ঘাটে চাপ বেড়েছে ঘরমুখো মানুষের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print

প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে শুরু হয়ে গেছে ঘরমুখো মানুষের যাত্রা। এতে চাপ বেড়েছে রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে।

সরজমিনে বুধবার (৬ জুলাই) সকাল থেকে দৌলতদিয়া ঘাটে ঘুরমুখো যাত্রী ও ব্যাক্তিগত যানবাহনের চাপ লক্ষ্য করা গেছে। তবে ভারী যানবাহনের তুলনায় ছোট গাড়ির সংখ্যাই বেশি। এরমধ্যে মোটরসাইকেল আরোহীর সংখ্যা অধিকাংশই। ভোগান্তি এড়াতে অনেকেই আগেভাগে বাড়ি যাচ্ছেন। এছাড়া স্কুল ছুটি হওয়ায় স্ত্রী সন্তানদেরও কেউ কেউ বাড়ি পাঠিয়ে দিচ্ছেন।

ঘাট সংশ্লিষ্টরা জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে মোট ২১টি ফেরির মধ্যে আজ ১৮ টি ছোট-বড় ফেরি সচল রয়েছে। বাকি ৩টি ফেরি শাহআলী, মতিউর ও বনলতা পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতিতে মেরামতে রয়েছে। এদিকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ঘাট প্রান্তে ফেরি পারের জন্য ঢাকাগামী যানবাহনের কোন সিরিয়াল নেই। যেগুলো নদী পারের জন্য আসছে তারা সরাসরি ফেরিতে উঠতে পারছে। আরো জানা যায়, আজ বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ৬ ঘন্টায় দৌলতদিয়া ঘাট থেকে ফেরিগুলো যাত্রীবাহী বাস ১১০টি, পণ্যবাহী ট্রাক ৪০০টি ও ছোট ২২০ টি মোট ৭৩০টি যানবাহন নিয়ে পাটুরিয়া ঘাটে গেছে।

বিজ্ঞাপন

দৌলতদিয়া ৫ নং ফেরিঘাটে কথা হয় যশোরগামী মোটরসাইকেল আরোহী সুলতান মাহমুদের সাথে তিনি বলেন, ঈদের সাতদিন মহাসড়কে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। তাই আজ ভোরেই উত্তরা থেকে বাড়ির উদ্দেশ্যে বের হয়েছি। আবার ঈদ শেষে কর্মস্থলে ফিরব।

পরিবার নিয়ে ফেরি পার হয়ে আসা কুষ্টিয়াগামী যাত্রী ফয়সাল হোসেন বলেন, ঈদ বাড়িতে করবো বিধায় ছেলে সন্তান ও স্ত্রীকে নিয়ে আগেই রওনা হয়েছি। পথে কোন সমস্যা হয়নি। গাবতলী থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত সড়ক ফাঁকাই ছিলো। বাকি পথটুকু ভালোমতে যেতে পারলেই হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান জানান, আসন্ন কোরবানীর ঈদ কে সামনে রেখে মানুষের যাত্রা নির্বিগ্ন করতে আমরা সর্বক্ষনিক কাজ করছি। বর্তমানে এ নৌরুটে ২১ ফেরির মধ্যে ১৮ টি ছোট-বড় ফেরি চলাচল করছে। বাকি ৩টি ফেরি পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতিতে মেরামতে রয়েছে। আশা করছি আগামী শুক্রবার থেকে ২১টি ফেরিই চলাচল করবে।

বিজ্ঞাপন

 

আর টাইমস/ আসমা

শীর্ষ সংবাদ:
তানোরে অবৈধ মটরে ফের বিদ্যুৎ সংযোগ তত্বাবধায়ক সরকার ছাড়া আর কোনো নির্বাচন হতে দেওয়া হবেনা: অধ্যাপক শাহজাহান মিয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ আটক কলাপাড়ায় বিস্তৃত মাঠ জুড়ে সূর্যমুখী ফুলের সমারোহ পাবনার ঈশ্বরদীতে নদীতে ডুবে শ্রমিকের মৃত্যু যশোরে বিএনপির অবস্থান ধর্মঘট জাতির পিতা ক্রীড়াপ্রেমী ছিলেন: এমপি বাবু এ সরকারের আমলে সাংবাদিকরাও নিরাপদে নেই: মোস্তাক মিয়া মাদারীপুরে গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামীর বসতঘরে ভাঙচুর ও লুটপাট সরকারকে হেয় করতে প্রথম আলো ও বিএনপি পরিপূরক হিসেবে কাজ করছে : ওবায়দুল কাদের শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশুদের টাকা আত্মসাতের অভিযোগ রিক্সা করে বান্ধবীকে নিয়ে বেড়ানোর সময় কুমিল্লায় ভুয়া পুলিশ আটক কাশিমপুর থেকে ফের কেন্দ্রীয় কারাগারে নেওয়া হচ্ছে শামসুজ্জামানকে মেঘনা নদীতে শিল্প–কারখানার বর্জ্যে, মরে ভেসে উঠছে মাছ অবশেষ ট্রেনের টিকিটে সহযাত্রীর নাম বাধ্যতামূলক করেছে বাংলাদেশ রেলওয়ে বিদ্যুৎ খাতে বাড়ছে ডলার সংকট রাজনীতিবিদকে বিয়ে করতে যাচ্ছেন পরিণীতি চোপড়া! শেষ হল ‘জওয়ান’র শ্যুটিং, কবে মুক্তি পাচ্ছে ছবি? যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত থেকে ৮ লাশ উদ্ধার আকিজ গ্রুপে চাকরির সুযোগ, সপ্তাহে ২ দিন ছুটি