টপ অর্ডারের চার ব্যাটারকে ভালো করতে হবে : সাকিব

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print
ছবি- সংগৃহীত

টপ অর্ডার ব্যাটারদের ধারাবাহিক বাজে ব্যাটিংয়ে হতাশা প্রকাশ করে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ভালোভাবে শেষ করতে হলে ফর্মে ফিরতে হবে দলকে।

গতরাতে মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার কাছে ১৪৯ রানের বড় ব্যবধানে ম্যাচ হারের পর এমন মন্তব্য করেন সাকিব। পাঁচ ম্যাচে চতুর্থ হারে সেমিফাইনালে খেলার আশা অনেকটাই ফিকে হয়ে গেছে বাংলাদেশের।

প্রথমে ব্যাট করা দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে ৩৮২ রান করার পরই মূলত বাংলাদেশের ম্যাচ জয়ের আশা ধূলিসাৎ হয়ে যায়। জবাব দিতে নেমে ৮১ রানে ৬ উইকেট হারিয়ে লজ্জাজনক হারের পথে এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের ১১১ বলে ১১১ রানের সুবাদে ৪৬ দশমিক ৪ ওভার পর্যন্ত ব্যাট করে সব উইকেট হারিয়ে ২৩৩ রানে গিয়ে থামে টাইগার ইনিংস।

বিজ্ঞাপন

মাহমুদুল্লাহর সেঞ্চুরিতে আবারও প্রশ্ন উঠেছে তার এবং মুশফিকুর রহিমের মতো সিনিয়র ব্যাটারদের ব্যাটিং অর্ডারের উপরের দিকে ব্যাট করা উচিত কিনা।

ম্যাচ শেষে সাকিব বলেন, ‘মুশফিক ও মাহমুদুল্লাহর উপরের দিকে ব্যাটিং করা উচিত কিনা, এটি নিয়ে অনেক কথা হয়েছে। কিন্তু তাদের যে ভূমিকা আছে, সেখানে খুব ভালো করছে তারা। আমাদের টপ অর্ডারের চার ব্যাটারকে ভালো করতে হবে।’

তার মতে, শেষ ১০ ওভারে দক্ষিণ আফ্রিকার করা ১৪৪ রানেই ম্যাচ হেরে যায় বাংলাদেশ।সাকিব বলেন, ‘আমরা প্রথম ২৫ ওভার ভালো বল করেছি। আমরা তিন উইকেট নিয়েছিলাম। তাদের রান রেট ৫এর মত ছিলো। এরপরই আমাদের ম্যাচ থেকে ছিটকে ফেলে তারা। সত্যিই ভালো ব্যাটিং করেছে ডি কক এবং ক্লাসেন যেভাবে শেষ করেছে তার উত্তর আমাদের কাছে ছিল না। এই ধরনের উইকেটে এমনটা হতে পারে কিন্তু আমাদের আরও ভালো বোলিং করা উচিত ছিল। শেষ ১০ ওভারেই আমরা ম্যাচ হেরেছি।’

বিজ্ঞাপন

সেমিফাইনালের আশা অনেকাংশেই শেষ হয়ে যাওয়ায় এখন পঞ্চম বা ষষ্ঠ স্থানে থেকে বিশ^কাপ শেষ করতে পারলে খুশি হবেন বলে জানিয়েছেন সাকিব।

সাকিব বলেন, ‘টুর্নামেন্টের এখনও অনেক বাকি আছে। যেকোন কিছু হতে পারে। এখান থেকে অনেক কিছু শেখার আছে এবং আরও ম্যাচ খেলতে হবে আমাদের। যদি সেমিতে না যেতে পারি তাহলে পাঁচ বা ছয়ে থেকে শেষ করতে চাই। আমরা দল হিসেবে খেলতে পারছি না, যেটা আমাদের একদম মানাচ্ছে না। তবে ভালভাবে টুর্নামেন্ট্ শেষ করার আশা করছি।’

বাংলাদেশের সেঞ্চুরিয়ান মাহমুদুল্লাহর প্রশংসা করেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক আইডেন মার্করাম। মাহমুদুল্লাহর লড়াই দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলে দিয়েছিল বলে জানান তিনি।

মার্করাম বলেন, ‘শেষের দিকে চাপে থাকলেও সব মিলিয়ে দুর্দান্ত একটি দিন ছিল। ছেলেরা ডেথ ওভারে কঠোর পরিশ্রম করেছে। বিশেষ করে দুর্দান্ত ব্যাটিং করা মাহমুদুল্লাহর বিপক্ষে। আমরা ডেথ ওভারের বোলিং পরিকল্পনা বাস্তবায়নের কথা ভেবেছিলাম। উপরের সারির ছয় খেলোয়াড় কেমন পারফরমেন্স করে সেটিই দেখার বিষয় ছিলো।’

শীর্ষ সংবাদ:
‘এক মাসে বিএনপির ২০ হাজার নেতাকর্মী গ্রেফতার’ বিএনপি একটি অগণতান্ত্রিক তাই তারা নির্বাচনে আসেনা: স্থানীয় সরকার মন্ত্রী আওয়ামী লীগের চিন্তা-চেতনা শুধুই মানুষের উন্নয়নের: মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া মাদক ব্যবসায়ীদের হামলায় ডিবি পুলিশের দুই সদস্য আহত , আটক ৩ আমার কর্মীদের উপর হামলা হলে আমরা ঘড়ে বসে থাকবো না উচিত জাবাব দিব: এমপি সীমা চাকরি পেলেন শ্রমিক আন্দোলনে নিহত জালালের স্ত্রী নৌকার টিকিটে লড়বেন যেসব নারী কোন স্বতন্ত্র মতন্ত্র আমরা চিনি না, মাইরের ওপর কোন ওষধ নাই: ছাত্রলীগ নেতা রিমন রাজনৈতিক অস্থিরতার মধ্যেও স্বাভাবিক ভাবে চলছে পরীক্ষা ও ক্লাস কালাইয়ে ফার্মাসিস্ট দিয়ে চলছে দুই উপ-স্বাস্থ্য কেন্দ্র সাতক্ষীরায় সরসকাটি দাখিল মাদ্রাসায় নিয়োগে বাণিজ্যের টাকা সভাপতির পকেটে গাজীপুরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন এমপি সবুজ গাজীপুরে বাসে আগুন স্বতন্ত্র প্রার্থী হলে এমপি পদ ছাড়তে হবে না: ইসি রাজশাহীতে ককটেল হামলায় দুইজন আহত, তিনজন আটক রাজশাহীর আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, পরিচ্ছন্নকর্মী আহত জয়পুরহাট পিকআপ ভ্যানে আগুন দেওয়ায় আসামী গ্রেফতার মোংলায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে অবস্থানে কর্মসূচি মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক গ্রেফতার ডিবি কার্যালয়ে শামীম ওসমান