তানোরে অসময়ে জলাবদ্ধতা ফুঁসে উঠেছে কৃষকেরা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print

রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নের(ইউপি) হাতিশাইল-নেজামপুর মাঠে পানি প্রবাহের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ফসলী জমিতে অবৈধ পুকুর খনন করায় অসময়ে মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

এদিকে অসময়ে জলাবদ্ধতার কারণে কামারগাঁ ও কলমা দুটি ইউপির প্রায় দেড় সহস্রাধিক বিঘা ফসলী জমি অনাবাদি হবার আশঙ্কা দেখা দিয়েছে। এর দায় নিবে কে ? যেখানে সরকার প্রধান বলছেন দেশের এক ছটাক কৃষি জমি অনাবাদি রাখা যাবে না, সেখানে হাজার হাজার বিঘা কৃষি জমি অনাবাদি করেছে এদের খুঁটির জোর কোথায় ? না কি এরা সরকার প্রধানের থেকেও ক্ষমতাধর ! এ ঘটনায় অবৈধ পুকুর খননকারীর বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত কৃষকেরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে, বিরাজ করছে বিস্ফোরণমুখ পরিস্থিতি বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।

স্থানীয়রা জানান, কতিপয় ইউপি চেয়ারম্যানকে বিপুল অঙ্কের টাকা আর্থিক সুবিধা দিয়ে ভেঁকু দালাল এবং পুকুর সিন্ডিকেট চক্রের মুলহোতা কেশরহাটের বির্তকিত জনৈক সাদিকুল ইসলাম ওরফে শাফি ও আব্দুল করিম লাঠির জোরে ফসলী জমিতে অবৈধ পুকুর খনন করেছেন।

বিজ্ঞাপন

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, এসব অবৈধ পুকুর খননের ফলে অসময়ে জলাবদ্ধতার কারণে এলাকার অমৃতপুর, আজিজপুর, নড়িয়াল, চন্দনকৌঠা, ঘৃতকাঞ্চন, কুজিশহর, হাতিনান্দা, নেজামপুর, হরিপুর, ছাঐড় ও হিরানন্দপুরসহ প্রায় ১০টি গ্রামের কয়েক হাজার বিঘা ফসলী জমি অনাবাদি হয়ে পড়েছে। এতে খাদ্য উৎপাদন ব্যাহত হবার পাশাপাশি হাজার হাজার মানুষকে চরম দুর্ভোগে পোহাতে হবে।

হাতিনান্দা গ্রামের বাসিন্দা কৃষক লীগ নেতা মুন্তাজ আলী, সৈনিক লীগ নেতা তানভির রেজা ও সাবেক ছাত্রলীগ নেতা মাহাবুর রহমান মাহাম বলেন, ভেঁকু দালালদের দৌরাত্ম্য দেখে মনে হয় দেশে আইন নাই, তা না হলে প্রকাশ্যে দিবালোকে কেউ এভাবে কৃষি জমি ধ্বংস করতে পারে।

এবিষয়ে কামারগাঁ ইউপির প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন আলী প্রামানিক ও ইউপি সদস্য লুৎফর রহমান প্রচন্ড ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রশাসন যদি অবৈধ পুকুর প্রতিরোধ না করে তাহলে মানুষ কার কাছে যাবে।

বিজ্ঞাপন

এবিষয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান সোনীয়া সরদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বার বার বলছে কৃষি জমির শ্রেণী পরিবর্তন করা যাবে না। কিন্তু এরা প্রকাশ্যে কৃষি জমি ধ্বংস করে অবৈধ পুকুর খনন করেছে।

তিনি বলেন, এর দায় উপজেলা প্রশাসন এড়াতে পারে না। তিনি এসব অবৈধ ফের ভরাটের দাবি করেছেন।

শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন ফরম ক্রয় করলেন জুয়েল ঠাকুরগাঁও ১ আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র নিলেন যুব মহিলালীগের নেত্রী তাহমিনা ৩০ ফিলিস্তিনির মুক্তি, হামাস ছাড়ল ১২ জনকে বুধবার ইসির সঙ্গে বৈঠকে বসবে ইইউ নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে: মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সুনামগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড সংসদ নির্বাচন পেছাতে লিগ্যাল নোটিশ আমতলীতে মাদক সেবনে বাঁধা দেওয়ায় কুপিয়ে জখম আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবারও বিজয়ী হবে : পররাষ্ট্রমন্ত্রী ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষ, আহত ৩  সাতক্ষীরায় প্রতারণা, জালিয়াতি  আত্মসাৎতের  মামলায় সাবেক অধ্যক্ষ  কারাগারে টানেলে আটকা ৪১ শ্রমিককে উদ্ধার কিছুক্ষণের মধ্যে বকশীগঞ্জে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু শারীরিক শিক্ষা কেবল দৈহিক নয় বঙ্গবন্ধু সরকারি কলেজের এইচএসসি পরীক্ষায় ৭৫ জনের ৭৩ জনই ফেল নওগাঁয় রাস্তার পাশ থেকে যুবতীর মরদেহ উদ্ধার নরসিংদী ৪: স্বতন্ত্র লড়বেন মনোহরদী উপজেলা চেযারম্যান বীর বরগুনা -১ আসনের নৌকার প্রার্থী এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শমভু এমপিকে সংবর্ধনা! সোহরাওয়ার্দী কলেজে উচ্চমাধ্যমিকের ফলাফলে বিপর্যয়, জিপিএ-৫ পেয়েছে মাত্র ৮ জন গৌরীপুরে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন ডাঃ আকাশ