তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সম্পাদকের পিছুটান ?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print

রাজশাহীর তানোর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আয়োজনে ব্যর্থ হয়ে সভাপতি গোলাম রাব্বানী ও সম্পাদক আব্দুল্লাহ্ আল-মামুন পিছুটান দিয়েছে।

এদিকে একাধিকবার সম্মেলন আয়োজনের দিন নির্ধারন করেও আয়োজনে ব্যর্থ হওয়ায় তাদের বিরুদ্ধে তৃনমুল বিক্ষুব্ধ হয়ে উঠে। প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের কাছে সভাপতি গোলাম রাব্বানী ও সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুন নিরাপত্তার অজুহাতে সম্মেলন আয়োজনে তাদের অপারগতা প্রকাশ করেছেন। এ সময় তারা বলেন, তানোরের মাটিতে সম্মেলন করার মতো নিরাপত্তা তাদের নাই। এদিকে স্থানীয় সাংসদ সম্মেলন মঞ্চ ও মাঠে তাদের নিশচ্ছিদ্র নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্ত্ত সম্মেলনের বাইরে ব্যক্তিগত মতবিরোধ বা দেনা-পাওনা নিয়ে যদি তাদের কেউ অসম্মান করে দ বা গণপিটুনি দেয় সেই দায়-দায়িত্ব কি কেউ নিতে পারেন সেই প্রশ্ন তুলেছে তৃণমুল।

স্থানীয রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ভাষ্য, সভাপতি গোলাম রাব্বানী ও সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুন দীর্ঘ প্রায় ১০ বছর ধরে দায়িত্ব পালন করে আসছেন। যেখানে দলের সাধারণ নেতা ও কর্মী-সমর্থকদের নিরাপত্তা দেবার কথা তাদের, সেখানে তাদের নিরাপত্তা দিতে হবে সাধারণ নেতা ও কর্মী-সমর্থকদের কি আজব কাহিনী।

বিজ্ঞাপন

এখন প্রশ্ন হলো তারা দল এবং দলের নেতা ও কর্মী-সমর্থকদের প্রতি কি এমন দায়িত্ব পালন করেছেন যে, সম্মেলনে নিরাপত্তার কথা আসছে। সকলকে একটি বিষয় মাথায় রাখতে হবে এটা ক্ষমতাসীন দলের সম্মেলন কোনো চর বা মঞ্চ দখলের লড়াই নয় যে সেখানে শক্তির পরীক্ষা হবে। যেই মঞ্চে কেন্দ্র ও জেলার নেতা, স্থানীয় সাংসদ ও উপজেলা চেয়ারম্যানসহ বিশিষ্টজনেরা থাকবেন, সেই মঞ্চে আসতে সভাপতি-সম্পাদকের নিরাপত্তা চাই কেন ? !

প্রকৃত ঘটনা হলো তারা আদর্শিক-ত্যাগী-মুলধারার নেতা দাবি করে নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়ে জাতীয় সংসদ, জেলা পরিষদ, উপজেলা, পৌরসভা ও ইউপি নির্বাচনে নৌকা ডোবাতে বিদ্রোহী প্রার্থী দিয়েছেন, তাদের সেই অপকর্মসহ মঞ্চে কেন্দ্রীয় নেতাদের কাছে তাদের মুখোশ খুলে দিবেন নেতাকর্মীরা সেই আতঙ্কে তারা দিশেহারা।

কারণ তাদের যদি নিরাপত্তার ভয় থাকে তাহলে ২৩ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় তানোর পৌরভবনে অনুষ্ঠান করলেন কি ভাবে? কেউ কি তাদের কিছু বলেছে, বলেনি তাহলে সম্মেলনের দিন লোখো জনতার সামনে তাদের কে কি বলবে, অপকর্ম ফাঁস হবার আতঙ্ক থেকে তারা এসব করছে।

বিজ্ঞাপন

এবিষয়ে একাধিকবার যোগাযোগের চেস্টা করা হলেও সভাপতি গোলাম রাব্বানী ও সম্পাদক আব্দুল্ল আল মামুনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শীর্ষ সংবাদ:
তানোরে অবৈধ মটরে ফের বিদ্যুৎ সংযোগ তত্বাবধায়ক সরকার ছাড়া আর কোনো নির্বাচন হতে দেওয়া হবেনা: অধ্যাপক শাহজাহান মিয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ আটক কলাপাড়ায় বিস্তৃত মাঠ জুড়ে সূর্যমুখী ফুলের সমারোহ পাবনার ঈশ্বরদীতে নদীতে ডুবে শ্রমিকের মৃত্যু যশোরে বিএনপির অবস্থান ধর্মঘট জাতির পিতা ক্রীড়াপ্রেমী ছিলেন: এমপি বাবু এ সরকারের আমলে সাংবাদিকরাও নিরাপদে নেই: মোস্তাক মিয়া মাদারীপুরে গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামীর বসতঘরে ভাঙচুর ও লুটপাট সরকারকে হেয় করতে প্রথম আলো ও বিএনপি পরিপূরক হিসেবে কাজ করছে : ওবায়দুল কাদের শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশুদের টাকা আত্মসাতের অভিযোগ রিক্সা করে বান্ধবীকে নিয়ে বেড়ানোর সময় কুমিল্লায় ভুয়া পুলিশ আটক কাশিমপুর থেকে ফের কেন্দ্রীয় কারাগারে নেওয়া হচ্ছে শামসুজ্জামানকে মেঘনা নদীতে শিল্প–কারখানার বর্জ্যে, মরে ভেসে উঠছে মাছ অবশেষ ট্রেনের টিকিটে সহযাত্রীর নাম বাধ্যতামূলক করেছে বাংলাদেশ রেলওয়ে বিদ্যুৎ খাতে বাড়ছে ডলার সংকট রাজনীতিবিদকে বিয়ে করতে যাচ্ছেন পরিণীতি চোপড়া! শেষ হল ‘জওয়ান’র শ্যুটিং, কবে মুক্তি পাচ্ছে ছবি? যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত থেকে ৮ লাশ উদ্ধার আকিজ গ্রুপে চাকরির সুযোগ, সপ্তাহে ২ দিন ছুটি