তানোরে ৫৫ লাখ টাকা ব্যয়ে খাল পুনঃখনন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print

রাজশাহীর তানোরের কলমা ও কামারগাঁ ইউনিয়নের (ইউপি) প্রায় এক হাজার বিঘা জমিতে সম্পুরুক সেচ সুবিধার উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য প্রায় ৫৫ লাখ টাকা ব্যয়ে হাতিশাইল-ঘৃতকাঞ্চন খালের প্রায় তিন কিলোমিটার পুনঃখনন করা হয়েছে। এতে প্রায় সহস্রাধিক বিঘা ফসলি জমি সম্পুরুক সেচের আওতায় আসবে বাড়বে ফসল উৎপাদন। ফলে দুই ইউপির
অমৃতপুর, আজিজপুর, নড়িয়াল, চন্দনকৌঠা, ঘৃতকাঞ্চন, কুজিশহর, হাতিনান্দা, নেজামপুর, হরিপুর, ছাঐড় ও হিরানন্দপুরসহ প্রায় ১০ গ্রামের কয়েক হাজার কৃষক উপকৃত হবে।

ঘৃতকাঞ্চন গ্রামের কৃষক আজিমুদ্দিন, সাজ্জাদ আলী, নড়িয়াল গ্রামের কৃষক সাদেক আলী, হরিপুর গ্রামের কৃষক সেকেন্দার আলী ও নেজামপুর গ্রামের কৃষক পলাশ বলেন, এই খাড়ি পুনঃখননের ফলে আমরা খাড়ির পানিতে সম্পুরুক সেচ দিতে পারবো। এতে অনেক আনাবাদি জমিতে আবাদ করা সম্ভব হবে। এছাড়াও মাছ চাষ করে সমিতির সদস্যরা লাভবান হবেন।

সুত্র জানায়, তানোরে ২০২১-২২ অর্থবছরে টেকসই ক্ষুদ্রকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায়
হাতিশাইল-ঘৃতকাঞ্চন (পানি ব্যবস্থাপনা) সমবায় সমিতি লিমিটেড খাল পুনঃখনন করেছেন। ২০২২ সালের ২০ মার্চ কাজ শুরু করে ৩০ এপ্রিল কাজ সম্পন্ন করা হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় ৫৫ লাখ টাকা। উপজেলার ঘৃতকাঞ্চন-হাতিশাইল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড ৫টি রেফারেন্স লাইন ও ১০টি এলসিএস-এর মাধ্যমে খাল পুনঃখনন কাজ করেছেন। এদিকে খাড়ি পাড়ের অধিবাসিরা খাড়ি পুনঃখনন করায় স্থানীয় সাংসদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

এবিষয়ে জানতে চাইলে ঘৃতকাঞ্চন-হাতিশাইল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নুরুল ইসলাম প্রামানিক বলেন, শতভাগ স্বচ্ছতার সঙ্গে পুনঃখনন কাজ সম্পন্ন করা হয়েছে।

তিনি বলেন, এতে সমিতির সদস্যরা মাছ চাষ ও ফসলি জমিতে সম্পুরুক সেচ দিয়ে নিজেদের ভাগ্যবদল করতে পারবেন।

এবিষয়ে কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ বলেন, এই খাড়ি পুনঃখনন কামারগাঁ-কলমা দুই ইউপির কৃষিক্ষেত্রে বড় ভুমিকা রাখবেন।

বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:
সিঙ্গাইরে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা যশোরে বিচারের দাবীতে আত্মহত্যাকারী শিক্ষার্থীর লাশ নিয়ে মিছিল দেশে ২০ ভাগ অকাল মৃত্যুর কারণ বায়ু দূষণ : বিশ্ব ব্যাংক বীজ দেওয়া হবে, সার দেওয়া হবেনা- পাট কর্মকর্তা মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গোয়ালন্দ বন্ধুসভার চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনা ঘটলেই তড়িঘড়ি করে সড়ক সংস্কারে সওজ বাগেরহাটে যৌতুকের দাবীতে গৃহবধুকে নির্যাতনের অভিযোগ কালীগঞ্জে বিএনপি’র ১৭ নেতাকর্মীর জামিন সিলেটের যুবলীগ নেতা শামীম, বিধবা মহিলাকে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যার হুমকি গ্রাহকদের অর্ধকোটি টাকা নিয়ে উধাও ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট শাখা দেবিদ্বারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দাম কমলেও ব্যবসায়ীরা বেশি দামেই বিক্রি করছেন ব্রয়লার মুরগি যশোরে আবারও গোপন লেদ থেকে পিস্তলসহ অস্ত্র তৈরির সরঞ্জাম ও মিস্ত্রি গ্রেফতার নরসিংদীতে ডাকাতির প্রস্তুতির সময় গ্রেপ্তার ৩ পদ দিতে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে টাকা দাবির অভিযোগ, অডিও ভাইরাল অক্টোবর-নভেম্বরে জবির দ্বিতীয় সমাবর্তনের আশ্বাস তালন্দ কলেজ অধ্যক্ষ আদালতের আদেশ মানছেন না সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো স্বামী-স্ত্রীর , আহত মেয়ে নাতিসহ ৩ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন ও গুণীজন সংবর্ধনা রমজানে পর্যটক শূন্য কুয়াকাটা