আমি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছিলাম

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print
MUMBAI, INDIA - APRIL 12 : Kriti Sanon attends the Jio Studio announcement of upcoming films and web series on April 12, 2023 in Mumbai, India. (Photo by Prodip Guha/Getty Images)

ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কৃতি স্যানন। নয় বছরের অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। এসব সিনেমায় রূপের দ্যুতির পাশাপাশি অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন। যদিও সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত তার অভিনীত সিনেমা সাড়া ফেলেনি।

ক্যারিয়ারের যে অবস্থান তৈরি করেছেন কৃতি, তা খুব সহজে ধরা দেয়নি। নানারকম বাধাবিপত্তি পেরিয়ে পথ চলতে হয়েছে তাকে। ভারতীয় একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন কৃতি।

কৃতির পরিবারের প্রথম কর্মজীবী নারী তার মা। তা উল্লেখ করে কৃতি স্যানন বলেন, ‘আমার মা একজন প্রফেসর। আমার পরিবারের তিনি প্রথম চাকরিজীবী নারী। আমি যখন মায়ের গর্ভে, তখন তিনি পিএইচডি সম্পন্ন করেন। উদাহরণ হওয়ার জন্য কিছু কিছু সময় নিজের কাঁধে দায়িত্ব তুলে নিতে হয়।’

বিজ্ঞাপন

প্রথম ফটোশুটের অভিজ্ঞতা জানিয়ে কৃতি স্যানন বলেন— ‘আমার মনে আছে, প্রথম ফটোশুটের দিন আমি নার্ভাস এবং ভীত ছিলাম। আমি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছিলাম। কারণ আমি খুব বিরক্ত ছিলাম, যার জন্য কাজটি ভালো হয়নি। তবে সময়ের সঙ্গে আত্মবিশ্বাস তৈরি করা যায়। আমি বিশ্বাস করি, ব্যর্থতা থেকে আপনি যতটা শিখতে পারবেন, সফলতা থেকে ততটা নয়। আমার মূল মন্ত্র হলো, ভুল থেকে শিক্ষা নেওয়া এবং সামনে এগিয়ে যাওয়া।’

১৯৯০ সালের ২৭ জুলাই নয়া দিল্লিতে জন্মগ্রহণ করেন কৃতি। তার স্কুল জীবন কেটেছে একই শহরে। পরে জয়পি ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক শেষ করেন তিনি। কিন্তু পেশা হিসেবে এই মাধ‌্যমকে বেছে নেননি। মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন কৃতি। ২০১৪ সালে তেলেগু ভাষার ‘নেনোকাড়িন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তার অভিনীত প্রথম বলিউড সিনেমা ‘হিরোপান্তি’।

কৃতি স্যাননের পরবর্তী সিনেমা ‘আদিপুরুষ’। ওম রাউত পরিচালিত এ সিনেমা রামায়ণ অবলম্বনে নির্মিত হয়েছে। সিনেমাটিতে রাম চরিত্রে অভিনয় করছেন প্রভাস; সীতা চরিত্রে দেখা যাবে কৃতি স্যাননকে। ৭৩০ কোটি রুপি বাজেটের এ সিনেমা আগামী ১৬ জুন মুক্তির কথা রয়েছে।

বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:
ঝিনাইদহে চ্যালেন ২৪ এর জেলা প্রতিনিধি সাদ্দাম সন্ত্রাসী হামলায় আহত, বসতঘর ভাঙচুর আত্মহত্যার দর্শন ও স্বরূপ সন্ধান প্রবল বৃষ্টির মধ্যে জয়পুরহাট-১ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী হাসানুজ্জামান মিঠুর সফল জনসমাবেশ ভূমিহীন মরিয়ম ত্রিশ বছর ধরে স্যানিটারি মিস্ত্রির কাজ করছে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: খাদ্যমন্ত্রী বাজার থেকে আলু উধাও ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু দূর্নীতিবাজ যেই হোক, সে রাজনৈতিক দলের নেতা হতে পারেনা: মহিব্বুর রহমান গোয়ালন্দে অসুস্থ রোগীর চিকিৎসায় এগিয়ে এলেন প্রবাসী হোসাইন সরনজাই কলেজ অধ্যক্ষ ইমারতের বিরুদ্ধে অভিযোগের পাহাড় ডেঙ্গু আক্রান্ত হয়ে আ’লীগ নেত্রীর মৃত্যু সবজির বাজারে আগুন, বাড়তি ফার্মের মুরগির দামও উত্তর অ্যামেরিকার সমর্থন ধরে রাখতে মরিয়া জেলেনস্কি ২০২৪ সালের হজের কোটা ঘোষণা পল্টনে ব্যাংকে ঢুকে ছিনতাই, দুই পুলিশসহ গ্রেফতার ৫ বৃষ্টিতে ভিজে ভ্রম্যমাণ আদালতের অভিযান ৬ ব্যবসায়ীকে জরিমানা বরিশালে যুবদল নেতাকে হাতুড়ি পেটা যুবলীগের কলারোয়ায় ৭ বছরের শিশুর আ*ত্মহ*ত্যা বাকৃবিতে পরীক্ষার ফরমের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কচুয়ায় ১৯ টি ল্যাপটপ চুরির ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ