গো-খাদ্যের দাম বেশির কারণে লাভ নিয়ে সংশয়ে খামারিরা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print

গো-খাদ্যের দাম বেশির কারণে গরু-ছাগল লালন-পালনে খরচ বেশি পড়ায় বিক্রিত দাম ও লাভ নিয়ে দুশ্চিন্তা ও সংশয়ে আছেন রাজধানীর অতি কাছের মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পারিবারিকভাবে পশু পালনকারীসহ খামারিরা।

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে গবাদিপশু সমৃদ্ধ এ অঞ্চলে প্রায় ২৫ হাজার পশু কোরবানির জন্য প্রস্তুত করেছেন ছোট বড় খামারিরা।

উপজেলা প্রাণীসম্পদ অফিসের তথ্যমতে, উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় তালিকাভূক্ত ৩শত ৭৪ জন বানিজ্যিক খামারি, প্রান্তিক কৃষক ও মওসুমী ব্যবসায়ীসহ প্রায় ১১‘শ খামারে গরু-ছাগল পালন করা হচ্ছে।

বিজ্ঞাপন

বানিজ্যিক খামারে ১৬ হাজার ৭শত গরু-ছাগল মোটাতাজা করছেন। এর মধ্যে গরু ৯ হাজার ৫’শত, মহিষ ২৫ টি, ছাগল ৭ হাজার ৮২টি ও ভেড়া ৯৩টি।

এছাড়াও প্রান্তিক কৃষক ও মওসুমী বেপারী পর্যায়ের সব মিলে প্রায় ২৫ হাজারের অধিক পশু কোরবানীর জন্য প্রস্তুত রয়েছে। এ উপজেলার প্রায় ৮০ ভাগ গরুই দেশি জাতের। এ ছাড়া শংকর জাত যেমন- রেড চিটাগাং, ক্যাটেল শাহিয়াল, ফ্রিজিয়ান ও জার্সি মিলিয়ে রয়েছে ২০ ভাগ।

এবছর ভারতীয় গরু কিংবা বড় ধরনের প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে ভাল দাম পাবার আশা করলেও চলমান গো-খাদ্য মূলের উর্ধ্বগতির কারণে পশু পালনকারীরা চরম হতাশায় ভুগছেন।

বিজ্ঞাপন

সরেজমিন ঘুরে ও খামারিদের সাথে কথা বলে জানা যায়, গত কয়েক সপ্তাহের ব্যবধানে উপজেলার বিভিন্ন বাজারে সব ধরনের ভুসি, চিটাগুড়, ভুট্টাভাঙা, ফিড, খুদ, খৈলসহ সবুজ ঘাসের দাম বেড়েছে।

গো-খাদ্যের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় উপজেলায় দুধ উৎপাদন ও পশু মোটাতাজাকরণে ব্যয় বেড়েছে খামারিদের।

ঈদ যতই এগিয়ে আসছে গো-খাদ্যের দাম ততই বাড়ছে। এতে খামারিদের খরচও বাড়ছে। ফলে গবাদি পশু পালনে হিমশিম খেতে হচ্ছে খামারিদের। খামারি ছাড়াও কৃষকেরা বাড়তি আয়ের জন্য অধিকাংশ বাড়িতেই গরু-ছাগল লালনপালন করে থাকেন।

কিছু দিন আগেও যে গমের ভুসি ১ হাজার ৮৫০ টাকা ছিল তা এখন বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪’শত টাকায়। খৈল ২ হাজার ৮০০ টাকা থেকে বেড়ে হয়েছে ৩ হাজার ৩’শত টাকা।

এ ছাড়া দাম বৃদ্ধির তালিকায় রয়েছে চিটাগুড়, ভুট্টাভাঙা, ফিড, খুদ, খৈলসহ সবুজ ঘাস। সকল খাদ্যেই কেজি প্রতি প্রায় ১০-১৫ টাকা বৃদ্ধি পেয়েছে।

খামারিরা জানান, গো-খাদ্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় পরিমাণ মতো খাদ্যের যোগান দিতে না পেরে গবাদিপশুর খাবার কমিয়ে দিয়েছেন।

এতদিন ভালো চললেও গো-খাদ্যের দাম বৃদ্ধির ফলে আর্থিক সংকটের মুখে পড়েছেন তারা। এজন্য সরকারের কাছে সহযোগীতাও চান তারা। অন্যথায় বন্ধ হয়ে যেতে পারে এ এলাকার অধিকাংশ গবাদিপশুর খামার।

হাটবাজারের তথ্যানুযায়ী , সিংগাইর উপজেলায় স্থায়ীভাবে ৫ টি হাটে গবাদি পশু বেচাকেনা হয়। স্থানীয়রা জানিয়েছেন, দূর-দুরান্ত থেকেও ক্রেতারা এ উপজেলায় এসে স্থানীয় হাট-বাজার ছাড়াও খামার থেকে গরু ক্রয় করে নিয়ে যান। উপজেলার হাটগুলোর মধ্যে বায়রা, সিংগাইর, জয়মন্টপ, সিরাজপুর ও মানিকনগর হাট উল্লেখযোগ্য।

এ ব্যাপারে সিংগাইর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ফারুক আহাম্মদ বলেন, আমি যতটুকু জানি এ এলাকায় গবাদিপশুর গুনগত মান ভালো। কৃত্রিম উপায়ে না করে প্রাকৃতিক উপায়ে মোটাতাজাকরণ করা হয়।

বাজারে গো-খাদ্যের দাম অনেক বেশি হওয়ায় অধিকাংশ খামারিরা বিপাকে পড়েছেন। এতে যারা গরু, ছাগল মোটাতাজা করেছেন তাদের আর্থিক ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। এজন্য গবাদিপশু পালনকারী ও খামারিদের দানাদার খাবারের উপর চাপ কমিয়ে ঘাস উৎপাদনের দিকে মনোযোগ বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।

 

আর টাইমস/ এসএইচ

শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন ফরম ক্রয় করলেন জুয়েল ঠাকুরগাঁও ১ আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র নিলেন যুব মহিলালীগের নেত্রী তাহমিনা ৩০ ফিলিস্তিনির মুক্তি, হামাস ছাড়ল ১২ জনকে বুধবার ইসির সঙ্গে বৈঠকে বসবে ইইউ নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে: মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সুনামগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড সংসদ নির্বাচন পেছাতে লিগ্যাল নোটিশ আমতলীতে মাদক সেবনে বাঁধা দেওয়ায় কুপিয়ে জখম আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবারও বিজয়ী হবে : পররাষ্ট্রমন্ত্রী ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষ, আহত ৩  সাতক্ষীরায় প্রতারণা, জালিয়াতি  আত্মসাৎতের  মামলায় সাবেক অধ্যক্ষ  কারাগারে টানেলে আটকা ৪১ শ্রমিককে উদ্ধার কিছুক্ষণের মধ্যে বকশীগঞ্জে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু শারীরিক শিক্ষা কেবল দৈহিক নয় বঙ্গবন্ধু সরকারি কলেজের এইচএসসি পরীক্ষায় ৭৫ জনের ৭৩ জনই ফেল নওগাঁয় রাস্তার পাশ থেকে যুবতীর মরদেহ উদ্ধার নরসিংদী ৪: স্বতন্ত্র লড়বেন মনোহরদী উপজেলা চেযারম্যান বীর বরগুনা -১ আসনের নৌকার প্রার্থী এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শমভু এমপিকে সংবর্ধনা! সোহরাওয়ার্দী কলেজে উচ্চমাধ্যমিকের ফলাফলে বিপর্যয়, জিপিএ-৫ পেয়েছে মাত্র ৮ জন গৌরীপুরে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন ডাঃ আকাশ