গোয়ালন্দ পৌরসভার সাড়ে ৫৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার সাড়ে ৫৪ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) দুপুর ১২টার দিকে পৌরসভা মিলনায়তনে ২০২২-২০২৩ অর্থবছরে বাজেট ঘোষণা করেন মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল।

বাজেটে মোট রাজস্ব আয়, উন্নয়ন ব্যয় এবং মূলধন আয় মিলে সর্বমোট ৫৫কোটি, ৫৪ লাখ, ৮৪হাজার, ৯৭১ টাকা ঘোষণা করা হয়।

পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বাজেটের বিস্তারিত তথ্য তুলে ধরেন। এতে মোট রাজস্ব আয় ৩ কোটি ৯৯ লাখ ৮৫ হাজার ৩২৫ টাকা, ব্যায় হিসেবে ৩ কোটি ৮৭ লাখ, ৩০ হাজার। রাজস্ব উদ্বৃত্ত দেখানো হয়েছে ১২ লাখ ৫৫ হাজার ৩২৫ টাকা।

বিজ্ঞাপন

এছাড়া প্রকল্পসহ উন্নয়ন আয় ধরা হয়েছে ৫১ কোটি, ১৫ লাখ, ১০ হাজার ৭ টাকা, ব্যায় ধরা হয়েছে ৫১ কোটি ১৩ লাখ ৫০ হাজার টাকা। উন্নয়ন উদ্বৃত্ত দেখানো হয়েছে ১ লাখ ৬০ হাজার ৭ টাকা।

প্রস্তাবিত বাজেটের মূলধন থেকে আয় দেখানো হয়েছে ৩৯ লাখ ৮৯ হাজার ৬৩৯ টাকা। মূলধন ব্যয় হিসেবে ধরা হয়েছে ২৫ লাখ টাকা। মূলধন উদ্ধৃত্ত দেখানো হয়েছে ১৪ লাখ ৮৯ হাজার ৬৩৯ টাকা।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গোয়ালন্দ পৌরসভার নির্বাহী প্রকৌশলী ফেরদাউস আলম, গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার, সাবেক অধ্যাক্ষ খন্দকার আব্দুল মহিত হীরা, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ,

বিজ্ঞাপন

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইউনুস মোল্লা, বিশিষ্ঠ ব্যবসায়ী মো. আলাউদ্দিন মোল্লা, পৌরসভার প্যানেল মেয়র মো. নাসির উদ্দিন রনি প্রমুখ।

বাজেট ঘোষণা কালে গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম বলেন, ‘এই বাজেট আগামী দিনের শহর উন্নয়ন, শিক্ষার মান উন্নয়ন ও সম্প্রসারণ এবং নাগরিক সেবার মান বৃদ্ধির মাধ্যমে জনগণের আশা-আকাঙ্খা পূরণের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভুমিকা রাখবে।’ আমি সকলের সহযোগীতা কামনা করছি।

শীর্ষ সংবাদ:
বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য নাটকীয়ভাবে বেড়েছে: মার্কিন কমার্শিয়াল কাউন্সিলার ঠাকুরগাঁওয়ে ৩৭৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার এক হাতে দিয়ে জীবন সংগ্রাম করে যাচ্ছে লালমোহনের নয়ন হবিগঞ্জে স্কুল ছাত্রী জেরিন হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদন্ড দক্ষিণাঞ্চলে ৮০ কিমি রোডমার্চ করবে বিএনপি বিশ্ব নেতারা প্রধানমন্ত্রীর কাছ থেকে পরামর্শ নেন : সাইফুজ্জামান জুয়েল চৌধুরী নতুন প্রজন্মকে স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানাতে মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম : স্পিকার বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশের অগ্রাধিকার হচ্ছে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন : উজরা জেয়াকে প্রধানমন্ত্রী ঝিনাইদহে চ্যালেন ২৪ এর জেলা প্রতিনিধি সাদ্দাম সন্ত্রাসী হামলায় আহত, বসতঘর ভাঙচুর আত্মহত্যার দর্শন ও স্বরূপ সন্ধান প্রবল বৃষ্টির মধ্যে জয়পুরহাট-১ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী হাসানুজ্জামান মিঠুর সফল জনসমাবেশ ভূমিহীন মরিয়ম ত্রিশ বছর ধরে স্যানিটারি মিস্ত্রির কাজ করছে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: খাদ্যমন্ত্রী বাজার থেকে আলু উধাও ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু দূর্নীতিবাজ যেই হোক, সে রাজনৈতিক দলের নেতা হতে পারেনা: মহিব্বুর রহমান গোয়ালন্দে অসুস্থ রোগীর চিকিৎসায় এগিয়ে এলেন প্রবাসী হোসাইন সরনজাই কলেজ অধ্যক্ষ ইমারতের বিরুদ্ধে অভিযোগের পাহাড় ডেঙ্গু আক্রান্ত হয়ে আ’লীগ নেত্রীর মৃত্যু