তানোরে আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি নাই ?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print

রাজশাহীর তানোর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল (সম্মেলন) আগামী ১৫ জুলাই অনুষ্ঠিত হবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী ও সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুনের তত্ত্বাবধানে সম্মেলন আয়োজিত হবে। সম্মেলন মঞ্চ, প্যান্ডেল, তোরণ অতিথি আপ্যায়ন থেকে শুরু করে সম্মেলনের যাবতীয় সব কিছু তারা দেখভাল করবেন।

তবে সম্মেলনে ইলেকশন বা সিলেকশন যাই হোক নৌকাবিরোধী সভাপতি গোলাম রাব্বানী ও সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন পদবঞ্চিত হবে এটা প্রায় নিশ্চিত বলে মনে করছে তৃণমুল।

বিজ্ঞাপন

এদিকে ক্ষমতাসীন দলের প্রায় ১০ বছর পর আলোচিত তানোর উপজেলা সম্মেলন, যেখানে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উপজেলা জুড়ে সাজ সাজ রব এবং প্রায় লক্ষাধিক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংগ্রহণের কথা, সেখানে এখানো সম্মেলন প্রস্তুতি কোনো সভা নাই। এখানো হয়নি কার্যনির্বাহী কমিটির সভা, কোনো কর্মী বা বর্ধিতসভা এমনকি মাইকিংসহ গণসংযোগ।

এখানো উপজেলার ইউপি চেয়ারম্যানসহ মুলধারার নেতাকর্মীদের আমন্ত্রণ জানানো হয়নি। অথচ আর মাত্র দুদিন পর সম্মেলন। এসব দেখে মনে হচ্ছে আদৌ তারা একটা জমকালো সম্মেলন চাই না। স্থানীয় নেতাকর্মীদের আইওয়াশ করে যেনো-তেনোভাবে একটা সম্মেলন দেখিয়ে তারাই আবার সভাপতি-পম্পাদকের পদে বসতে চাই। আর এই জন্য যতো রকমের ষড়যন্ত্র, কুটকৌশল সব ধরণের প্রস্তুতি তারা নিচ্ছেন। এদিকে অসমর্থিত একটি সুত্র জানায়,তাদের মুল টার্পেট যেকোনো অজুহাতে সম্মেলন মঞ্চে বিশৃঋলা সৃষ্টি করে সম্মেলন ভুন্ডুল করা।

এবিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও মুঠোফোনে কল গ্রহণ না করায় সভাপতি গোলাম রাব্বানী ও সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

এবিষয়ে জানতে চাইলে রাজশাহী-১আসনের সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী বলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম কমিটির সম্মানিত সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান জামান লিটন তাকে জানিযেছেন, সম্মেলন আয়োজনের সব দায়িত্ব সভাপতি গোলাম রাব্বানী ও সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের, তারা বিশাল মঞ্চ, প্যান্ডেল, কুড়ি হাজার চেয়ারসহ আনুষঙ্গিক সবকিছুর দায়িত্ব নিয়েছেন।

শীর্ষ সংবাদ:
গুরুদাসপুরে গৃহবধূ সিমা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার আমতলীতে ৪টি মহিষ চুরি জবি কোষাধ্যক্ষকে দ্বিতীয় মেয়াদে নিয়োগ না দিতে শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন পুলিশের বিরুদ্ধে অভিযোগ কারায় প্রাণ গেলো আওয়ামী লীগ নেতার মাধবপুরে ৮ জুয়ারি গ্রেফতার পায়র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত, মাছ ধরার ট্রলার নিয়ে জেলেরা নিরাপদে পারিবারিক কলহের জেরে অন্তঃসত্ত্বা নববধূর আত্মহত্যা সিলেটের গোলাপগঞ্জ থানার ৫ কর্মকর্তার উপর সাধারণ মানুষের ক্ষোভ,বদলীর দাবী শেরপুরে আগাম জাতের আমন ধান কর্তন রাবির ভর্তি পরীক্ষায় প্রক্সিকাণ্ডের হোতা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার খালেদা জিয়ার থাকার কথা কারাগারে : তথ্যমন্ত্রী কী এমন করেছি যে আমাদের ওপর আস্থা আনা যাচ্ছে না: ইসি রাশেদা নির্বাচন নিয়ে শংকার কিছু নেই, সংবিধান অনুযায়ী যথাসময়েই নির্বাচন হবে: হানিফ বকশীগ‌ঞ্জে এক নারীর তিন সন্তান প্রসব নিয়ামতপুরে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ বিতরণ ঝিনাইদহে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত টানা ১৬ দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি পুলিশ হেফাজতে দুদকের সাবেক উপপরিচালকের মৃত্যু, স্বজনদের দাবি হত্যা সিকিমে আকস্মিক বন্যা, ২৩ ভারতীয় সেনা নিখোঁজ