গুরুদাসপুরে মাদক দ্রব্যের অপব্যবহার রোধে দিনব্যাপী কর্মশালা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print

“মুজিব বর্ষের অঙ্গিকার মাদক করবো পরিহার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে মাদক দ্রব্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রনয়নে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মাদক থেকে দূরে থাকতে ওই কর্মশালায় অংশগ্রহণকারী সকলকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তমাল হোসেন।

বুধবার (২৯ জুন) গুরুদাসপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তমাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নাটোর মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিচালক মোঃ লুৎফর রহমান, গুরুদাসপুর পৌর মেয়র মোঃ শাহনেওয়াজ আলী মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার লিপি, গুরুদাসপুর থানার সাব ইন্সপেক্টর হাফিজুর রহমান প্রমুখ্য। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সহকারী প্রগ্রামার জহির আব্বাস।

বিজ্ঞাপন

কর্মশালায় বক্তারা বলেন, তৃর্ণমুল থেকেই মাদককে নির্মুল করতে হবে। এ জন্য সুধি মহল, জনপ্রতিনিধি ও প্রশাসন একত্রে কাজ করতে হবে। দেশকে ভালো বেসে দেশের জন্য কাজ করতে হবে।

নতুন প্রজন্মকে বাঁচাতে হবে তাহলেই আগামীতে দেশ হবে উন্নত। একথা মাথায় রেখেই আগামীতে মাদক দমনে ব্যবহৃত হবে অত্যাধুনিক সফ্টওয়ার,যা ব্যবহার করে অতিদ্রুত উর্ব্ধতন কর্মকর্তাদের অবগত করা যাবে।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন ও পৌরসভার জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:
কুমিল্লায় রোডমার্চকে কেন্দ্র করে উজ্জীবিত জেলা বিএনপি গুরুদাসপুরে গৃহবধূ সিমা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার আমতলীতে ৪টি মহিষ চুরি জবি কোষাধ্যক্ষকে দ্বিতীয় মেয়াদে নিয়োগ না দিতে শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন পুলিশের বিরুদ্ধে অভিযোগ কারায় প্রাণ গেলো আওয়ামী লীগ নেতার মাধবপুরে ৮ জুয়ারি গ্রেফতার পায়র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত, মাছ ধরার ট্রলার নিয়ে জেলেরা নিরাপদে পারিবারিক কলহের জেরে অন্তঃসত্ত্বা নববধূর আত্মহত্যা সিলেটের গোলাপগঞ্জ থানার ৫ কর্মকর্তার উপর সাধারণ মানুষের ক্ষোভ,বদলীর দাবী শেরপুরে আগাম জাতের আমন ধান কর্তন রাবির ভর্তি পরীক্ষায় প্রক্সিকাণ্ডের হোতা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার খালেদা জিয়ার থাকার কথা কারাগারে : তথ্যমন্ত্রী কী এমন করেছি যে আমাদের ওপর আস্থা আনা যাচ্ছে না: ইসি রাশেদা নির্বাচন নিয়ে শংকার কিছু নেই, সংবিধান অনুযায়ী যথাসময়েই নির্বাচন হবে: হানিফ বকশীগ‌ঞ্জে এক নারীর তিন সন্তান প্রসব নিয়ামতপুরে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ বিতরণ ঝিনাইদহে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত টানা ১৬ দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি পুলিশ হেফাজতে দুদকের সাবেক উপপরিচালকের মৃত্যু, স্বজনদের দাবি হত্যা