কলম্বিয়ার কারাগারে দাঙ্গার মধ্যে আগুন, নিহত ৪৯

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print

কলম্বিয়ায় একটি কারাগারে দাঙ্গার সময় আগুন লেগে অন্তত ৪৯ কয়েদি নিহত হয়েছেন। আহত হয়েছেন কারারক্ষীসহ অন্তত ৩০ জন।

কারা কর্তৃপক্ষের বরাত দিয়ে বুধবার এ খবর দিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার প্রথম প্রহরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় টুলুয়া কারগারে কয়েদিদের মধ্যে দাঙ্গার সূত্রপাত হয়।

দাঙ্গার সুযোগে কয়েদিরা পালিয়ে যাওয়ার ফঁন্দি করেছিল। কারারক্ষীরা যাতে এতে বাধা দিতে না পারে, সেজন্য কয়েদিরা একপর্যায়ে ম্যাট্রেসে আগুন লাগিয়ে দেয়। এরপর সেই আগুন ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

কারাগারের যে ওয়ার্ডে আগুন লাগানো হয়েছিল, সেখানে ১৮০ জন কয়েদি ছিলেন। এ ঘটনার সুযোগে কেউ পালাতে পারেনি বলে কারাগারের কর্মকর্তারা জানিয়েছেন।

আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিস তৎপর হয়, বেশ কিছু অ্যাম্বুলেন্সে করে আহতদের সরিয়ে নিতে দেখা যায়।

কলম্বিয়ার কারা কর্তৃপক্ষের প্রধান টিটো কাস্তেলানোস বলেন, কিছু কয়েদি ম্যাট্রেসে আগুন দেওয়ায় ওই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়, এটা যে তাদেরই বিপদে ফেলবে, সেটা তারা বিবেচনা করেনি।

বিজ্ঞাপন

পর্তুগাল সফরে থাকা কলম্বিয়ার বিদায়ী প্রেসিডেন্ট ইভান দুকে এই প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। কীভাবে এই ভয়াবহ পরিস্থিতির তৈরি হল, তা খুঁজে বের করতে তদন্তেরও নির্দেশ দিয়েছেন তিনি।

লাতিন আমেরিকার বেশিরভাগ দেশের মত কলম্বিয়ার কারাগারগুলোতেও ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি বন্দি রাখা হয়। সারা দেশে ১৩২টি কারাগারের ধারণ ক্ষমতা যেখানে ৮০ হাজার, সেখানে বন্দি আছেন ১ লাখ ১২ হাজারের বেশি মানুষ।

সূত্র: বিবিসি

শীর্ষ সংবাদ:
সিঙ্গাইরে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা যশোরে বিচারের দাবীতে আত্মহত্যাকারী শিক্ষার্থীর লাশ নিয়ে মিছিল দেশে ২০ ভাগ অকাল মৃত্যুর কারণ বায়ু দূষণ : বিশ্ব ব্যাংক বীজ দেওয়া হবে, সার দেওয়া হবেনা- পাট কর্মকর্তা মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গোয়ালন্দ বন্ধুসভার চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনা ঘটলেই তড়িঘড়ি করে সড়ক সংস্কারে সওজ বাগেরহাটে যৌতুকের দাবীতে গৃহবধুকে নির্যাতনের অভিযোগ কালীগঞ্জে বিএনপি’র ১৭ নেতাকর্মীর জামিন সিলেটের যুবলীগ নেতা শামীম, বিধবা মহিলাকে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যার হুমকি গ্রাহকদের অর্ধকোটি টাকা নিয়ে উধাও ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট শাখা দেবিদ্বারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দাম কমলেও ব্যবসায়ীরা বেশি দামেই বিক্রি করছেন ব্রয়লার মুরগি যশোরে আবারও গোপন লেদ থেকে পিস্তলসহ অস্ত্র তৈরির সরঞ্জাম ও মিস্ত্রি গ্রেফতার নরসিংদীতে ডাকাতির প্রস্তুতির সময় গ্রেপ্তার ৩ পদ দিতে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে টাকা দাবির অভিযোগ, অডিও ভাইরাল অক্টোবর-নভেম্বরে জবির দ্বিতীয় সমাবর্তনের আশ্বাস তালন্দ কলেজ অধ্যক্ষ আদালতের আদেশ মানছেন না সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো স্বামী-স্ত্রীর , আহত মেয়ে নাতিসহ ৩ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন ও গুণীজন সংবর্ধনা রমজানে পর্যটক শূন্য কুয়াকাটা