আইন হচ্ছে মানুষের অধিকার রক্ষার সর্বশেষ বর্ম ড. সৌমিত্র শেখর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেছেন, আইন হচ্ছে মানবাধিকার সুরক্ষা, মানুষের মৌলিক অধিকার সুরক্ষার জন্য মানুষের সর্বশেষ বর্ম। এ কারণে মানুষকে আইনের প্রতি আস্থাশীল হতে হয়। মানুষের মাঝে আইনের আলোটি আমরা জ্বালিয়ে দিতে চাই। কেননা আইন মানুষের শেষ আশ্রয়স্থল।

শুক্রবার (৮ সেপ্টেম্বর ২০২৩) বিকেলে আইন ও বিচার বিভাগে আয়োজিত এলএমএম (প্রফেশনাল) ও এমবিএলসিপি প্রোগ্রামের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের ফেয়ারওয়েল অনুষ্ঠানে প্রধন অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, শিক্ষা, গবেষণা ও উন্নয়ন এই তিনটি ধারণাকে সামনে নিয়ে বর্তমান প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেই কাজের স্বীকৃতি আমরা ইতোমধ্যেই পেতে শুরু করেছি। সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের গ্রেডিংয়ে আমাদের পজিশন অনেক ভালো হয়েছে। সারা দেশের ৪৬ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমরা ইউজিসি র‌্যাংকিংয়ে ১৪ তম হিসেবে অবস্থান করছি। অন্য অনেক পুরোনো বিশ্ববিদ্যালয়েল তুলনায় আমাদের অবস্থা ও অবস্থান ভালো। এটি সম্ভব হয়েছে কারণ আমাদের তরুণ শিক্ষক-কর্মকর্তারা সবসময় কাজ করে চলেছেন। সকলের সমন্বিত যাত্রাতে এটা সম্ভব হয়েছে।

বিজ্ঞাপন

আইন অনুষদের ডিন প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, প্রফেসনাল কোর্সগুলো করানো হয় জ্ঞানের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার জন্য। আমাদের আইন ও বিচার বিভাগের নিয়মিত শিক্ষার্থীদের পড়াশুনার বিঘ্ন না ঘটিয়ে জ্ঞানের সর্বোচ্চ ব্যবহার কীভাবে নিশ্চিত করা যায় সেদিকটির কথা চিন্তা করেই প্রফেশনাল কোর্স চালু করা হয়েছিল। ইতোমধ্যেই তার সফলতা আমরা দেখতে পেরেছি। উত্তরোত্তর এটি যেন আরও বিকাশ লাভ করে, উপাচার্য সে আশাবাদ ব্যক্ত করেন।

এলএমএম (প্রফেশনাল) ও এমবিএলসিপি প্রোগ্রামের প্রথম ব্যাচের কার্যক্রম সফলতার সঙ্গে সমাপ্ত করায় উপাচার্য বিভাগের সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানান।

বিভাগের বিভাগীয় প্রধান মো. আহসান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহকারী অধ্যাপক মুহাম্মদ ইরফান আজিজ ও মো. আসাদুজ্জামান নিউটন। এসময় অন্য শিক্ষক ও কোর্সের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:
নির্বাচনে অবৈধ অস্ত্রের ঝনঝনানি বন্ধ করা গুরুত্বপূর্ণ: ডিএম‌পি ক‌মিশনার আজ ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দুপুরে নয়াপল্টনে বিএনপির কৃষক সমাবেশ মেক্সিকোয় গির্জার ছাদ ধসে নিহত ৭, ধ্বংসস্তূপে আটকা ৩০ খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা: ‘আইনে সুযোগ আছে’ সাতক্ষীরায় স্কুল ছাত্রী ধর্ষন মামলার প্রধান আসামী রাকিব গ্রেপ্তার জবি থেকে ট্রেজারার নিয়োগে শিক্ষামন্ত্রীর কাছে চিঠি শিক্ষক সমিতির ঋণের বোঝা মাথায় নিয়ে গলায় ফাঁস দিয়ে কৃষকের আত্মহত্যা গোমস্তাপুরে মহানন্দা নদীতে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার মিডিয়ার মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে প্রতিরোধ করা হবে : সিইসি গাজীপুরে চেকপোস্ট বসিয়ে নিরাপত্তা জোরদার পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রকৌশলীর অপসারণ চেয়ে বরিশালে ঠিকাদারদের মানববন্ধন সিলেটের পালপুরে ৩ মাসের শিশুর মৃত্যু নিয়ে রহস্য সাংবাদিক নাদিম হত্যার ৪ আসামীর রিমান্ড চেয়েছে সিআইডি নরসিংদীতে ট্রেনের ধাক্কায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ১০ গোয়ালন্দে স্কুল পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও লালমোহনের দেবীরচরে হামলার ঘটনায় প্রতিবাদ সভা জীবন যুদ্ধে বাসে বাসে বাদাম বিক্রি করছে বাবাহারা ৫ বছরের আলামিন