রাঙ্গুনিয়ায় বাড়িতে হামলা চালিয়ে গুলি করে যুবককে হত্যা, গ্রেপ্তার-১

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১০নং পদুয়া ইউনিয়নে এনাম হোসেন (৩০) নামের এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে মো. কামাল নামে এক যুবককে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড আজিম নগর মহিষের বাম এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মো. এনাম হোসেন একই ইউনিয়নের আহমেদ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ও দুই সন্তানের জনক।

বিজ্ঞাপন

স্থানীয় ইউপি সদস্য হোসেনুজ্জামান বাচ্চু বলেন, গতকাল রাতে ৫/৬ দুর্বৃত্ত রামদা, চাপাতিসহ ধারালো অস্ত্র নিয়ে এনামের বাড়িতে হামলা চালায়। এসময় তারা ধারালো অস্ত্র দিয়ে এনামকে কোপাতে থাকে।একপর্যায়ে এনাম দৌড়ে পার্শ্ববর্তী এক বাড়িতে ঢুকে খাটের নিচে আশ্রয় নিলে সেখানে গিয়ে দুর্বৃত্তরা তাকে মাথা ও ঘাড়ে দুটি গুলি করে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নিহত এনামের পরিবার জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের কামাল নামের এক যুবকের সাথে তার বিরোধ চলছিল। ওই বিরোধের জেরেই এই ঘটনা ঘটিয়েছে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ইনচার্জ (ওসি) ওবায়দুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ কোন্দল ও পূর্ববিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

বিজ্ঞাপন

গতকাল রাতে সন্দেহজনকভাবে একজনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১টি অস্ত্র উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় দঃ রাঙ্গুনিয়া থানায় একটি হত্যা মামলা হয়েছে। হত্যায় জড়িত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে এনামের মৃত্যুতে দুই সন্তান নিয়ে অসহায় হয়ে পড়েছেন তার স্ত্রী।

শীর্ষ সংবাদ:
বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য নাটকীয়ভাবে বেড়েছে: মার্কিন কমার্শিয়াল কাউন্সিলার ঠাকুরগাঁওয়ে ৩৭৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার এক হাতে দিয়ে জীবন সংগ্রাম করে যাচ্ছে লালমোহনের নয়ন হবিগঞ্জে স্কুল ছাত্রী জেরিন হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদন্ড দক্ষিণাঞ্চলে ৮০ কিমি রোডমার্চ করবে বিএনপি বিশ্ব নেতারা প্রধানমন্ত্রীর কাছ থেকে পরামর্শ নেন : সাইফুজ্জামান জুয়েল চৌধুরী নতুন প্রজন্মকে স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানাতে মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম : স্পিকার বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশের অগ্রাধিকার হচ্ছে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন : উজরা জেয়াকে প্রধানমন্ত্রী ঝিনাইদহে চ্যালেন ২৪ এর জেলা প্রতিনিধি সাদ্দাম সন্ত্রাসী হামলায় আহত, বসতঘর ভাঙচুর আত্মহত্যার দর্শন ও স্বরূপ সন্ধান প্রবল বৃষ্টির মধ্যে জয়পুরহাট-১ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী হাসানুজ্জামান মিঠুর সফল জনসমাবেশ ভূমিহীন মরিয়ম ত্রিশ বছর ধরে স্যানিটারি মিস্ত্রির কাজ করছে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: খাদ্যমন্ত্রী বাজার থেকে আলু উধাও ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু দূর্নীতিবাজ যেই হোক, সে রাজনৈতিক দলের নেতা হতে পারেনা: মহিব্বুর রহমান গোয়ালন্দে অসুস্থ রোগীর চিকিৎসায় এগিয়ে এলেন প্রবাসী হোসাইন সরনজাই কলেজ অধ্যক্ষ ইমারতের বিরুদ্ধে অভিযোগের পাহাড় ডেঙ্গু আক্রান্ত হয়ে আ’লীগ নেত্রীর মৃত্যু