জাল দলিল তৈরি করে কবরস্থান বিক্রির পাঁয়তারা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print

রাজশাহী মহানগরীর উপকণ্ঠ কাটাখালী পালপাড়া এলাকায় জাল দলিল সৃষ্টি করে কবরস্থান বিক্রির চেষ্টার অভিযোগ উঠেছে। কাটাখালি পৌরসভার সাবেক কাউন্সিলর আসাদ ও সাবেক ডিজিএফআই কর্মকর্তা আসগর আলী ভুমিগ্রাসী চক্রের যোগসাজশে এই অপকর্মটি হচ্ছে বলে জানিয়েছে এলাকাবাসী।অভিযোগ সূত্রে জানা গেছে, রাজশাহীর পবা উপজেলার কাপাসিয়া মৌজার আরএস দাগ নম্বর- ৩০৬ জমির পরিমাণ- ০.০৯০০ একর কবরস্থানের নামে দান করে যান আঙ্গুরা বিবি নামে একজন নারী। কিন্তু ওই দানকৃত জমির উপরে নজর পড়ে পাশের টাঙ্গন এলাকার কাটাখালী পৌরসভার সাবেক কাউন্সিলর আসাদ এবং সাবেক ডিজিএফআই কর্মকর্তা আজগর আলীর। এলাকাবাসীর ভাষ্য, আজগর আলী ইতিমধ্যেই তাঁর স্ত্রী বিউটি আজগরের নামে একটি ভুয়া দলিল তৈরি করে দিয়েছেন। সেইসঙ্গে ওই জমির শ্রেণি পরিবর্তনের জন্য ২০১৮ সালে একবার গোপনে পবা উপজেলা ভূমি অফিসে আবেদন করেন, যার প্রমাণ সাংবাদকর্মীদের কাছে রয়েছে। তবে ভূমি অফিস সরেজমিনে দেখে তা খারিজ করে দিয়েছে।

আরও পড়ুন— ভুমি কর্মকর্তার ভুমিগ্রাস বন্ধ করলো প্রশাসন

জানা গেছে, প্রায় ৪৮ বছর আগে খতিয়ান নম্বর- ১৫২ , দাগ নম্বর- ৩০৬ জমির পরিমাণ- ৯ শতাংশ কবরস্থান থাকা ওই জমির মালিক ছিলেন আবেদ আলী ও উজির আলি। পরে ওয়ারিশ সূত্রে আরএস খতিয়ানমূলে এই জায়গার মালিকানা পান আঙ্গুরা বিবি। এরপর তিনি কবরস্থানের নামে জায়গাটি দান করে দেন।

বিজ্ঞাপন

জানা গেছে, কাটাখালীর পালপাড়া এলাকার কবরস্থানের এই ৯ শতাংশ জমিকে ভিটা হিসেবে দেখিয়ে ৫৫ লাখ টাকায় বিক্রি করে দিয়েছেন আজগর আলী। স্থানীয়রা জানান, ইতোমধ্যে এই জমির বায়নাস্বরূপ চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সাবেক কাটাখালী পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদের কাছে থেকে ২০ লাখ টাকা নিয়েছেন বলে একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।

এবিষয়ে জানতে চাইলে সাবেক কাউন্সিলর আসাদ ২০ লাখ টাকা বায়নার কথা স্বীকার করে বলেন, ‘হ্যাঁ আজগরের সঙ্গে আমার ২০ লাখ টাকা বায়নাচুক্তি হয়েছে। জমি যে অবস্থায় আছে, সেই অবস্থাতেই ৫৫ লাখ টাকা মূল্যে ক্রয় করেছি। জায়গাটি কবরস্থান, বিষয়টি আপনার কি জানা নেই?’ এমন প্রশ্নে তিনি দাবি করেন, বিষয়টি তাঁর জানা ছিলো না। কবরস্থান বিক্রি সম্পর্কে জানতে চাইলে আজগর আলী দাবি করে বলেন, ‘বিষয়টি মোটেও সত্য না।’ পাশাপাশি তিনি দাবি করে বলেন, কবরস্থান বিক্রির জন্য তিনি কাউন্সিলর আসাদের কাছ থেকে কোনও ধরনের অর্থ নেননি।

আরও পড়ুন— কুয়াকাটায় হোটেল থেকে তরুনীর ঝুলন্ত লাশ উদ্ধার, ম্যানেজারসহ আটক ৪

বিজ্ঞাপন

এ বিষয়ে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লসমী চাকমা বলেন, বিষয়টি সাব রেজিস্ট্রারের বিষয়। তবে এ বিষয়ে যদি কেউ অভিযোগ দেয়, তবে অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

শীর্ষ সংবাদ:
জিটুজি প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন তরান্বিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর অ‌বৈধভা‌বে বালু উ‌ত্তোল‌নের দা‌য়ে দুই বালু ব্যবসায়ীকে ৭লাখ টাকা জরিমানা পটুয়াখালীতে শহীদ সেনা অফিসার হাবিবুর রহমানের পরিবারে “সেনা নিকেতন” এর চাবি হস্তান্তর ছেংগারচর পৌরসভা নির্বাচন -২০২৩ আ’লীগের দলীয় ফরম কিনে জমা দিলেন নাছির উদ্দীন ছেংগারচর পৌরসভা নির্বাচন-২০২৩ দলীয় মনোনয়ন ফরম কিনলেন সেলিম গেজেটে ডিভিএম ডিগ্রির অন্তর্ভুক্তি ও অভিন্ন ডিগ্রি চালুর দাবি শরণখোলায় গাঁজা গাছসহ মাদককারবারি আটক তেল-সার-শ্রমিকের মূল্য বৃদ্ধিতে হিমশিম অবস্থা শরণখোলার চাষিদের ভালুকায় ৪ ডাকাত আটক স্ব-শরীরে সমাবর্তনের দাবিতে ঢাবি উপাচার্যকে স্মারকলিপি প্রদান রাজবাড়ীতে ডিবির অভিযানে চোরাই মোটরসাইকেল সহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে বৃষ্টির জন্য দ্বিতীয় দিনের মত ইসতিসকার নামাদ আদায় ডলার খরচ করে বিএনপি প্রতিনিয়ত সরকারবিরোধী কুৎসা ও বদনাম রটাচ্ছে : ওবায়দুল কাদের শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. ইউনূসের বিচার শুরু ছাত্র সংসদ নির্বাচন চাই সাত কলেজের সাধারণ শিক্ষার্থীরা কুমিল্লা ডিসি অফিসের সম্মেলন কক্ষে হঠাৎ শতাধিক নারীর বিক্ষোভ গলাচিপায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু মির্জগঞ্জে বিশ্ব পরিবেশ দিবসে কলেজ শাখা ছাত্রলীগের বৃক্ষ রোপণ কাউখালীতে মৎস্য কার্ডধারী জেলেদের মধ্যে ছাগল বিতরণ বন্ধ হয়ে গেল পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র