নরসিংদীতে বেলাবতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print

নরসিংদীর বেলাবতে এক ব্যবসায়ীকে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে নির্জন স্থানে কুপিয়ে হত্যা করা হয়েছে।
আজ শনিবার দুপুর ১২টার পর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের খামারেরচর এলাকায় এ ঘটনা ঘটে। ওই ব্যবসায়ী একটি হত্যা মামলার আসামি ছিলেন।

ব্যবসায়ীর নাম মো. কবির হোসেন (৪৫)। তিনি বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের খামারের চর গ্রামের আবদুল হাইয়ের ছেলে। সম্প্রতি জামিনে বেরিয়ে কবির হোসেন স্থানীয় বারৈচা বাজারে এলপিজি গ্যাস সিলিন্ডারের ব্যবসা শুরু করেছিলেন।

নিহত ব্যক্তির পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন জানান, দুপুর ১২টা পর্যন্ত কবির হোসেন বারৈচা বাজারের ব্যবসাপ্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। ওই সময় স্থানীয় এক ব্যক্তি তাঁকে ডেকে কিছু একটা বলেন এবং তাঁকে নিয়ে বের হয়ে যান।

বিজ্ঞাপন

এ ঘটনার প্রায় ৩০ মিনিট পর ঢাকা-সিলেট মহাসড়কসংলগ্ন খামারের চর এলাকায় তাঁর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। কবির হোসেনের মাথায় ধারালো অস্ত্রের বেশ কয়েকটি আঘাতের চিহ্ন দেখতে পান তাঁরা। মরদেহের পাশ থেকে একটি গুলির খোসাও কুড়িয়ে পেয়েছেন স্থানীয় লোকজন।

খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে যান। এরপর বেলাব থানা-পুলিশকে ঘটনা জানানো হয়। পরে বেলাব থানার ওসি সাফায়েত হোসেন ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১২ অক্টোবর নারায়ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) তৎকালীন সদস্য রিনা বেগমের ছেলে সোহরাব ওরফে মুসাকে গলা কেটে হত্যা করা হয়। ওই হত্যাকারে অন্যতম আসামি ছিলেন কবির। ঘটনার পর তিন বছর পলাতক থাকার পর ২০২০ সালের ২ অক্টোবর গাজীপুরের শ্রীপুরের মাওনা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সম্প্রতি তিনি আদালত থেকে জামিন পেয়ে এলাকায় ফেরেন। এ ছাড়া তাঁর বিরদ্ধে আরও একটি হত্যা এবং একটি ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

বিজ্ঞাপন

বেলাব থানার ওসি সাফায়েত হোসেন জানান, নিহত ব্যক্তি হত্যা মামলার আসামি ছিলেন। তাঁকে কে বা কারা ঠিক কী কারণে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত বলা যাবে।

শীর্ষ সংবাদ:
সবাইকে সমান সুবিধা দিতে মার্কিন রাষ্ট্রদূতকে অনুরোধ আইনমন্ত্রীর গুচ্ছ ‘সি’ ইউনিটে পাস ৬৩.৪৬ শতাংশ, প্রথম হয়েছে রায়হান শিক্ষার্থীকে ছাত্রলীগের মারধর, সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিককে হেনস্তা কলারোয়ায় ক্রীড়া সামগ্রী ও আর্থিক অনুদান প্রদান শেখ হাসিনাকে ভোট দিয়ে আবার প্রধানমন্ত্রী বানাতে হবে: মুজিবুল হক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাতা বিতরণ ইবির জালালাবাদ স্টুডেন্ট এসোসিয়েশনের নেতৃত্বে আল-আমিন ও পাশা গাইবান্ধায় পুলিশের কঠোর তৎপরতায় কৃষি ব্যাংকের ১৪ লাখ টাকা লুটের রহস্য উন্মোচন দেশ সেবার লক্ষ্যে শিক্ষার্থীদের গড়ে উঠার আহ্বান ইবি উপাচার্যের আগামীতে নির্বাচিত হলে রাজশাহীতে কেন্দ্রীয় মন্দির স্থাপন করতে চাই : লিটন কবির জন্য অপেক্ষা নরসিংদীতে জমে উঠেছে কাঠাল সহ বিভিন্ন ফলের বাজার নরসিংদীতে রায়পুরায় মহিষের আক্রমণে কৃষক দম্পত্তি গুরতর আহত ঈশ্বরগঞ্জে অটোরিকশার চাপায় শিশু নিহত মোরেলগঞ্জে মায়ের সামনে মেয়েকে ধর্ষণ চেষ্টা: আসামি গ্রেফতার আমি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছিলাম সাতক্ষীরায় রুহুল হত্যা মামলার আসামী গ্রেফতার তারেক-জোবাইদার মামলা: সাক্ষ্য দিলেন তিন ব্যাংক কর্মকর্তা পাইকগাছায় ইজারা নিয়ে পৌরসভা কর্তৃপক্ষের অবহেলায় বিপাকে ইজারাদার দেশে এইচআইভি-এইডস আক্রান্তের সংখ্যা ১৪হাজার