চোখে ক্যান্সারে আক্রান্ত আলিফের পাশে প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ২নম্বর ওয়ার্ড দেওয়ান পাড়ার বাসিন্দা, বাংলাদেশ কৃষি ব্যাংক গোয়ালন্দ বাজার শাখার অবৈতনিক নৈশ প্রহরী মো. ফরহাদ খান ছোট ছেলে মো. আলিফের চোখের রেটিনোব্লাসটোমা (আই ক্যানসার) আক্রান্ত হওয়ায় অর্থনৈতিক সংকটে ভূগছিলেন।

ছেলের চিকিৎসা করাতে গিয়ে ফরহাদের পরিবার অনেকটা নিঃশ্ব হওয়ার পথে। এমন সময় তাঁর পাশে দাড়িয়েছে প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার সদস্যরা।

মো. ফরহাদ খান জানান, তার দুই ছেলে। বড় ছেলের বয়স ৯ বছর। ছোট ছেলে মো. আলিফের বয়স ৪ বছর ২ মাস। প্রায় দুই বছর আগে ছোট ছেলের বাম চোখে সমস্যা দেখা দেয়। স্থানীয়ভাবে চিকিৎসা শেষে তাকে নিয়ে যান ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে চিকিৎসা শেষে উন্নতি না হওয়ায় নিয়ে যান ঢাকার চক্ষু হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে। গত দুই বছরে ছেলের চিকিৎসা করাতে গিয়ে দরিদ্র পরিবারের সন্তান ফরহাদ খান অনেকটা অর্থনৈতিক সঙ্কটে পড়েন। নিজে কাজ করেন কৃষি ব্যাংক গোয়ালন্দ বাজার শাখার নৈশ প্রহরী ও পিয়ন হিসেবে।

বিজ্ঞাপন

নামমাত্র বেতনে তিনি সেখানে কাজ করেন। ইতোমধ্যে ব্যাংক থেকে ঋন নেওয়া থেকে শুরু করে বাড়ির জমি বিক্রি করেছেন। চার লক্ষাধিক টাকার ওপর ছেলের চিকিৎসায় ব্যায় হয়েছে। এখন আর নিজে কুলাতে পারছেন না। ছেলের চিকিৎসায় চিকিৎসকদের পিছনে দৌড়াতে দৌড়াতে নিজের কাজের প্রতিও সময় দিতে পারছেন না। আর কাজ করতে না পারলে যৎসামান্য যা বেতন পান তাও পাবেননা। এমন দুর্দিন চলছে তার পরিবারে।

এ বিষয়টি ফরহাদ খান প্রথম আলোর এ প্রতিবেদকের কাছে তুলে ধরলে বিষয়টি বন্ধুসভার সদস্যদের সামনে উপস্থাপন করা হয়। ইতোমধ্যে তার ছেলের চিকিৎসা করাতে বন্ধুসভার স্থানীয় সদস্যদের পাশাপাশি সৌদি আরব প্রবাসী বন্ধুসভার সদস্য সালমান জেড রাহমান (সোলাইমান) সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। ইতোমধ্যে বন্ধুসভার সদস্যরা মিলে ফরহাদ খানের হাতে তুলে দিয়েছে ১৫ হাজার ৫০০ টাকা।

প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার সভাপতি মুহাম্মদ বাবর আলী ও সাধারণ সম্পাদক মো. শামসুল হক বলেন, আমাদের সাধ্যমতো ফরহাদ খানের এমন বিপদে দাড়াতে পেরেছি। তবে আরো সহযোগিতা করা প্রয়োজন। ফরহাদ খান সকলের সহযোগিতা কামনা করেছেন। কেউ সহযোগিতা করতে চাইলে প্রয়োজনে ফরহাদ খানের নাম্বারঃ-০১৯৫৯-৯৫২৬০৭ (নগদ) ও ০১৭৫৭-৭৭৩৩৫৩ (বিকাশ) এই নাম্বারে টাকা পাঠাতে পারেন।

বিজ্ঞাপন

ফরহাদ খান কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রথম আলো প্রতিনিধি রাশেদ রায়হানের কাছে বিষয়টি তুলে ধরলে বন্ধুসভার সদস্যদের সাথে আলোচনা করে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেন। পরবর্তীতে বন্ধুসভার ফেসবুক পেইজে এ সংক্রান্ত লেখা পোস্ট করলে আরো কয়েকজন সহযোগিতার হাত বাড়ান। গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) দেওয়ান শামীমও সহযোগিতা করেন। আরো অনেকে আশ্বাস্থ্য করেছেন।

বর্তমানে আমার ছেলেকে নিয়ে ঢাকার ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমার ছেলের অবস্থা মোটেও ভালো না। সবাই দোয়া করবেন। আল্লাহপাক যেন আমার আদরের সন্তানকে সুস্থ্য অবস্থায় নিয়ে বাড়ি ফিরে আসতে পারি।

 

আর টাইওস/এসএইচ

শীর্ষ সংবাদ:
শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশুদের টাকা আত্মসাতের অভিযোগ রিক্সা করে বান্ধবীকে নিয়ে বেড়ানোর সময় কুমিল্লায় ভুয়া পুলিশ আটক কাশিমপুর থেকে ফের কেন্দ্রীয় কারাগারে নেওয়া হচ্ছে শামসুজ্জামানকে মেঘনা নদীতে শিল্প–কারখানার বর্জ্যে, মরে ভেসে উঠছে মাছ অবশেষ ট্রেনের টিকিটে সহযাত্রীর নাম বাধ্যতামূলক করেছে বাংলাদেশ রেলওয়ে বিদ্যুৎ খাতে বাড়ছে ডলার সংকট রাজনীতিবিদকে বিয়ে করতে যাচ্ছেন পরিণীতি চোপড়া! শেষ হল ‘জওয়ান’র শ্যুটিং, কবে মুক্তি পাচ্ছে ছবি? যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত থেকে ৮ লাশ উদ্ধার আকিজ গ্রুপে চাকরির সুযোগ, সপ্তাহে ২ দিন ছুটি যশোরে জোড়া খুন স্বাধীনতাকে কটাক্ষ করে সংবাদ পরিবেশনের বিচার দাবি ঢাবি শিক্ষক সমিতি ও এডিটরস গিল্ড’র নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আয়োজনে রোজাদারদের মেহমানখানা বাকৃবিতে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের নতুন কমিটি গঠিত যশোরে মামলা প্রত্যাহারসহ সাংবাদিকের মুক্তির দাবিতে মানববন্ধন বাংলাদেশ হকার্স ইউনিয়নে প্রধানমন্ত্রী বরাবর চিঠি রমজানের শুরুতে কিছু পণ্যের দাম বাড়লেও এখন তা কমে এসেছে: বাণিজ্যমন্ত্রী সিলেট বিএনপির প্যান্ডেল নির্মাণে পুলিশের বাধা রাজবাড়ী সদরে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১ নগরকান্দায় ইউপি চেয়ারম্যান এর বিরুদ্ধে সড়ক নির্মানে অনিয়মের অভিযোগ