রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার সাড়ে ৫৪ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) দুপুর ১২টার দিকে পৌরসভা মিলনায়তনে ২০২২-২০২৩ অর্থবছরে বাজেট ঘোষণা করেন মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল।
বাজেটে মোট রাজস্ব আয়, উন্নয়ন ব্যয় এবং মূলধন আয় মিলে সর্বমোট ৫৫কোটি, ৫৪ লাখ, ৮৪হাজার, ৯৭১ টাকা ঘোষণা করা হয়।
পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বাজেটের বিস্তারিত তথ্য তুলে ধরেন। এতে মোট রাজস্ব আয় ৩ কোটি ৯৯ লাখ ৮৫ হাজার ৩২৫ টাকা, ব্যায় হিসেবে ৩ কোটি ৮৭ লাখ, ৩০ হাজার। রাজস্ব উদ্বৃত্ত দেখানো হয়েছে ১২ লাখ ৫৫ হাজার ৩২৫ টাকা।
এছাড়া প্রকল্পসহ উন্নয়ন আয় ধরা হয়েছে ৫১ কোটি, ১৫ লাখ, ১০ হাজার ৭ টাকা, ব্যায় ধরা হয়েছে ৫১ কোটি ১৩ লাখ ৫০ হাজার টাকা। উন্নয়ন উদ্বৃত্ত দেখানো হয়েছে ১ লাখ ৬০ হাজার ৭ টাকা।
প্রস্তাবিত বাজেটের মূলধন থেকে আয় দেখানো হয়েছে ৩৯ লাখ ৮৯ হাজার ৬৩৯ টাকা। মূলধন ব্যয় হিসেবে ধরা হয়েছে ২৫ লাখ টাকা। মূলধন উদ্ধৃত্ত দেখানো হয়েছে ১৪ লাখ ৮৯ হাজার ৬৩৯ টাকা।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গোয়ালন্দ পৌরসভার নির্বাহী প্রকৌশলী ফেরদাউস আলম, গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার, সাবেক অধ্যাক্ষ খন্দকার আব্দুল মহিত হীরা, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ,
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইউনুস মোল্লা, বিশিষ্ঠ ব্যবসায়ী মো. আলাউদ্দিন মোল্লা, পৌরসভার প্যানেল মেয়র মো. নাসির উদ্দিন রনি প্রমুখ।
বাজেট ঘোষণা কালে গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম বলেন, ‘এই বাজেট আগামী দিনের শহর উন্নয়ন, শিক্ষার মান উন্নয়ন ও সম্প্রসারণ এবং নাগরিক সেবার মান বৃদ্ধির মাধ্যমে জনগণের আশা-আকাঙ্খা পূরণের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভুমিকা রাখবে।’ আমি সকলের সহযোগীতা কামনা করছি।