নিয়মিত জামাতে নামাজ পড়ায় সাইকেল উপহার পেলেন ৮ নামাজী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print

একটানা ৪০ দিন মসজিদে গিয়ে জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় কালীগঞ্জে শিশুসহ আটজনকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।

এছাড়াও অংশ নেওয়া ১৩ কে জায়নামাজ, পান্জাবী, টুপি ও আতর দেওয়া হয়। নামাজে উৎসাহী করতেই শেখ সাদী নামে স্থানীয় এক ব্যাবসায়ী ওই সাইকেলগুলি প্রদানে আর্থিক অনুদান দিয়ে সহযোগিতা করেছেন। শুক্রবার জুম্মাবাদ কালীগঞ্জ শহরের খাদ্য গুদাম জামে মসজিদে উপহারের সাইকেল গুলি শিশুদের হাতে তুলে দেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।

সাইকেল বিতরণ অনুষ্ঠানে এমপি আনার তার অনুভ’তি জানিয়ে বলেন, এটি একটি মহৎ কাজের অংশ। তিনিও ওই শিশুদের জন্য উপহার হিসাবে পান্জাবী ও পাজামা প্রদানের ঘোষনা দেন। সেইসাথেই সেখানে উপস্থিত কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ মসজিদের ইমাম ও মোয়াজ্জেম সহ ওই নামাজী শিশুদের জন্য লুঙ্গি গেন্জি উপহারের ঘোষনা দেন। এ সময়ে আরো উপস্থিত ছিলেন, খাদ্য গুদাম জামে মসজিদের ইমাম মাওলানা নাজির আহম্মেদ ও মসজিদ কমিটির সভাপতি খাদ্য গুদাম কর্মকর্তা নায়মুর রহমান সহ স্থানীয় মুসল্লিরা।

বিজ্ঞাপন

সম্প্রতি শিশু ও যুবকদের নামাজে উৎসাহিত করতে শেখ সাদী নামে এক ব্যাবসায়ী ঘোষণা দিয়েছিলেন, একাধারে ৪০ দিন পাঁচ ওয়াক্ত মসজিদে জামায়াতের সাথে নামাজ আদায় করলে তাকে একটি সাইকেল উপহার দেওয়া হবে। এরপর নির্ধারিত দিন থেকে ২১ জন প্রতিযোগীতায় অংশ নেয়। যাদের প্রত্যেকের বয়স ৮ থেকে ২০ বছরের মদ্যে। শেষ পর্যন্ত সাতজন এ শর্ত পূরন করতে পারায় সাইকেল উপহার দেওয়া হয়। এছাড়া প্রতিযোগীতায় অংশ নেওয়া দুই শিশুকে দুই হাজার করে টাকা এবং মসজিদেও মুসুল্লি আবুল হোসেনের পক্ষ থেকে জায়নামাজ, টুপি ও আতর দেওয়া হয়।

সাইকেল পেয়ে তামিম নামের এক শিশু জজানায়, সে খুবই খুশি। সে আর কখনোই নামাজ ছাড়বে না। লাবিব নামের অপর শিশু জানায়, আজকে পাওয়া সাইকেলটি আমার জীবনের সেরা উপহার। সেখানে উপস্থিত লাবিবের পিতা হাবিবুর রহমান জানায়, এমন এক মহৎ অনুষ্ঠানে আমার ছেলে অংশ নিয়ে সফল হয়েছে, এতেই আমি খুশি। তিনি তার সন্তানের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

সাইকেল উপহার দেওয়া স্থানীয় ব্যাবসায়ী শেখ সাদী জানান, বর্তমান সময়ে আকাশ সাংস্কৃতির ছোয়ায় আমাদের শিশু ও যুবকরা ধর্মীয় ও নৈতিক শিক্ষা থেকে পিছিয়ে পড়ছে। তাই তাদেরকে নামাজের প্রতি আগ্রহী করে তুলতে তিনি এমন ঘোষনা দিয়েছিলেন।

বিজ্ঞাপন

উপজেলা খাদ্য গুদাম জামে মসজিদের ইমাম মাওলানা নাজির আহম্মেদ জানান, স্থানীয় এক ধর্মপ্রান মুসুল্লির অনুপ্রেরনায় শিশুদের মসজিদে এসে নামাজে আগ্রহী করতেই এমন মহৎ কাজের উদ্যোগ নেওয়া হয়েছিল। এজন্য পাঁচ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়। ওই কমিটি ৪০ দিন তাদের পর্যবেক্ষণ করেন।

শীর্ষ সংবাদ:
কী এমন করেছি যে আমাদের ওপর আস্থা আনা যাচ্ছে না: ইসি রাশেদা নির্বাচন নিয়ে শংকার কিছু নেই, সংবিধান অনুযায়ী যথাসময়েই নির্বাচন হবে: হানিফ বকশীগ‌ঞ্জে এক নারীর তিন সন্তান প্রসব নিয়ামতপুরে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ বিতরণ ঝিনাইদহে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত টানা ১৬ দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি পুলিশ হেফাজতে দুদকের সাবেক উপপরিচালকের মৃত্যু, স্বজনদের দাবি হত্যা সিকিমে আকস্মিক বন্যা, ২৩ ভারতীয় সেনা নিখোঁজ ইশতেহার তৈরির জন্য মতামত চায় আ.লীগ খেলাপি ঋণে শ্রীলঙ্কার কাছাকাছি বাংলাদেশ জেলা মাদকদ্রব্যের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১ মেহেরপুরে গোপন বৈঠক চলাকালে জামায়াতের ৩জন রোকন আটক লাকসামে বাস-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ২ জন আহত বরিশালে পারিবারিক দন্ধে শাশুড়ীকে খুনের অভিযোগ বুদ্ধি প্রতিবন্ধী ছেলেকে বলাৎকার, বৃদ্ধ গ্রেপ্তার মেডিকেলে ভাঙচুর ও র‍্যাগিংয়ের ঘটনায় ইবির ৬ শিক্ষার্থী বহিষ্কার ১৬ দিন পর মৃত্যুর কাছে হেরে গেলেন রাজশাহী কলেজের শিক্ষার্থী নিশাদ ডিজিটাল কানেক্টিভিটি টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : স্পিকার নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘বীরকন্যা’ চলচ্চিত্র প্রদর্শনী