তানোরে হাটের কোটি টাকার জায়গা জবরদখল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print

রাজশাহীর তানোর পৌরসভার কালীগঞ্জ হাটের (সায়রাত ভুক্ত) জায়গা জাল দলিল সৃষ্টি করে জবরদখল ও অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

চলতি বছরের ৫ জানুয়ারী বুধবার এলাকাবাসীর পক্ষে প্রভাষক তাজেমুল ইসলাম এবং ২৯ মে রোবাবার কালীগঞ্জহাট রক্ষা কমিটি বাদি হয়ে উপজেলা সহকারী কমিশনারের (ভুমি) কাছে লিখিত অভিযোগ করেছেন।

সুত্র জানায়, একটানা ১২ বছর কোনো সম্পত্তি শান্তিপুর্ণভাবে ভোগদখল করলে সেই সম্পত্তির মালিকানা পায় দখলীয় ব্যক্তি বা প্রতিষ্ঠান। কিন্ত্ত উক্ত সম্পত্তি প্রায় ৫০ বছর ধরে কালীগঞ্জহাট শান্তপুর্ণ ভোগদখল করার পর হাটের সেই সম্পত্তি ব্যক্তির নামে হয় কিভাবে ? এটা অবশ্যই অধিকতর তদন্তের দাবি রাখে।

বিজ্ঞাপন

জানা গেছে তানোর পৌরসভার কালীগঞ্জ হাটের আয়তন এক একর ২০ শতক। এসব জায়গার মধ্যেস্থলে (সায়রাত ভুক্ত) জেল নম্বর ১২৯ রায়তানবর্ষ, দাগ নম্বর সাবেক ৯৯৬ পরিমাণ .০৭ শতক সম্পত্তি জবরদখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করেছেন সিদ্দিক হোসেন ও তার পুত্র আলামিন হোসেন (দলিল লেখক)। এর মধ্যে দেড় শতক সরকারি খাস সম্পত্তি থাকায় উপজেলা ভুমি অফিসের কানুনগো কয়েকটি দোকানে তালা দিয়ে বন্ধ করে দিয়েছেন।

কিন্ত্ত তারা তালা ভেঙ্গে ফের দোকান ঘরের নির্মাণ কাজ সম্পন্ন করেছে। এরা এলাকায় বাপ-বেটা-৪২০ নামে পরিচিত। অভিযোগে প্রকাশ, বিগত ২০০৭ সালের ২৯ জানুয়ারী (তৎকালীন) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুছ সাদাত জমির মালিক দাবিদার হাজী আইয়ুব মিঞাকে প্রয়োজনীয় কাগজপত্রসহ একই বছরের ৮ ফেব্রুয়ারী তার কার্যালয়ে উপস্থিত হতে নোটিশ দেন। তবে তারা ধার্য্য দিনে কাগজপত্রসহ উপস্থিত ব্যর্থ হয়।

ফলে ২০০৭ সালের ৮ মে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদেশ দিয়ে বলেন, কালীগঞ্জে হাটের মধ্যে ব্যক্তিগত ভাবে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। এদিকে ২০০৭ সালের ২২ ফেব্রুয়ারী তানোর পৌরসভার স্বারক নং তাঃপৌঃ/২০০৭/৬৯৫ এবং স্বারক নং তাঃপৌঃ/২০০৭/৬৮৩ তারিখ ১৩/০২/২০০৭ ইং মোতাবেক অবৈধ ভাবে নির্মিত দোকান ঘর অপসারণের জন্য নোটিশ দেন (তৎকালীন) মেয়র এমরান আলী মোল্লা।

বিজ্ঞাপন

এ ঘটনার থেকে দীর্ঘ প্রায় ১৫ বছর যাবত ওই জায়গায় দোকান ঘর নির্মাণ বন্ধ ও হাটবার হাট বসে আসছে সবাই জানে এটা হাটের জায়গা এবং চারদিকে হাট মধ্যস্থলে ব্যক্তি মালিকাধীন জমি থাকার কোনো সুযোগ নাই। কিন্ত্ত ২০২২ সালের ১লা জানুয়ারী সরনজাই কাচারিপাড়া গ্রামের বাসিন্দা সিদ্দিক হোসেন মুহুরী ক্রয় সুত্রে জমির মালিকানা দাবি করে পাকা দোকান ঘর নির্মাণ করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ব্যবসায়ী জানান, ভুমি অফিসের কতিপয় কর্মকর্তার নেপথ্যে যোগসাজশে চিহ্নিত জালিয়াত চক্রের মুলহোতা সিদ্দিক মুহুরী ও তার পুত্র আল-আমিন মুহুরী জাল দলিল সৃষ্টি করে খাজনা-খারিজ করেছে, তারা বলেন, তাদের কাগজপত্র যচাই করলেই অভিযোগের সত্যতা পাওয়া যাবে।স্থানীয় বাসিন্দা তাজেমুল ইসলাম, নাজিম উদ্দিন ও আবু সাইদ বলেন, তারা বাপ-বেটা জমি জালিয়াতির সঙ্গে সম্পৃক্ত থেকে অবৈধ সম্পদ অর্জন করে শূণ্য থেকে কোটিপতি হয়েছেন।

তাদের আয়ের উৎস্য, অবৈধ সম্পদের পাহাড় ও সরকারি কোষাগারে কতটাকা ট্যাক্স দেন এসব অনুসন্ধান করলেই আসল ঘটনা বেরিয়ে আসবে।

এবিষয়েে জানতে চাইলে সিদ্দিক ও আলামিন মুহুরী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তারা ক্রয় সুত্রে জমির মালিক হয়েছেন তার কাছে সব কাগজপত্র রয়েছে।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বীকৃতি প্রামানিক বলেন, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শীর্ষ সংবাদ:
ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে রাজীব, লিখন জবি ডিবেটিং সোসাইটির উদ্যোগে ‘ডিবেট প্রিমিয়ার লীগ’ প্রতিযোগিতা তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে রাণীশংকৈলে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত নগরকান্দায় বাস ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ নিহত ২, আহত ৩ বিদায়বেলায় কাঁদলেন-কাঁদালেন, আবেগে ভাসিয়ে বিদায় নিলেন নাজনীন সুলতানা জবিতে বিশ্ববিদ্যালয়ের আইন লঙ্ঘন করে ভর্তি পরীক্ষা নয়: জবি শিক্ষক সমিতি ফ‌রিদপু‌রে ৭ই মা‌র্চের ভাষণ সাত‌টি বি‌দে‌শি ভাষায় উপস্থাপন করার আয়োজন স্থানীয় জেলা প্রশাসনের ১২০ টাকায় পুলিশে চাকুরি পেয়েছে নাইটগার্ড কন্যা রিচি জয়পুরহাটে এক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত নজরুল বিশ্ববিদ্যালয়ে বঙ্গমাতা হলের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাংলাদেশকে একটি বিমান চলাচল কেন্দ্র হিসেবে গড়ে তুলতে রোডম্যাপ জরুরি : প্রধানমন্ত্রী ফেসবুকে যা চাইলেন আরাভ খান সিংগাইরে মাদ্রাসা ছাত্রী ধর্ষনের দায়ে মূল অভিযুক্ত গ্রেফতার হাইকমান্ডের নজরদারিতে বিএনপির আরও ১১ কেন্দ্রীয় নেতা ওয়ানডে বিশ্বকাপের তারিখ ঘোষণা আইসিসির শক্তিশালী ভূমিকম্পে পাকিস্তানে ৯ জনের প্রাণহানি চাঁদ দেখা যায়নি, সৌদিতে রোজা শুরু বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে তুরস্ক, ফিলিপাইনের রাষ্ট্রদূতদের পরিচয়পত্র পেশ কুবিতে বঙ্গবন্ধু পরিষদের একাংশের নতুন কমিটি কুবিতে শিক্ষার্থীদের পরিচয়পত্র সাথে রাখার নির্দেশ