নরসিংদীতে ড্রিম হলিডে পার্কে ঈদ উৎসবে দর্শনার্থীদের ঢল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print

নরসিংদীর বিনোদন কেন্দ্রগুলোতে ঈদ উৎসবে দর্শনার্থীদের ঢল নামে। ঈদের দিন পশু কোরবানির কারণে অধিকাংশ মানুষ বাড়ি থেকে বের হয়নি। তাই দ্বিতীয় দিন থেকে বেলা বাড়ার সাথে সাথে নরসিংদীর বিনোদন কেন্দ্রগুলোতে বেড়েছে দর্শনার্থীদের সংখ্যা।

ব্যস্ত জীবনে ঈদের ছুটিতে প্রিয়জদের সঙ্গে সুন্দর সময় কাটাতে দেশের দূর দূরান্ত থেকে নানা বয়সের হাজারো মানুষ ছুটে এসেছে দেশের বৃহৎ বিনোদন কেন্দ্র ড্রিম হলিডে পার্কে। শিশু কিশোর থেকে বয়োবৃদ্ধ বাদ যায়নি কেউ, সকলে পার্কের বিভিন্ন রাইডে চড়ে ঈদ আনন্দে হারিয়ে যাচ্ছেন।

গত দুই বছর করোনার কারণে অনেক বিধি নিষেধ ছিল। এখন এই বিধিনিষেধটা অনেকটা শিথিল হয়েছে। তাই অনেকেই পরিবার পরিজন নিয়ে অনেকটা নিশ্চিন্তে ঘুরতে বের হয়েছে। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার কারণে রাজধানী ঢাকাসহ পাশ্ববর্তী জেলাগুলোর দর্শনার্থীদের পছন্দের বিনোদন কেন্দ্র নরসিংদীর পাঁচদোনার ড্রিম হলিডে পার্ক।

বিজ্ঞাপন

পার্কের রোলার কোস্টার, বাম্পার কার, স্কাই ট্রেন, ডেমু ট্রেন, সুইং কার, হেলিকপ্টার রেসকিউ ও ভূতের বাড়িতে শিশু কিশোরদের ভীড় সবচেয়ে বেশী। অপরদিকে ওয়াটার পার্ক, ক্যাবল কার, নাইড থ্রিডি থিয়েটার ও স্পিড বোর্টে বড়দের ভীড় উপচেপড়া।

এখানে ঘুরতে এসে মানুষ অনেক আনন্দিত। কারণ ঘরবন্দি থেকে মানুষের যে ক্লান্তি চলে আসে বিনোদন কেন্দ্রে আসলে সে ক্লান্তিটা চলে যান। তাঁরা রাইডে ঘুরার পাশাপাশি খাবার খাচ্ছেন এবং প্রয়োজনীয় কেনাকাটা করছেন।

ঢাকা থেকে পরিবারের সাথে ড্রিম হলিডে পার্কে ঘুরতে এসেছে দিব্য প্রতীম চৌধুরী। তিনি জানান, নিয়মিত স্কুল থাকার কারণে কোন জায়গায় ঘুরতে যেতে পারি না। এবারের ঈদের ছুটিতে পরিবার নিয়ে পার্কে ঘুরতেছি। রাইড গুলো খুব সুন্দর। আমার ঘুরতে খুব ভালো লাগছে।

বিজ্ঞাপন

গাজীপুরের টঙ্গী থেকে পরিবার নিয়ে পার্কে এসেছে মনির হাসান। তিনি বলেন, পরিবারের বাচ্চাদের নিয়ে সুন্দর সময় কাটানোর জন্য পার্কে এসেছি। পার্কটি খুব দৃষ্টি নন্দন। এর পরিবেশ ও খুব সুন্দর। বাচ্চারা খুব আনন্দে সময় কাটাচ্ছে।

তবে পার্কে সবচেয়ে বেশি ভীড় লক্ষ্য করা গেছে ওয়াটার পার্কে। এখানে তরণ – তরণীরা ডিজে জিকুর গানের তালে তালে নেচে, জলকেলির মাধ্যমে ঈদ উপভোগ করছে। ইকরা বিনতে তালুকদার নামে এক দর্শনার্থী বলেন, ওয়াটার পার্কে গানের ছন্দে নেচে আর পানি ছিটিয়ে মজা করতেছি। এখানকার নিরাপত্তা ব্যবস্থা খুব ভালো। আমরা খুব আনন্দ করছি।

ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা বলেন, আমরা প্রতিবছরই পার্কে নতুন নতুন রাইড সংযোজন করি। যাতে দর্শনার্থীরা ঘুরে ঘুরে তাদের ঈদ উপভোগ করতে পারে। এবার পদ্মা সেতুর উপর দিয়ে স্কাই ডেমু ট্রেন চালু করা হয়েছে। যাতে দর্শনার্থীরা পদ্মা সেতুর আনন্দ উপভোগ করতে পারছে। আর আগত দর্শনার্থীদের নিরাপত্তায় পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা রক্ষী নিয়োজিত রয়েছে।

 

শীর্ষ সংবাদ:
নির্বাচনে কারচুপি: জিম্বাবুয়ে-উগান্ডার ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা আজ-কালের মধ্যে আসন ভাগাভাগির সিদ্ধান্ত: ওবায়দুল কাদের মুক্তদিবসের অনুষ্ঠানে হামলা, সাংস্কৃতিক অনুষ্ঠান পন্ড খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে আরামের পরিবার কুমিল্লা-৬ আসনে নির্বাচনে আ‘লীগের পরিচালনা কমিটি গঠিত না ফেরার দেশে চলে গেলেন সিআইডি’খ্যাত অভিনেতা ‘ফ্রেডরিক্স’ আদালতে আসামীর সাথে ধর্ষিতার বিয়ে, সন্তান পেলো পরিচয় কচুয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন বাংলাদেশে নির্বাচনের ফলাফল নিয়ে ভাবছে না যুক্তরাষ্ট্র ১০ ডিসেম্বর আওয়ামী লীগের সমাবেশ হচ্ছে না : ওবায়দুল কাদের ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে নিখোঁজ ১০ বুধবার থেকে ৪৮ ঘণ্টার অবরোধ, ১০ ডিসেম্বর মানববন্ধন বিএনপির ৩০০ আসনে ১ হাজার ৯৮৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ একযোগে ৪৭ ইউএনওর বদলি মতলব উত্তরে অসামাজিক কাজে বাধা দেওয়ায় মারধর ও প্রাননাশের হুমকি বাকৃবিতে আমুসের সভাপতি বজলুল, সম্পাদক সোলায়মান জুতার মধ্যে ১৮৬১ পিস ইয়াবাসহ র‌্যাবের জালে শাহ আলম গ্রেফতার গোয়ালন্দে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন ও এক টন রড দিলেন মোস্তফা মুন্সী চড়ুই পাখির মেলা বসেছে কুয়াকাটার ইলিশ পার্কে পাবনায় পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার