তানোরে টিসিবি’র পণ্য আটক

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print

রাজশাহীর তানোরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)”র পণ্য ডাল কালোবাজারে বিক্রির সময় জনতা হাতেনাতে আটক করেছে।

গত ১ জুলাই শুক্রবার তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথের নির্দেশে কলমা ইউনিয়নের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার) সাজ্জাদ হোসেন এসব ডাল উদ্ধার করেছে। ইউএনও পরবর্তীতে উদ্ধারকৃত ডাল জব্দ করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছেন।

জানা গেছে, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র ডিলার মেসার্স আঁখির ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী আখির মারা যাবার পর তার স্ত্রী সাজেদা বিবি ডিলারসীপ নিয়েছেন। কিন্ত্ত সাজেদার কাছে থেকে অলিখিত চুক্তিতে ডিলারসীপ ভাড়া নিয়েছেন মেসার্স নাহিদ ট্রেডার্সের শওকত আলী।

বিজ্ঞাপন

গত বৃহস্প্রতিবার তার কর্মচারী রজব আলী কলমা ইউপিতে দুই হাজার ৩১ জন কার্ডধারী উপকারভোগীর মধ্যে মাত্র এক হাজার ২০০ জনের মধ্যে পুণ্য বিক্রি করেন। এবং বাঁকি পণ্য শনিবার বিক্রি করার কথা বলে উপকারভোগীদের ফিরিয়ের দিয়ে এসব পণ্য কালোবাজারে বিক্রি করে দেন।

প্রত্যক্ষদর্শী সুত্রের ভাষ্য, বৃহস্পতিবার গভীর রাতে ডিলারের কাছে থেকে জনৈক মোজাম্মেল হক কালোবাজারে এসব পণ্য কিনে নড়িয়াল গ্রামের তোফাজ্জল হোসেনের পুত্র তুষারের বাড়িতে রাখেন। এদিকে পরদিন শুক্রবার এসব মালামাল অন্যত্র সরানোর সময় স্থানীয় মেম্বার সাজ্জাদ হোসেন ইউএনও সাহেবকে অবগত করেন এবং গ্রাম পুলিশকে সঙ্গে নিয়ে তুষারের বাড়ি থেকে এসব পণ্য ডাল উদ্ধার করে ইউএনও’র কাছে জমা দেন।

এব্যাপারে ইউপি মেম্বার সাজ্জাদ হোসেন বলেন, ইউএনও স্যারের নির্দেশে গ্রামের লোকজন ও গ্রাম পুলিশকে সঙ্গে নিয়ে তুষারের বাড়ি থেকে ৭৫০ কেজি ডাল ও টিসিবি’র সিলমোহরকৃত ডালের প্যাকেট-বস্তা উদ্ধার করে ইউএনও অফিসে জমা দেয়া হয়।

বিজ্ঞাপন

এবিষয়ে শওকত আলী বলেন, ডিলারসীপ ভাড়া নয়,আমরা সাজেদা বিবিকে সহায়তা করি মাত্র। তিনি বলেন,গত বৃহস্পতিবার ১২’শ কার্ডধারীর কাছে পণ্য বিক্রি করা হয়েছে এবং বাকি পণ্য শনিবার বিক্রির জন্য দর্গাডাঙ্গা বাজারের মিঠুর কাছে রেখে এসেছি। তিনি আরও বলেন, বিক্রিত পণ্য হিসেবের বিষয়ে ইউএনও স্যার ও ইউপি চেয়ারম্যানকে সময়ের অভাবে অবহিত করা হয়নি, কারণ অনেক রাত হয়ে গিয়েছিলো।

এবিষয়ে টিসিবি’র রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের সহকারী নির্বাহী (অফিস প্রধান) শাহিদুল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন দেয়া হলেও রিসিভ হয়নি।

এবিষয়ে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পংকজ চন্দ্র দেবনাথ জানান, টিসিবির পণ্য কার্ডধারী ছাড়া বাহিরে বিক্রি করা নিষেধ। সরকারের নির্দেশ অমান্য করে টিসিবির পণ্য কালোবাজারে বিক্রি করা হয়েছে বলে আটককৃত পণ্য গুলো জমা দিয়েছে এলাকাবাসী। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শীর্ষ সংবাদ:
সিঙ্গাইরে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা যশোরে বিচারের দাবীতে আত্মহত্যাকারী শিক্ষার্থীর লাশ নিয়ে মিছিল দেশে ২০ ভাগ অকাল মৃত্যুর কারণ বায়ু দূষণ : বিশ্ব ব্যাংক বীজ দেওয়া হবে, সার দেওয়া হবেনা- পাট কর্মকর্তা মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গোয়ালন্দ বন্ধুসভার চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনা ঘটলেই তড়িঘড়ি করে সড়ক সংস্কারে সওজ বাগেরহাটে যৌতুকের দাবীতে গৃহবধুকে নির্যাতনের অভিযোগ কালীগঞ্জে বিএনপি’র ১৭ নেতাকর্মীর জামিন সিলেটের যুবলীগ নেতা শামীম, বিধবা মহিলাকে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যার হুমকি গ্রাহকদের অর্ধকোটি টাকা নিয়ে উধাও ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট শাখা দেবিদ্বারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দাম কমলেও ব্যবসায়ীরা বেশি দামেই বিক্রি করছেন ব্রয়লার মুরগি যশোরে আবারও গোপন লেদ থেকে পিস্তলসহ অস্ত্র তৈরির সরঞ্জাম ও মিস্ত্রি গ্রেফতার নরসিংদীতে ডাকাতির প্রস্তুতির সময় গ্রেপ্তার ৩ পদ দিতে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে টাকা দাবির অভিযোগ, অডিও ভাইরাল অক্টোবর-নভেম্বরে জবির দ্বিতীয় সমাবর্তনের আশ্বাস তালন্দ কলেজ অধ্যক্ষ আদালতের আদেশ মানছেন না সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো স্বামী-স্ত্রীর , আহত মেয়ে নাতিসহ ৩ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন ও গুণীজন সংবর্ধনা রমজানে পর্যটক শূন্য কুয়াকাটা