আন্দামানে ২৪ ঘণ্টায় ২২ ভূমিকম্প

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print

আন্দামান সাগরে গতকাল সোমবার সকাল পৌনে ৬টা থেকে পরের ২৪ ঘণ্টায় ২২ বার ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এসব ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৮ থেকে ৫ পর্যন্ত। ভারতের ভূমিকম্প কেন্দ্র স্থানীয় সময় আজ মঙ্গলবার সকালে এসব তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

সর্বশেষ ভূমিকম্পটি হয়েছে আজ সকাল আটটায়। মাত্রা ছিল ৪ দশমিক ৩। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে ১৮৭ কিলোমিটার দূরে ভূমিকম্পটি অনুভূত হয়। সবচেয়ে বড়টির মাত্রা ছিল ৫। পোর্ট ব্লেয়ার থেকে ২১৫ কিলোমিটার দূরে সকাল ৬টায় এ ভূমিকম্প অনুভূত হয়। এর মধ্যে গতকাল দিবাগত রাত ১২টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ১১টি ভূমিকম্প হয়েছে বলে জানানো হয়েছে। আজ ভোর পৌনে পাঁচটায় একটি ভূকম্পন অনুভূত হয়। এর মাত্রা ছিল ৪ দশমিক ৫।

গতকাল দিবাগত রাত ৩টার দিকে পোর্ট ব্লেয়ার থেকে ২৪৪ কিলোমিটার দূরে ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প হয়। রাত সোয়া ২টার দিকে ক্যাম্পবেল উপসাগর থেকে ২৫১ কিলোমিটার দূরে ৪ দশমিক ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। একই মাত্রার আরেকটি ভূমিকম্প হয় পৌনে দুইটার দিকে। রাত দেড়টায় ক্যাম্পবেল উপসাগর থেকে ২৬২ কিলোমিটার দূরে ৪ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়েছে। রাত একটায় ৪ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প হয়। ভূমিকম্পটি হয় পোর্ট ব্লেয়ার থেকে ২৫৮ কিলোমিটার দূরে। পৌনে ১টায় পোর্ট ব্লেয়ার থেকে ১৯৯ কিলোমিটার দূরে আরেকটি ভূমিকম্প হয়। রাত ১২টার দিকে পোর্ট ব্লেয়ার থেকে ২১৮ কিলোমিটার দূরে একটি ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৬।

বিজ্ঞাপন

গত কয়েক দিন কর্ণাটক রাজ্যে একাধিক ছোট ছোট ঘটনা ও ভূকম্পনের ঘটনার পর আন্দামানে এসব ভূমিকম্প হলো। গত শনিবার দুপুরে কর্ণাটকের বিজয়নগরের কাছে ২ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছিল। এ ভূমিকম্পের ৪ মিনিট আগে দক্ষিণা কান্নাডায় হওয়া আরেকটি ভূমিকম্পের মাত্রা ছিল ২ দশমিক ২।

কর্ণাটকের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কমিশনার মনোজ রজন বলেন, ‘এ ধরনের ভূমিকম্প স্থানীয় বাসিন্দাদের কোনো ক্ষতি করে না। সামান্য ভূকম্পন হয়তো অনুভূত হয়। সবকিছু সামান্য নড়েচড়ে। এ ছাড়া এসব ভূমিকম্পের বড় ধরনের ভূমিকম্প হয়ে ওঠার ঝুঁকি কম। এ ছাড়া ক্ষয়ক্ষতির আশঙ্কাও কম।’

সূত্রঃ হিন্দুস্তান টাইমস

বিজ্ঞাপন

আর টাইম্‌স/ আছমা

শীর্ষ সংবাদ:
তানোরে অবৈধ মটরে ফের বিদ্যুৎ সংযোগ তত্বাবধায়ক সরকার ছাড়া আর কোনো নির্বাচন হতে দেওয়া হবেনা: অধ্যাপক শাহজাহান মিয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ আটক কলাপাড়ায় বিস্তৃত মাঠ জুড়ে সূর্যমুখী ফুলের সমারোহ পাবনার ঈশ্বরদীতে নদীতে ডুবে শ্রমিকের মৃত্যু যশোরে বিএনপির অবস্থান ধর্মঘট জাতির পিতা ক্রীড়াপ্রেমী ছিলেন: এমপি বাবু এ সরকারের আমলে সাংবাদিকরাও নিরাপদে নেই: মোস্তাক মিয়া মাদারীপুরে গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামীর বসতঘরে ভাঙচুর ও লুটপাট সরকারকে হেয় করতে প্রথম আলো ও বিএনপি পরিপূরক হিসেবে কাজ করছে : ওবায়দুল কাদের শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশুদের টাকা আত্মসাতের অভিযোগ রিক্সা করে বান্ধবীকে নিয়ে বেড়ানোর সময় কুমিল্লায় ভুয়া পুলিশ আটক কাশিমপুর থেকে ফের কেন্দ্রীয় কারাগারে নেওয়া হচ্ছে শামসুজ্জামানকে মেঘনা নদীতে শিল্প–কারখানার বর্জ্যে, মরে ভেসে উঠছে মাছ অবশেষ ট্রেনের টিকিটে সহযাত্রীর নাম বাধ্যতামূলক করেছে বাংলাদেশ রেলওয়ে বিদ্যুৎ খাতে বাড়ছে ডলার সংকট রাজনীতিবিদকে বিয়ে করতে যাচ্ছেন পরিণীতি চোপড়া! শেষ হল ‘জওয়ান’র শ্যুটিং, কবে মুক্তি পাচ্ছে ছবি? যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত থেকে ৮ লাশ উদ্ধার আকিজ গ্রুপে চাকরির সুযোগ, সপ্তাহে ২ দিন ছুটি