নিয়ামতপুরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print

নওগাঁর নিয়ামতপুরে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগে গত রবিবার(১৭ জুলাই) ভুক্তভোগী বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছে।

এজাহার সূত্রে জানা যায়, উপজেলার হাজিনগর ইউনিয়নের শেখপুর ও নরসিংহপুর মৌজার প্রস্তাবিত খতিয়ান নং- ৫৮, ৫৬/ ১৬, ২৭,৮/ ২৯,৯ এর দাগ নং- ৪৭, ১১৪, ও ১৭৪, ২১৩, ১৭৩, পরিমান-৪.২৩ এবং ১.৮১ মোট ৬.০৫ একর সম্পত্তি পৈত্রিকসূত্রে ঢাকার মতিঝিলের শান্তিনগরের মৃত- আব্দুস সালামের ছেলে তাহেরুল ইসলাম, মফিজুল ইসলাম, নাসিমুল ইসলাম, মেয়ে তাহেরা ও পাপড়িয়ার নিকট হতে ১৬/০৭/২০০৮ইং তারিখের দলিল নং-৪৬০৬ এবং ২০/০৭/২০০৮ তারিখের ৪৬৩৩-৪৬১০ নং দলিল মূলে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সাতকানিয়া গ্রামের মৃত- আবুল হোসেনের ছেলে জালাল উদ্দিন, একই গ্রামের মৃত- ইউনুস আলীর ছেলে দুরুল হুদা, একই উপজেলা কোটনা গ্রামের মৃত- ইনতাজ আলীর ছেলে এনামুল হক ৬.০৫ একর সম্পত্তি ক্রয় করে বিক্রেতার নিকট বুঝিয়ে নিয়ে আজ অবধি ভোগদখল করে আসছে। হঠাৎ গত ১৭ জুলাই রবিবার বেলা ১১টায় প্রতিপক্ষের ভাড়াটিয়া ভূমিদর্স্যু উপজেলার হাজিনগর ইউনিয়নের উপরকুড়া শালবাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে সাকিম, রুহুল, হুমায়ন, মোখলেছুর, একই গ্রামের ইদুর ছেলে মাহিদুর ও নাইমুল, রুহুলের ছেলে তসিকুল, হুমায়নের ছেলে সামাদ, নিয়ামতপুর সদর ইউনিয়নের নেহেন্দা বালুকাপাড়ার আশরাফুল ইসলামের ছেলে নাসিম, মাকলাহাট গ্রামের দোস্ততুল্লার ছেলে দবির, শিশ মোহাম্মাদের ছেলে জাহাঙ্গীর মেম্বর, কোচপাড়া গ্রামের আশর্ফাুল ইসলামের ছেলে পিন্টু, আমজাদের ছেলে সাদেক, মাকলাহাট গ্রামের সেকেন্দার আলীর ছেলে ডাপ্পু, ফতেপুর গ্রামের হাফেজের ছেলে মোহাম্মাদ আলী, বিজলী গ্রামের ওসমানের ছেলে লোকমান হোসেন, দোস্তপুরের আশরাফুল ইসলামের ছেলে জামাল পাওয়ার টিলার নিয়ে গিয়ে জমি চাষ করে দখলের চেষ্টা করে।

সংবাদ পেয়ে জমির মালিক জালাল উদ্দিন ও তাদের অন্যান্য মালিকগণ ঘটনাস্থলে পৌছলে ভূমিদর্স্যুরা বিভিন্ন রকমের হুমকি ধুমকি প্রদান করে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

জমির মালিক জালাল উদ্দিন জানান, ১৯২০, ১৯৬২ এবং ১৯৭২ সালের রেকর্ড মূলে উল্লেখিত জমির মালিক আব্দুস সালাম। আব্দুস সালাম মারা যাওয়ার পর তাদের ৩ ছেলে ও ২ মেয়ে মালিক। তাদের কাছ থেকে আমিসহ অন্যান্যরা জমি ২০০৮ সালে ক্রয় করে এখন পর্যন্ত ভোগ দখল করে আসছি। হঠাৎ কোথা থেকে উটকো দলিল দেখিয়ে ভাড়াটিয়া ভূমিদর্স্যু লাগিয়ে জমি দখলের চেষ্টা করে।

বর্গাচাষী উপরকুড়া শালবাড়ী গ্রামের খোকন রানা, মুজিবুর রহমান বলেন, আমাদের জমির মালিক জালাল উদ্দিন। আমরা ২০০৮ সাল থেকে বর্গা চাষী হিসাবে জমিটি চাষ করে আসছি। হঠাৎ কোন কিছু না জানিয়ে ১৭ জুলাই রবিবার বেলা ১১টায় কিছু ভাড়াটিয়া লোক এসে জমি দখলের চেস্টা করে।

জমির মালিকানা দাবী করা বাদশার সাথে মুঠোফোনে যাগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায় নাই। এ ব্যাপারে কথা হলে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:
জিটুজি প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন তরান্বিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর অ‌বৈধভা‌বে বালু উ‌ত্তোল‌নের দা‌য়ে দুই বালু ব্যবসায়ীকে ৭লাখ টাকা জরিমানা পটুয়াখালীতে শহীদ সেনা অফিসার হাবিবুর রহমানের পরিবারে “সেনা নিকেতন” এর চাবি হস্তান্তর ছেংগারচর পৌরসভা নির্বাচন -২০২৩ আ’লীগের দলীয় ফরম কিনে জমা দিলেন নাছির উদ্দীন ছেংগারচর পৌরসভা নির্বাচন-২০২৩ দলীয় মনোনয়ন ফরম কিনলেন সেলিম গেজেটে ডিভিএম ডিগ্রির অন্তর্ভুক্তি ও অভিন্ন ডিগ্রি চালুর দাবি শরণখোলায় গাঁজা গাছসহ মাদককারবারি আটক তেল-সার-শ্রমিকের মূল্য বৃদ্ধিতে হিমশিম অবস্থা শরণখোলার চাষিদের ভালুকায় ৪ ডাকাত আটক স্ব-শরীরে সমাবর্তনের দাবিতে ঢাবি উপাচার্যকে স্মারকলিপি প্রদান রাজবাড়ীতে ডিবির অভিযানে চোরাই মোটরসাইকেল সহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে বৃষ্টির জন্য দ্বিতীয় দিনের মত ইসতিসকার নামাদ আদায় ডলার খরচ করে বিএনপি প্রতিনিয়ত সরকারবিরোধী কুৎসা ও বদনাম রটাচ্ছে : ওবায়দুল কাদের শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. ইউনূসের বিচার শুরু ছাত্র সংসদ নির্বাচন চাই সাত কলেজের সাধারণ শিক্ষার্থীরা কুমিল্লা ডিসি অফিসের সম্মেলন কক্ষে হঠাৎ শতাধিক নারীর বিক্ষোভ গলাচিপায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু মির্জগঞ্জে বিশ্ব পরিবেশ দিবসে কলেজ শাখা ছাত্রলীগের বৃক্ষ রোপণ কাউখালীতে মৎস্য কার্ডধারী জেলেদের মধ্যে ছাগল বিতরণ বন্ধ হয়ে গেল পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র