এই দেশের মাটি,
খাঁটি সোনার চাইতে খাঁটি।
সবুজ শ্যামল সোনার দেশ,আমার দেশ বাংলাদেশ।
এই দেশের মা
টি – জলে,
এই দেশেরই ফুলে- ফলে।
এই দেশেরই সবুজ ছায়ায়,
পড়েছি যে তাঁর মায়ায় মায়ায়।
যেখানেই দৃষ্টি রাখি
সেখানেই দেখতে পাই প্রকৃতির মেলা,
চারিদিকে রঙ- বেরঙের খেলা।
যেখানেই অঙ্গ রাখি
সেখানেই শীতল- পাটি।
হচ্ছে দিবা- রাত্রি।
পাহাড় তাঁকে আড়াল করে,
সাগরে সে ধোঁয়ায় মাটি।
এই দেশের মাটিতে,
জড়িয়ে রেখেছে আমারে
ভালোবাসার চাদরে।
এই দেশের মাটিতে
যতদূর চোখ যায়
ভুলতে পারি না তারে।
মনে পড়ে যায় আমার
এই দেশের মাটিরে।
অনাবিল সুখ খুঁজে পাই
এই দেশের মাটিতে।
বারেবারে আমাকেই কাছে টানে,
এই দেশের মাটিরে,
আগলে রেখেছি গায়ের চাদরে।
এই দেশের মাটিতে
যখন আমি ঠেকাই মাথা,
ক্লান্ত ভরে আসে ঘুম,
এই দেশের মাটিতে।
গন্ধ ভরা এই দেশের মাটি,
সোনার চাইতে ভীষণ খাঁটি।
জন্ম আমার এই দেশের মাটিতে,
মরতেও পারি যেন আমি
এই দেশেরই মাটিতে।