জমজমাট বেচাকেনায় শেষ হলো ভাঙ্গুড়ার পশুর হাট

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print

আর মাত্র একটি রাত পরেই পবিত্র ঈদুল আযহা। সেই জন্য শেষ মুহূর্তের কেনাবেচায় মুখরিত ছিল পাবনার ভাঙ্গুড়া উপজেলার একমাত্র শরৎনগর পশুর হাট। উপজেলার ঐতিহ্যবাহী এ পশুর হাটে ক্রেতাদের যেন ঢল নেমেছিল। সারাদিনে সময় যতই এগিয়ে আসছিল এ অঞ্চলের সবচেয়ে বড় এ পশুর হাটে ততই বাড়ছিল গরু-ছাগলের বেচা-কেনা।

হাঁটে এবার ভারতীয় গরু না থাকায় ভালো দাম পেয়ে খুশি স্থানীয় বিক্রেতা ও খামারিরা। দাম সূলভ মূল্যের হওয়ায় পছন্দমতো গরু কিনতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। তবে গত হাঁটের তুলনায় ঈদের শেষ হাঁটে বড় গরুর চাহিদা ছিলো অনেক। হাঁটে বিভিন্ন স্থান থেকে খামারি, ব্যাপারি ও গৃহস্থরা ভিড় করেন গরু-ছাগল কেনা-বেচার জন্য।

শনিবার (৯ জুলাই) সরেজমিন সারাদিন হাটে গিয়ে দেখা যায়, কোরবানি দিতে ইচ্ছুক ক্রেতারা হাটের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে-ফিরছেন সাধ্যের মধ্যে তাদের পছন্দের গরু কেনার জন্য। শেষ হাঁট হওয়ায় কারোর যে অপেক্ষা করার সুযোগ নেই। তাই ক্রেতারা বাড়ি ফিরেছেন পছন্দমতো কোরবানির গরু কিনে।

বিজ্ঞাপন

জেলার ঐতিহ্যবাহী শরৎনগর হাঁটের সার্বিক নিরাপত্তায় ভাঙ্গুড়া থানা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তায় সন্তুষ্ট প্রকাশ করেন হাঁটে আগত ক্রেতা-বিক্রেতারা। সোনালী ব্যাংক লিমিটেড ভাঙ্গুড়া বাজার শাখার পক্ষ থেকে জাল শনাক্তকরণ মেশিন দেওয়া হয়েছিল। যেখান থেকে ক্রেতা-বিক্রেতা সহজেই তাদের টাকা শনাক্ত করে নিতে পারছেন।

ভাঙ্গুড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেলের নির্দেশনায় বিভিন্ন পয়েন্টে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়ে হাটে আসা ক্রেতা-বিক্রেতাকে বিনামূল্যে মাস্ক বিতরণ ও স্বাস্থবিধি মেনে চলতে অনুরোধ করেছেন।

ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়ীয়া মাষ্টার পাড়া মহল্লা থেকে হাঁটে আসা গরু ক্রেতা আবুল কাশেম সরকার বলেন, হাঁটে পছন্দের গরুর অভাব ছিলো না। সাধ্যের মধ্যে ভালো ষাঁড় গরু কিনতে পেরেছেন বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

শরৎনগর হাটের ইজারাদার ফজলে রাব্বী শিলু রাজধানী টাইমস কে জানান, হাটে ৭০-৮০ হাজার থেকে ৫ লাখ টাকা দামের অনেক বড় বড় গরু আমদানি হয়। ক্রেতাদের পছন্দ ৯০ থেকে এক লাখ ৫০০০০ হাজার টাকা দামের গরু। তবে বন্যার কারণে এবার বাইরের ব্যাপারি না থাকলেও স্থানীয়ভাবে ছাগলেরও ব্যাপক চাহিদা ছিলো। গরু বিক্রেতা ও খামারিরা জানান, এবারের শেষ হাটে বেচাকেনা বেশ ভালো হয়েছে।

শীর্ষ সংবাদ:
না ফেরার দেশে চলে গেলেন সিআইডি’খ্যাত অভিনেতা ‘ফ্রেডরিক্স’ আদালতে আসামীর সাথে ধর্ষিতার বিয়ে, সন্তান পেলো পরিচয় কচুয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন বাংলাদেশে নির্বাচনের ফলাফল নিয়ে ভাবছে না যুক্তরাষ্ট্র ১০ ডিসেম্বর আওয়ামী লীগের সমাবেশ হচ্ছে না : ওবায়দুল কাদের ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে নিখোঁজ ১০ বুধবার থেকে ৪৮ ঘণ্টার অবরোধ, ১০ ডিসেম্বর মানববন্ধন বিএনপির ৩০০ আসনে ১ হাজার ৯৮৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ একযোগে ৪৭ ইউএনওর বদলি মতলব উত্তরে অসামাজিক কাজে বাধা দেওয়ায় মারধর ও প্রাননাশের হুমকি বাকৃবিতে আমুসের সভাপতি বজলুল, সম্পাদক সোলায়মান জুতার মধ্যে ১৮৬১ পিস ইয়াবাসহ র‌্যাবের জালে শাহ আলম গ্রেফতার গোয়ালন্দে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন ও এক টন রড দিলেন মোস্তফা মুন্সী চড়ুই পাখির মেলা বসেছে কুয়াকাটার ইলিশ পার্কে পাবনায় পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার চুয়াডাঙ্গার দুটি আসনে ১৩ প্রার্থীর মনোনয়ন বৈধ চুয়াডাঙ্গার দু’টি আসনে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল কুষ্টিয়ায় ৪ টি আসনে ১৭ জনের মনোনয়ন বাতিল! নিখোঁজের ৮ দিন পর স্কুল ছাত্র উদ্ধার হবিগঞ্জে ৪টি আসনে ১২ প্রার্থী নিজের ভোট নিজেকে দিতে পারবেন না