ডেঙ্গু আক্রান্ত সৃজিত

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print
সৃজিত মুখোপাধ্যায়। ফাইল ছবি

দিন দুই আগে জানা গিয়েছিল সৃজিত মুখোপাধ্যায় অসুস্থ।প্রবল জ্বর। তার পূজার ছবি ‘দশম অবতার’-এর একদিনের প্যাচ আপ শুট বাকি। তার জন্য বৃহস্পতিবার উত্তরবঙ্গে যাওয়ার কথা ছিল। অসুস্থতার কারণে সেই কাজ স্থগিত। শনিবার রাতে নিজের অসুস্থতা সম্পর্কে আবারও খবর দিলেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘পানি রাস্তায় হয় ডেঙ্গু আর কমে যায় তাই প্লাটিলেট…!’ নিজের অসুস্থতার খবর জানাতে গিয়ে নিজের প্রথম ছবি ‘অটোগ্রাফ’-এর জনপ্রিয় গান ‘চল রাস্তায় সাজি ট্রামলাইন/আর কবিতায় শুয়ে কাপ্লেট’-এর প্রথম দুটো পংক্তি ধার নিয়েছেন। পানি জমা রাস্তা থেকেই ডেঙ্গুর আক্রমণ। আর তাতেই ক্রমশ রক্তের প্লাটিলেট কমতে থাকে। রসিকতার মেজাজে পরিচালকের বক্তব্য এটাই।

কিন্তু তার শারীরিক অবস্থার কথা শুনে চিন্তিত অপর্ণা সেন। একই জ্বরে সদ্য ভুগে উঠেছেন পরিচালক-অভিনেত্রীও। তাই সৃজিতের উদ্দেশ্যে তার সাবধানবাণী, প্রয়োজনে যেন চিকিৎসকের পরামর্শ নেন। অপর্ণা সেনের পাশাপাশি পরিচালকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন পরিচালক সুব্রত সেন, সুদেষ্ণা রায়, অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়।

বিজ্ঞাপন

দিন দুয়েক আগে একই ভাবে পরিচালক নিজের অসুস্থতার খবর জানিয়েছিলেন সবাইকে। লিখেছিলেন, ‘ক্রমশ আঁধার ঘনাচ্ছে। অন্ধকার এতটাই গাঢ় যে দৃষ্টি বাধা পায়’। তারপরেই জানা যায় তিনি জ্বরে কাবু। এদিন অপর্ণা সেনের সঙ্গে সৃজিতের সামাজিক যোগাযোগ মাধ্যমেই কথাবার্তা হয়। পরিচালক সৃজিতের ডাক নাম ধরে সম্বোধন করেন। লেখেন, ‘নিজের যত্ন নাও ঋজু! আমার ডেঙ্গু হয়েছে। তাই আমি জানি, এই রোগ কতটা দুর্বল করে দেয়। নিশ্চয়ই নার্সিংহোমে দেখিয়েছ?’ সৃজিতের বক্তব্য, তিনি এখনও নার্সিংহোমে দেখাননি। আগামীকাল প্লাটিলেট পরীক্ষা করিয়ে ব্যাগপত্তর গোছাবেন।

অপর্ণা সেনের সাবধাবাণী, ‘আমি জানি, তুমি ভারো হয়ে যাবে এবং তোমার মা চিকিৎসক। তবু সাবধানের মার নেই। বিশেষ করে যেখানে প্লাটিলেটের সংখ্যা জড়িত। সেখানে বাড়তি সতর্কতা নেওয়াই ভালো।’

সূত্র : আজকাল পত্রিকা

বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:
নির্বাচনে অবৈধ অস্ত্রের ঝনঝনানি বন্ধ করা গুরুত্বপূর্ণ: ডিএম‌পি ক‌মিশনার আজ ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দুপুরে নয়াপল্টনে বিএনপির কৃষক সমাবেশ মেক্সিকোয় গির্জার ছাদ ধসে নিহত ৭, ধ্বংসস্তূপে আটকা ৩০ খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা: ‘আইনে সুযোগ আছে’ সাতক্ষীরায় স্কুল ছাত্রী ধর্ষন মামলার প্রধান আসামী রাকিব গ্রেপ্তার জবি থেকে ট্রেজারার নিয়োগে শিক্ষামন্ত্রীর কাছে চিঠি শিক্ষক সমিতির ঋণের বোঝা মাথায় নিয়ে গলায় ফাঁস দিয়ে কৃষকের আত্মহত্যা গোমস্তাপুরে মহানন্দা নদীতে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার মিডিয়ার মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে প্রতিরোধ করা হবে : সিইসি গাজীপুরে চেকপোস্ট বসিয়ে নিরাপত্তা জোরদার পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রকৌশলীর অপসারণ চেয়ে বরিশালে ঠিকাদারদের মানববন্ধন সিলেটের পালপুরে ৩ মাসের শিশুর মৃত্যু নিয়ে রহস্য সাংবাদিক নাদিম হত্যার ৪ আসামীর রিমান্ড চেয়েছে সিআইডি নরসিংদীতে ট্রেনের ধাক্কায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ১০ গোয়ালন্দে স্কুল পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও লালমোহনের দেবীরচরে হামলার ঘটনায় প্রতিবাদ সভা জীবন যুদ্ধে বাসে বাসে বাদাম বিক্রি করছে বাবাহারা ৫ বছরের আলামিন