নিয়ামতপুরে ভুয়া এনজিও সাকোর কার্যক্রম বন্ধ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print
Exif_JPEG_420

অনুমোদন ছাড়াই ঋণ কার্যক্রম পরিচালনার অভিযোগে গতকাল রবিবার সকালে নওগাঁর নিয়ামতপুরে সোস্যাল এ্যাডভান্সমেন্ট কমিউনিটি অর্গানাইজেশন (সাকো) নামে এক ভুয়া এনজিও’র কার্যক্রম বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, ক্ষুদ্রঋন প্রতিষ্ঠান সোস্যাল এ্যাডভান্সমেন্ট কমিউনিটি অর্গানাইজেশন(সাকো) মাইক্রোক্রেডিট রেগুলেটারি অথরিটি কর্তৃক(এমআরএ) প্রাপ্ত সনদ ৭০৫, ২১১১২-০০৩৬৭-০০৮৩১ বরগুনা জেলায় ক্ষুদ্রঋন পরিচালনা করছে। কিন্তু উক্ত সংস্থার নাম ও সনদ ব্যবহার করে অবৈধভাবে নওগাঁ জেলায় বেশ কয়েকটি শাখার মাধ্যমে জহিরুল ইসলাম জহির নামক ব্যক্তি ক্ষুদ্রঋন কার্যক্রম পরিচালনা করে আসছে। জেলা প্রশাসকের স্মারক (০৫. ৪৩. ৬৪০০.১১৫.০৬.০০৭.২২-৮৪) লিপির মাধ্যমে নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবৈধভাবে পরিচালিত এনজিও’র বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বলা হয়েছে।

এর প্রেক্ষিতে রবিবার (০৩ জুলাই) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকো এনজিও’র অফিসে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করে। এ বিষয়ে নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান,  সোস্যাল এ্যাডভান্সমেন্ট কমিউিনিটি অর্গানাইজেশন (সাকো) যার এমআরএ সনদ নং- ৭০৫, ২১১১২-০০৩৬৭-০০৮৩১ নামে বরগুনার একটি প্রতিষ্ঠান। সম্প্রতি পোরশা উপজেলার সরাইগাছির জহিরুল ইসলাম জহির নামে এক ব্যক্তি বরগুনার ঐ প্রতিষ্ঠানটির এমআরএ সনদ ব্যবহার করে নওগাঁ জেলার বিভিন্ন স্থানে কার্যালয় স্থাপন করে ক্ষুদ্র ঋন কার্যক্রম পরিচালনা করে আসছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন… রাজশাহীতে হাসপাতাল থেকে তুলে নিয়ে এসএসসি পরীক্ষার্থী খুন

বেআইনিভাবে ঋণ ব্যবসা পরিচালনার অভিযোগে সকালে নিয়ামতপুর(বাবুবাজার) এলাকায় সোস্যাল এ্যাডভান্সমেন্ট কমিউনিটি অর্গানাইজেশন(সাকো) অফিসে অভিযান চালিয়ে এনজিওর প্রয়োজনীও কাগজপত্র জব্দ করা হয়েছে। আমানতকারীরা যাতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য উপজেলা সমবায় কার্যালয়ে জব্দকৃত কাগজপত্র পাঠানো হয়েছে।

সাকো এনজিও’র বরগুনার নির্বাহী পরিচালক ফকরুল আলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি বিভিন্ন সূত্রে জানতে পারি যে, আমার প্রতিষ্ঠানের নাম ও সনদ ব্যবহার করে নওগাঁয় একটি প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। আমি এমআর এ কার্যালয়ে লিখিত অভিযোগ করি। তারই প্রেক্ষিতে এমআরএ কার্যালয় ও নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয় ব্যবস্থা গ্রহন করেছেন। আমি এ জন্য তাদের কৃতজ্ঞতা জানায়।

বিজ্ঞাপন

আর টাইমস/আসমা

শীর্ষ সংবাদ:
‘এক মাসে বিএনপির ২০ হাজার নেতাকর্মী গ্রেফতার’ বিএনপি একটি অগণতান্ত্রিক তাই তারা নির্বাচনে আসেনা: স্থানীয় সরকার মন্ত্রী আওয়ামী লীগের চিন্তা-চেতনা শুধুই মানুষের উন্নয়নের: মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া মাদক ব্যবসায়ীদের হামলায় ডিবি পুলিশের দুই সদস্য আহত , আটক ৩ আমার কর্মীদের উপর হামলা হলে আমরা ঘড়ে বসে থাকবো না উচিত জাবাব দিব: এমপি সীমা চাকরি পেলেন শ্রমিক আন্দোলনে নিহত জালালের স্ত্রী নৌকার টিকিটে লড়বেন যেসব নারী কোন স্বতন্ত্র মতন্ত্র আমরা চিনি না, মাইরের ওপর কোন ওষধ নাই: ছাত্রলীগ নেতা রিমন রাজনৈতিক অস্থিরতার মধ্যেও স্বাভাবিক ভাবে চলছে পরীক্ষা ও ক্লাস কালাইয়ে ফার্মাসিস্ট দিয়ে চলছে দুই উপ-স্বাস্থ্য কেন্দ্র সাতক্ষীরায় সরসকাটি দাখিল মাদ্রাসায় নিয়োগে বাণিজ্যের টাকা সভাপতির পকেটে গাজীপুরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন এমপি সবুজ গাজীপুরে বাসে আগুন স্বতন্ত্র প্রার্থী হলে এমপি পদ ছাড়তে হবে না: ইসি রাজশাহীতে ককটেল হামলায় দুইজন আহত, তিনজন আটক রাজশাহীর আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, পরিচ্ছন্নকর্মী আহত জয়পুরহাট পিকআপ ভ্যানে আগুন দেওয়ায় আসামী গ্রেফতার মোংলায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে অবস্থানে কর্মসূচি মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক গ্রেফতার ডিবি কার্যালয়ে শামীম ওসমান