কচুয়া এপির মাধ্যমে হতদরিদ্র ৮৬ পরিবার পেলো পানির ট্যাংক

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিভিন্ন এলাকায় হতদরিদ্র পরিবারের জীবন মান উন্নয়ন সহ বিভিন্ন পর্যায়ে কাজ করে যাচ্ছে নিরলস ভাবে।যার ধারাবাহিকতায় দেশের বিভিন্ন এলাকার মতো বাগেরহাট জেলায় কয়েকটি এরিয়া প্রোগ্রামের মাধ্যমে দীর্ঘ সময় ধরে তাদের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে।

সংস্থাটি আজ বাগেরহাটের কচুয়া এপির মাধ্যমে রাড়িপাড়া ইউনিয়নের ৮৬ জন হতদরিদ্র পরিবারের মাঝে নিরাপদ বৃষ্টির পানি সংরক্ষণ করে ব্যাবহারের জন্য প্রতিজনকে ১ হাজার লিটারের একটি করে আর.এফ.এল-সেরা প্লাস্টিকের পানির ট্যাংক বিনামূল্যে প্রদান করেন।বিগত বছরে কচুয়া এপির মাধ্যমে প্রায় হাজারের পরিবারের মাঝে এ ধরনের সহায়তা প্রদান করেছে।

১৩ জুলাই(বুধবার) বিতরণ কার্যক্রমে বক্তব্য দেন কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার,উপজেলা নির্বাহী কর্মকর্তা জীনাত মহল,মহিলা ভাইস চেয়ারম্যান তাছলিমা বেগম,রাড়িপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নাজমা আক্তার,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কচুয়া এপির ম্যানেজার তপন কুমার মন্ডল।

বিজ্ঞাপন

এছাড়াও উপস্থিত ছিলেন এপির প্রোগ্রাম অফিসার বিপ্লব মন্ডল,কল্লোল বেনজামিন দাস,শিউলি কস্তা,রিপন হালদার,সমর হালদার,পলাস রঞ্জন সরকার প্রমুখ।

সংস্থাটি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সাথে অংশীদারিত্বের ভিত্তিতে সমাজের হতদরিদ্র পরিবার এবং তাদের শিশুদের সহায়তা করে তাদের জীবন-মানন্নোয়ন এবং দারিদ্রতা দূরীকরনে এ পর্যন্ত অসংখ্য অবদান রেখেছে।বাগেরহাটের কচুয়া এপির পক্ষ থেকে এলাকার হত দরিদ্র পরিবারের মাঝে ইতিপূর্বে বাছুর সহ গাভী,বকনা বাছুর,চা ও মুদি মালামাল,সেলাই কাজের জন্য সিট কাপড়,সেলুনের কাজের মালামাল,খুদ্রকুটির শিল্পের জন্য বাশ ও বেত, উন্নত জাতের হাসঁ,সেলাই মেশিন,সৌর চালিত পিএসএফ,স্বাস্থ্য সম্মত বাথরুম,সবজি ও ধান বীজ, শিশুদের শিক্ষা উপকরণ প্রদান সহ বিভিন্ন ধরনের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি সহ অসংখ্য উন্নয়ন মুখী কাজ করেছে এবং বর্তমানেও অব্যাহত আছে।

সংস্থাটির সম্পর্কে সংক্ষেপে জানাযায়,২য় বিশ্বযুদ্ধের সময়কালে ১৯৫০ সালে ড. বব পিয়ার্স(অনাথ)এটি প্রতিষ্ঠা করেন।ধিরে ধিরে ওয়ার্ল্ড ভিশন আজ বিশ্বের শতাধিক দেশে সেবা দিচ্ছে। ১৯৭০ সালে ওয়ার্ল্ড ভিশন দেশের দক্ষিণাঞ্চলের জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে জরুরী ত্রাণসামগ্রী বিতরণ করে। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ভারতে আশ্রয় নেয়া শরনার্থীদের জরুরী ত্রাণ সহায়তা দেয়। ১৯৭২ সালে ওয়ার্ল্ড ভিশন যুদ্ধ-বিদ্ধস্ত বাংলাদেশকে পুর্নগঠন করার জন্য নেত্রকোনা জেলার বিরিশিরির দুর্গাপুরে কার্যক্রম শুরু করে।

বিজ্ঞাপন

সংস্থাটি সরকারের এনজিও ব্যুরো কর্তৃক নিবন্ধিত। সাম্প্রতিক সময়ে ওয়ার্ল্ড ভিশন দারিদ্রের মূল কারণগুলি সনাক্ত করে সমাজের হতদরিদ্র এবং সবচেয়ে অবহেলিত বিশেষ করে পিছিয়ে থাকা সমাজ, পথশিশু, কর্মজীবি শিশু, আদিবাসী ও সমাজের নিগৃহীত শিশুদের জীবন ও জীবিকার উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ সংস্থাটি বিভিন্ন অংশীদার, বিশেষ করে সরকার এবং সুশীল সমাজের সাথে কাজ করে। এছাড়া দুর্যোগে দ্রুত সাড়া দেয় এবং দূর্যোগ কবলিত জনগণ বিশেষ করে শিশুদের জীবন রক্ষা, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিতকরণে কাজ করে।

শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁওয়ে ৩৭৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার এক হাতে দিয়ে জীবন সংগ্রাম করে যাচ্ছে লালমোহনের নয়ন হবিগঞ্জে স্কুল ছাত্রী জেরিন হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদন্ড দক্ষিণাঞ্চলে ৮০ কিমি রোডমার্চ করবে বিএনপি বিশ্ব নেতারা প্রধানমন্ত্রীর কাছ থেকে পরামর্শ নেন : সাইফুজ্জামান জুয়েল চৌধুরী নতুন প্রজন্মকে স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানাতে মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম : স্পিকার বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশের অগ্রাধিকার হচ্ছে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন : উজরা জেয়াকে প্রধানমন্ত্রী ঝিনাইদহে চ্যালেন ২৪ এর জেলা প্রতিনিধি সাদ্দাম সন্ত্রাসী হামলায় আহত, বসতঘর ভাঙচুর আত্মহত্যার দর্শন ও স্বরূপ সন্ধান প্রবল বৃষ্টির মধ্যে জয়পুরহাট-১ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী হাসানুজ্জামান মিঠুর সফল জনসমাবেশ ভূমিহীন মরিয়ম ত্রিশ বছর ধরে স্যানিটারি মিস্ত্রির কাজ করছে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: খাদ্যমন্ত্রী বাজার থেকে আলু উধাও ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু দূর্নীতিবাজ যেই হোক, সে রাজনৈতিক দলের নেতা হতে পারেনা: মহিব্বুর রহমান গোয়ালন্দে অসুস্থ রোগীর চিকিৎসায় এগিয়ে এলেন প্রবাসী হোসাইন সরনজাই কলেজ অধ্যক্ষ ইমারতের বিরুদ্ধে অভিযোগের পাহাড় ডেঙ্গু আক্রান্ত হয়ে আ’লীগ নেত্রীর মৃত্যু সবজির বাজারে আগুন, বাড়তি ফার্মের মুরগির দামও