‘আরব ন্যাটো’ ও ইরান প্রসঙ্গে যা বলল সৌদি আরব

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print

জেদ্দায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আরব নেতাদের শীর্ষ সম্মেলনে ‘আরব ন্যাটো’ গঠনের প্রস্তাব উত্থাপন করা হয়নি বলে জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান।

এ সময় তিনি আরও বলেন, ইরানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করতে চায়।

মার্কিন প্রেসিডেন্টের উপস্থিতিতে শনিবার বিকালে সৌদি আরব, ইরাক, জর্ডান, মিশর, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত এবং ওমানের শীর্ষ নেতাদের সম্মেলন অনুষ্ঠিত হয়। শীর্ষ সম্মেলনের নাম দেওয়া হয় ‘জেদ্দা নিরাপত্তা ও উন্নয়ন সম্মেলন’।
জো বাইডেন ইসরায়েল সফর শেষে শুক্রবার জেদ্দায় পৌঁছান। তার মধ্যপ্রাচ্য সফরের আগে পশ্চিমা গণমাধ্যম ফলাও করে প্রচার করেছিল যে, এই সফরে ইসরায়েলকে অন্তর্ভুক্ত করে আরব দেশগুলোকে নিয়ে ইরানবিরোধী একটি সামরিক জোট গঠন করে দেবেন বাইডেন। পরিকল্পিত সামরিক জোটকে ‘আরব ন্যাটো’ বলেও ব্যাপকভাবে প্রচার করা হয়।

বিজ্ঞাপন

কিন্তু শেষ পর্যন্ত কিছু আরব দেশের বিরোধিতার মুখে সে ধরনের কোনও জোট গঠনের প্রস্তাব উত্থাপন করা হয়নি। সৌদি পররাষ্ট্রমন্ত্রী শনিবার এক বক্তব্যে বলেন, সৌদি আরব ইরানের দিকে বন্ধুত্বের হাত বাড়াচ্ছে এবং তাদের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করতে চায়।

ফয়সাল বিন ফারহান আরও বলেন, ইরানের সঙ্গে ধারাবাহিক সংলাপ ইতিবাচক গতিতে অগ্রসর হলেও এখনও চূড়ান্ত ফল আসেনি। তবে শিগগিরই এ ব্যাপারে ভালো ফল পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানের ক্ষেত্রে কূটনীতিকেই তিনি সর্বোৎকৃষ্ট ও একমাত্র পথ বলে মন্তব্য করেন।

বিজ্ঞাপন

সৌদি পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, “জেদ্দা সম্মেলন তো দূরের কথা এর আগেও কখনো ইসরায়েলের সঙ্গে সামরিক বা প্রযুক্তিগত সহযোগিতার আগ্রহ দেখায়নি সৌদি আরব।” ফয়সাল বিন ফারহান বলেন, “আরব ন্যাটো নামের কোনও কিছুর অস্তিত্ব নেই। আমি জানি না এই নামটি কোথা থেকে এসেছে। জেদ্দা সম্মেলনে এরকম কোনও কিছু নিয়ে আলোচনা হয়নি।” সূত্র: সৌদি গ্যাজেট, ইরান প্রেস, আহরাম অনলাইন

শীর্ষ সংবাদ:
ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে রাজীব, লিখন জবি ডিবেটিং সোসাইটির উদ্যোগে ‘ডিবেট প্রিমিয়ার লীগ’ প্রতিযোগিতা তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে রাণীশংকৈলে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত নগরকান্দায় বাস ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ নিহত ২, আহত ৩ বিদায়বেলায় কাঁদলেন-কাঁদালেন, আবেগে ভাসিয়ে বিদায় নিলেন নাজনীন সুলতানা জবিতে বিশ্ববিদ্যালয়ের আইন লঙ্ঘন করে ভর্তি পরীক্ষা নয়: জবি শিক্ষক সমিতি ফ‌রিদপু‌রে ৭ই মা‌র্চের ভাষণ সাত‌টি বি‌দে‌শি ভাষায় উপস্থাপন করার আয়োজন স্থানীয় জেলা প্রশাসনের ১২০ টাকায় পুলিশে চাকুরি পেয়েছে নাইটগার্ড কন্যা রিচি জয়পুরহাটে এক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত নজরুল বিশ্ববিদ্যালয়ে বঙ্গমাতা হলের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাংলাদেশকে একটি বিমান চলাচল কেন্দ্র হিসেবে গড়ে তুলতে রোডম্যাপ জরুরি : প্রধানমন্ত্রী ফেসবুকে যা চাইলেন আরাভ খান সিংগাইরে মাদ্রাসা ছাত্রী ধর্ষনের দায়ে মূল অভিযুক্ত গ্রেফতার হাইকমান্ডের নজরদারিতে বিএনপির আরও ১১ কেন্দ্রীয় নেতা ওয়ানডে বিশ্বকাপের তারিখ ঘোষণা আইসিসির শক্তিশালী ভূমিকম্পে পাকিস্তানে ৯ জনের প্রাণহানি চাঁদ দেখা যায়নি, সৌদিতে রোজা শুরু বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে তুরস্ক, ফিলিপাইনের রাষ্ট্রদূতদের পরিচয়পত্র পেশ কুবিতে বঙ্গবন্ধু পরিষদের একাংশের নতুন কমিটি কুবিতে শিক্ষার্থীদের পরিচয়পত্র সাথে রাখার নির্দেশ