সুনামগঞ্জের তাহিরপুর ও মধ্যনগর উপজেলার সীমান্তে বিজিবির বিওপি টহল দল বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে, প্রায় ৪৯লক্ষ টাকার ভারতীয় অবৈধ মালামাল আটক করেছে বিজিবির জোয়ান।
জুলাই বুধবার রাত আড়াই টার সময় মাটিরাবন বিওপির টহল দল বিশেষ অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১১৮৯/১৫-এস এর নিকট শূন্য রেখা বরাবর ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় মধ্যনগর উপজেলাধীন ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের গিলাগড়া নামক স্থান হতে ৪টি ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক মূল্য ৮০ হাজার- টাকা।
অপর দিকে ২০ জুলাই বুধবার সাড়ে ৪টার সময় বাংগালভিটা বিওপির টহল দল বিশেষ অভিযান চালিয়ে, সীমান্ত পিলার ১১৯২/৩-এস এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মধ্যনগর উপজেলাধীন ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের কচুয়াছড়া নামক স্থান হতে ১৫,৭১৪ পিস ভারতীয় স্কিন সাইন ক্রিম, ১টি স্টীল বডি নৌকা, ১টি ইঞ্জিন, ১টি সোলার, ১টি ব্যাটারী এবং ১টি গ্যাস সিলিন্ডার আটক করে, যার আনুমানিক মূল্য ৪৪ লক্ষ ৫১ হাজার ২০৬ টাকা।
আরও পড়ুন— খুলনাসহ দেশের ৯ অঞ্চলে ঝড়ের আভাস
লাউরগড় বিওপির টহল দল অন্যদিকে ১৯ জুলাই মঙ্গলবার রাত ১২টার সময় লাউরগড় বিওপির টহল দল বিশেষ অভিযান চালিয়ে,সীমান্ত মেইন পিলার ১২০৩ এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে ভারতে প্রবেশ করে পাথর সংগ্রহের দায়ে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী হতে ২০ ঘনফুট ভারতীয় পাথর, ১০০০ কেজি কয়লা, ৫টি বারকী নৌকা এবং ৩টি ইঞ্জিন আটক করে, যার আনুমানিক মূল্য ৩ লক্ষ ২৫ হাজার ৪০০ টাকা।
সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ানের অধিনায়ক মোঃ মাহবুবুর রহমান এর সততা নিশ্চিত করে বলেন, আটককৃত ভারতীয় পাথর, কয়লা,বারকী নৌকা স্কিন সাইন ক্রিম, স্টীল বডি নৌকা, ইঞ্জিন, সোলার, ব্যাটারী, গ্যাস সিলিন্ডার শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আর টাইমস/মেহেদী