নগরকান্দায় ইউপি চেয়ারম্যান এর বিরুদ্ধে সড়ক নির্মানে অনিয়মের অভিযোগ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print

ফরিদপুরের নগরকান্দায় ২০২২-২৩ অর্থবছরে কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পের আওতাধীন সড়ক নির্মাণ কাজে শ্রমিকের পরিবর্তে ভেকু দিয়ে কাজ করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।

উপজেলার পুরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান বাবু ফকির ও মহিলা ইউপি সদস্য সম্পা বেগমের যোগসাজশে এ ধরনের অনিয়ম করা হয়েছে বলে দাবী স্থানীয়দের।

সরেজমিনে গিয়ে দেখা যায় ইউনিয়নের দুলালী গ্রাম থেকে ছোট কুমারদিয়া কালি মন্দির পর্যন্ত একটি সড়ক নির্মান কাজ চলমান রয়েছে ইউপি চেয়ারম্যান বাবু ফকিরের ত্বত্তাবধানে। অথচ সেখানে শ্রমিক দিয়ে কাজ করানোর কথা থাকলেও সেখানে কাজ করা হচ্ছে সরাসরি ভেকু ব্যবহার করে।

বিজ্ঞাপন

ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য মোঃ ফায়েক মোল্লা অভিযোগ করে বলেন, চেয়ারম্যান আমাদের সাথে কোনো প্রকারের পরামর্শ ছাড়াই তার মনগড়া ভাবে কাজ করে যাচ্ছেন, কিছু বললেই আমাদের নানাভাবে হুমকি ধামকি দেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ইউপি সদস্য অভিযোগ করে বলেন, চেয়ারম্যান আমাদেরকে না জানিয়ে গ্রাম পুলিশ মিন্টুকে দিয়ে এসব কাজ করাচ্ছেন। এ ব্যাপারে আমাদের সাথে কোন পরামর্শই করেন না।

এ ব্যাপারে প্রকল্পের পিআইসি ও মহিলা ইউপি সদস্য মোসাঃ সম্পা বেগমের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। তবে তার স্বামী একই ইউনিয়নের গ্রাম পুলিশ মিন্টু মিয়া বলেন, দুলালী গ্রামের রাস্তা নির্মাণের কাজের দাায়িত্ব চেয়ারম্যান সাহেব আমাকে দিয়েছেন, তাই আমি কাজ করছি। এটি কোন প্রকল্পের কাজ তা আমি জানিনা। আপনারা চেয়ারম্যানের সাথে যোগাযোগ করেন।

বিজ্ঞাপন

মুঠোফোনে এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান আতাউর রহমান বাবু ফকির বলেন, এতোটুকু কাজের জন্য ওই পর্যন্ত যাওয়া লাগে নাকি ? আপনারা আমার সাথে দেখা করেন। তবে ভেকু দিয়ে কাজ করার ব্যাপারে জানতে চাইলে তিনি ফোনটি কেটে দেন।

এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত না তবে বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মইনুল হক বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখে নিয়ম অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শীর্ষ সংবাদ:
বিদ্যুতে বকেয়া ১৮ হাজার কোটি টাকা সবাইকে সমান সুবিধা দিতে মার্কিন রাষ্ট্রদূতকে অনুরোধ আইনমন্ত্রীর গুচ্ছ ‘সি’ ইউনিটে পাস ৬৩.৪৬ শতাংশ, প্রথম হয়েছে রায়হান শিক্ষার্থীকে ছাত্রলীগের মারধর, সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিককে হেনস্তা কলারোয়ায় ক্রীড়া সামগ্রী ও আর্থিক অনুদান প্রদান শেখ হাসিনাকে ভোট দিয়ে আবার প্রধানমন্ত্রী বানাতে হবে: মুজিবুল হক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাতা বিতরণ ইবির জালালাবাদ স্টুডেন্ট এসোসিয়েশনের নেতৃত্বে আল-আমিন ও পাশা গাইবান্ধায় পুলিশের কঠোর তৎপরতায় কৃষি ব্যাংকের ১৪ লাখ টাকা লুটের রহস্য উন্মোচন দেশ সেবার লক্ষ্যে শিক্ষার্থীদের গড়ে উঠার আহ্বান ইবি উপাচার্যের আগামীতে নির্বাচিত হলে রাজশাহীতে কেন্দ্রীয় মন্দির স্থাপন করতে চাই : লিটন কবির জন্য অপেক্ষা নরসিংদীতে জমে উঠেছে কাঠাল সহ বিভিন্ন ফলের বাজার নরসিংদীতে রায়পুরায় মহিষের আক্রমণে কৃষক দম্পত্তি গুরতর আহত ঈশ্বরগঞ্জে অটোরিকশার চাপায় শিশু নিহত মোরেলগঞ্জে মায়ের সামনে মেয়েকে ধর্ষণ চেষ্টা: আসামি গ্রেফতার আমি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছিলাম সাতক্ষীরায় রুহুল হত্যা মামলার আসামী গ্রেফতার তারেক-জোবাইদার মামলা: সাক্ষ্য দিলেন তিন ব্যাংক কর্মকর্তা পাইকগাছায় ইজারা নিয়ে পৌরসভা কর্তৃপক্ষের অবহেলায় বিপাকে ইজারাদার