দেওয়ানগঞ্জ পৌরসভার নির্বাচনের ভোট গ্রহনের পরিবর্তিত তারিখ ২৭ জুলাই

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print
Exif_JPEG_420

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার নির্বাচনে ভোট গ্রহনের তারিখ আরও ২৩ দিন পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ১৪ জুলাই এর পরিবর্তে দেওয়ানগঞ্জ পৌরসভার ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ২৭ জুলাই ।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রির্টানিং অফিসার কামরুন্নাহার শেফা সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। বিগত তপসিল অনুযায়ি দেওয়ানগঞ্জ পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৪ জন,সংরক্ষিত কাউন্সিলর পদে ১৮ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জানা যায়, জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়াদ শেষ হওয়ায় তফসিল ঘোষনা করেন নির্বাচন কমিশন। ফলে আওয়ামীলীগের দলীয় প্রার্থী ফারিন হোসেন দিদার(নৌকা), আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী শেখ নুরুন্নবী অপু(জগ), আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র শাহনেওয়াজ শাহান শাহ ( খেজুর গাছ) ও বিএনপির দলীয় প্রার্থী সাদেক আক্তার নেওয়াজী(ধানের শীষ) প্রার্থী হন।

বিজ্ঞাপন

মেয়র পদে ৪ জনসহ সংরক্ষিত কাউন্সিলর পদে ১৮ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়ে প্রতীক নিয়ে মাঠে নামেন। তফসিল অনুযায়ি চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ভোট গ্রহনের তারিখ ছিলো। কিন্তু আদালতের নির্দেশনা মোতাবেক ২৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন ভোট গ্রহন স্থগিত করতে বাধ্য হয়। থেমে যায় নির্বাচনী প্রচারনা।

মামলার জট কেটে আবারও ভোট গ্রহনের তারিখ ঘোষনা করেন নির্বাচন কমিশন। দ্বিতীয় দফায় ভোট গ্রহনের তারিখ ঘোষনা হয় চলতি বছরের ৩১ মার্চ। কিন্তু মামলা জটিলতার কারণে আবারও ভোট গ্রহন স্থগিত করে নির্বাচন কমিশন।

তিন মাস পর আবারও দেওয়ানগঞ্জ পৌরসভার নির্বাচনে ভোট গ্রহনের তারিখ ঘোষনা করেছেন ১৪ জুলাই। চতুর্থ দফায় আবারও ভোট গ্রহনের তারিখ পরিবর্তন করেছে নির্বাচন কমিশন। নতুন তারিখ ২৭ জুলাই। ৩০ জুন সন্ধ্যায় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রির্টানিং অফিসার কামরুন্নাহার শেফা।

বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:
বিশ্ব নেতারা প্রধানমন্ত্রীর কাছ থেকে পরামর্শ নেন : সাইফুজ্জামান জুয়েল চৌধুরী নতুন প্রজন্মকে স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানাতে মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম : স্পিকার বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশের অগ্রাধিকার হচ্ছে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন : উজরা জেয়াকে প্রধানমন্ত্রী ঝিনাইদহে চ্যালেন ২৪ এর জেলা প্রতিনিধি সাদ্দাম সন্ত্রাসী হামলায় আহত, বসতঘর ভাঙচুর আত্মহত্যার দর্শন ও স্বরূপ সন্ধান প্রবল বৃষ্টির মধ্যে জয়পুরহাট-১ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী হাসানুজ্জামান মিঠুর সফল জনসমাবেশ ভূমিহীন মরিয়ম ত্রিশ বছর ধরে স্যানিটারি মিস্ত্রির কাজ করছে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: খাদ্যমন্ত্রী বাজার থেকে আলু উধাও ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু দূর্নীতিবাজ যেই হোক, সে রাজনৈতিক দলের নেতা হতে পারেনা: মহিব্বুর রহমান গোয়ালন্দে অসুস্থ রোগীর চিকিৎসায় এগিয়ে এলেন প্রবাসী হোসাইন সরনজাই কলেজ অধ্যক্ষ ইমারতের বিরুদ্ধে অভিযোগের পাহাড় ডেঙ্গু আক্রান্ত হয়ে আ’লীগ নেত্রীর মৃত্যু সবজির বাজারে আগুন, বাড়তি ফার্মের মুরগির দামও উত্তর অ্যামেরিকার সমর্থন ধরে রাখতে মরিয়া জেলেনস্কি ২০২৪ সালের হজের কোটা ঘোষণা পল্টনে ব্যাংকে ঢুকে ছিনতাই, দুই পুলিশসহ গ্রেফতার ৫ বৃষ্টিতে ভিজে ভ্রম্যমাণ আদালতের অভিযান ৬ ব্যবসায়ীকে জরিমানা