রীর নাম বাধ্যতামূলক করেছে বাংলাদেশ রেলওয়ে বিদ্যুৎ খাতে বাড়ছে ডলার সংকট রাজনীতিবিদকে বিয়ে করতে যাচ্ছেন পরিণীতি চোপড়া! শেষ হল ‘জওয়ান’র শ্যুটিং, কবে মুক্তি পাচ্ছে ছবি? যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত থেকে ৮ লাশ উদ্ধার আকিজ গ্রুপে চাকরির সুযোগ, সপ্তাহে ২ দিন ছুটি যশোরে জোড়া খুন স্বাধীনতাকে কটাক্ষ করে সংবাদ পরিবেশনের বিচার দাবি ঢাবি শিক্ষক সমিতি ও এডিটরস গিল্ড’র নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আয়োজনে রোজাদারদের মেহমানখানা বাকৃবিতে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের নতুন কমিটি গঠিত যশোরে মামলা প্রত্যাহারসহ সাংবাদিকের মুক্তির দাবিতে মানববন্ধন বাংলাদেশ হকার্স ইউনিয়নে প্রধানমন্ত্রী বরাবর চিঠি রমজানের শুরুতে কিছু পণ্যের দাম বাড়লেও এখন তা কমে এসেছে: বাণিজ্যমন্ত্রী সিলেট বিএনপির প্যান্ডেল নির্মাণে পুলিশের বাধা রাজবাড়ী সদরে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১