উইন্ডিজ থেকেই বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print

দরজায় কড়া নাড়ছে আরো একটি বিশ্বকাপ। অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি ক্রিকেটের মেগা আসর। কুড়ি ওভারের সবশেষ বিশ্বকাপ একবারেই ভালো যায়নি বাংলাদেশ দলের। এবার তাই ভালো করার প্রত্যয়ে একটু আগেভাগে ছক আঁকা শুরু করেছে টাইগাররা। উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়েই নিজেদের বিশ্বকাপ প্রস্তুতি শুরু করার বার্তা দিলেন তাসকিন আহমেদ।

দুই ম্যাচ টেস্ট সিরিজ শেষে এবার ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনী। ২ ও ৩ জুলাই প্রথম দুই টি-টোয়েন্টি হবে ডোমিনিকায়। ৭ জুলাই গায়ানায় অনুষ্ঠিত হবে শেষ টি-টোয়েন্টি। এই সিরিজ শুরুর আগে সেন্ট লুসিয়ায় মঙ্গলবার দলীয় অনুশীলন শেষে এক ভিডিও বার্তায় সিরিজে নিজেদের লক্ষ্যের কথা জানান তাসকিন।

যেখানে তাসকিন বলেন, ‘প্রত্যেকটি ম্যাচ বা সিরিজ গুরুত্বপূর্ণ, যেহেতু সামনে এশিয়াকাপ আর টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। যেহেতু বড় ইভেন্টের খেলা আছে, সেহেতু প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ। অবশ্যই জয়ের জন্যই খেলব।’

বিজ্ঞাপন

জয়ের লক্ষ্য থাকলেও বিশ্বকাপের প্রস্তুতিটা মনের এক কোণে থাকছেই দলের। তাসকিন বললেন, ‘আমরা যেন দীর্ঘমেয়াদী সুযোগগুলো কাজে লাগাতে পারি, নিজেদের উন্নতি করতে পারি, আত্মবিশ্বাসগুলো বেশি করে নিতে পারি। এটাই লক্ষ্য থাকবে যে, এখানে খেলে আমরা সামনে নিজেদেরকে আরো ভালোভাবে প্রস্তুতি করতে পারি বিশ্বকাপের জন্য।’

চোট কাটিয়ে প্রায় ৩ মাস পর জাতীয় দলে ফিরেছেন তাসকিন। শুরুতে টি-টোয়েন্টি স্কোয়াডে না থাকলেও পরে যুক্ত করা হয়েছে তাকে। সফরে দুই ম্যাচের যে টেস্ট সিরিজ হেরেছে বাংলাদেশ দল, সে সিরিজে অবশ্য ছিলেন না এই স্পিড স্টার। তবুও তাসকিন জানালেন, পরাজয়ের গ্লানি ভুলে এবার সামনে তাকানো পালা। দলকে জয় উপহার দেওয়ায় তার লক্ষ্য।

তাসকিন বলেন, ‘দুর্ভাগ্যবশত শেষ যে সিরিজটা, আমাদের ভালো যায়নি। এখন সামনে একটা টি-টোয়েন্টি সিরিজ আছে, এর পরেই একটা ওয়ানডে সিরিজ। তো যে ভুলাগুলো হয়েছে সেগুলো নিয়ে ভবিষ্যতে কাজ করতে হবে। এখন বসে থাকা যাবে না কারণ, সামনে অন্য ফরম্যাটের খেলা আছে। ‌তো অবশ্যই আমরা সামনে যে টি-টোয়েন্টি সিরিজ আছে সেদিকেই তাকিয়ে, টি-টোয়েন্টি নিয়েই পরিকল্পনা করব আমরা সবাই। চাইব ভালো করতে। দেশকে জয় উপহার দিতে।’

বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:
জবি কোষাধ্যক্ষকে দ্বিতীয় মেয়াদে নিয়োগ না দিতে শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন পুলিশের বিরুদ্ধে অভিযোগ কারায় প্রাণ গেলো আওয়ামী লীগ নেতার মাধবপুরে ৮ জুয়ারি গ্রেফতার পায়র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত, মাছ ধরার ট্রলার নিয়ে জেলেরা নিরাপদে পারিবারিক কলহের জেরে অন্তঃসত্ত্বা নববধূর আত্মহত্যা সিলেটের গোলাপগঞ্জ থানার ৫ কর্মকর্তার উপর সাধারণ মানুষের ক্ষোভ,বদলীর দাবী শেরপুরে আগাম জাতের আমন ধান কর্তন রাবির ভর্তি পরীক্ষায় প্রক্সিকাণ্ডের হোতা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার খালেদা জিয়ার থাকার কথা কারাগারে : তথ্যমন্ত্রী কী এমন করেছি যে আমাদের ওপর আস্থা আনা যাচ্ছে না: ইসি রাশেদা নির্বাচন নিয়ে শংকার কিছু নেই, সংবিধান অনুযায়ী যথাসময়েই নির্বাচন হবে: হানিফ বকশীগ‌ঞ্জে এক নারীর তিন সন্তান প্রসব নিয়ামতপুরে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ বিতরণ ঝিনাইদহে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত টানা ১৬ দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি পুলিশ হেফাজতে দুদকের সাবেক উপপরিচালকের মৃত্যু, স্বজনদের দাবি হত্যা সিকিমে আকস্মিক বন্যা, ২৩ ভারতীয় সেনা নিখোঁজ ইশতেহার তৈরির জন্য মতামত চায় আ.লীগ খেলাপি ঋণে শ্রীলঙ্কার কাছাকাছি বাংলাদেশ