তানোর আওয়ামী লীগে প্রাণঞ্চল্য

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print

রাজশাহীর তানোরে দীর্ঘ নয় বছর পর ১৫ জুলাই শুক্রবার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মাইনুল ইসলাম স্বপনকে সভাপতি ও প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকারকে সাধারণ সম্পাদক করে আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।

এদিকে নতুন কমিটি ঘোষণার পর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা এবং কর্মী-সমর্থকদের মাঝে ব্যাপক প্রাণচাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।

স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য,নেতৃত্বে কারা এসেছে সেটা বিবেচ্য নয়, দীর্ঘদিন পর আওয়ামী কলঙ্কমুক্ত হয়েছে সেটা বড় পাওয়া। তারা বলেন, আমরা নতুন নেতৃত্ব নিয়ে সবাই মিলেমিশে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ নিয়ে পথ চলতে চাই, যেখানে থাকবে না কোনো বেঈমান- বিশ্বাসঘাতক ও নব্য মোস্তাক। অন্যদিকে তৃণমুলের দীর্ঘদিনের দাবি সদর ভিত্তিক নেতৃত্ব সেটা প্রদিপ সরকারকে দিয়ে পুরুণ হয়েছে। তারা এটাকে বড় অর্জন ও ইতিবাচক দিক হিসেবে দেখছেন।

বিজ্ঞাপন

জানা গেছে, উপজেলায় দলটির সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১৩ সালে। তানোর পৌর সদরের গোল্লাপাড়া বাজার ফুটবল মাঠে আয়োজিত সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয় সকাল ১০টায়, চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রথম অধিবেশনে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন। পরে দ্বিতীয় অধিবেশন শুরু হয়।

দ্বিতীয় অধিবেশনে ঘোষণা করা হয় তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদকের নাম।সম্মেলনে সদ্য বিদায়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে সিনিয়র সহসভাপতি এবং বিদায়ী সভাপতি গোলাম রাব্বানীকে রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মনোনীত করা হয়।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন নতুন সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদক এবং রাজশাহী জেলা কার্যনির্বাহী কমিটির নতুন সদস্যের নাম ঘোষণা করেন। নতুন কমিটির সভাপতি মাইনুল ইসলাম স্বপন কলমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও একই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার সরকারি আব্দুল করিম সরকার কলেজের প্রভাষক ও তানোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

বিজ্ঞাপন

উপজেলা আওয়ামী লীগের সদ্য বিদায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক প্রভাষক পাপুল সরকার বলেন, প্রথম অধিবেশন শেষে বেলা সাড়ে ১২টার দিকে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের মঞ্চে ডেকে নেওয়া হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে চারজন করে প্রার্থী ছিলেন। রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, এমনকি সভাপতির দায়িত্ব পালন করা স্থানীয় এই আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীও উপজেলা কমিটির সভাপতি পদে প্রার্থী ঘোষণা করেন। তবে দুই পদের কোনোটিতেই পদপ্রত্যাশীরা ঐক্যমত হতে না পারায় পরে উপজেলা পরিষদ হলরুমে কেন্দ্রীয় ও জেলার নেতারা তাঁদের মধ্য থেকে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করেন। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।

উদ্বোধক ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা। সদ্য বিদায়ী তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া বেগম, সদস্য বেগম আকতার জাহান, মেরিনা জাহান কবিতা এমপি ও আব্দুল আওয়াল শামীম, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সম্পাদক ডাবলু সরকার, সংরক্ষিত আসনের সংসদ সদস্য আদিবা আঞ্জুম মিতা প্রমুখ।

এবিষয়ে জানতে চাইলে নবনির্বাচিত সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার বলেন, তারা বিভাজনের রাজনীতিতে বিশ্বাসী নয়। তিনি বলেন, তারা নবীন-প্রবীণ সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করতে চান।

 

আর টাইমস/ এসএইচ

শীর্ষ সংবাদ:
বিয়ে করেও উত্ত্যোক্তকারীদের হাত থেকে বাঁচতে পারলো না কলেজ ছাত্রী উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি মনুষ্যত্বকে গুরুত্ব দিতে হবে: ড. সৌমিত্র শেখর দুমকিতে আ’লীগের বহিস্কৃত নেতা শ্রমিকলীগের সভাপতি অবরোধের সমর্থনে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন আমির হামজা ভাঙ্গুড়ায় শীতের সকালে ঘন কুয়াশার সঙ্গে বৃষ্টি, ভোগান্তিতে শ্রমজীবীরা বিবাহিত ছাত্রলীগ নেতা যখন বুড়িচং উপজেলা ছাত্রদলের আহবায়ক! বৃষ্টি ও শীত নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর বাংলাদেশের নির্বাচন নিয়ে পিছু হটার প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র রাজী ফখরুলের থাবা থেকে বাঁচার ক্ষমতা কারও নাই: লিটন সরকার বিএনপি-জামায়াত সারাদেশে বিশৃঙ্খলার ষড়যন্ত্র করছে : ওবায়দুল কাদের মাটিরাঙ্গায় দুই ইট ভাটায় অভিযান দেড় লাখ টাকা জরিমানা কালাইয়ে আমন ধান ও চাল সংগ্রহ শুরু ভাঙ্গুড়ায় লোকালয়ে মুখপোড়া হনুমান, দেখতে উৎসুক জনতার ভিড় কুবিতে ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফিন্যান্স ও বাংলা বিভাগ সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল চান জাহিদ ফারুক সমিতির নামে বিল ইজারা নিয়ে লুটপাট অনুমতি মেলেনি আ.লীগের ১০ ডিসেম্বরের সমাবেশের ১০ ডিসেম্বর বিএনপির মানববন্ধন নিয়ে যা জানাল ডিএমপি অবরোধের সমর্থনে আগুন জ্বালিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের  অবরোধ,  গ্রেফতার-৩