অনলাইন আবেদনে মিলবে ঢাবির অধিভুক্ত ৭ কলেজ শিক্ষার্থীদের সনদ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে এবং স্বল্প সময়ে সার্টিফিকেট উত্তোলনের মাধ্যমে শিক্ষা-কার্যক্রমকে সহজ ও গতিশীল করার লক্ষ্যে সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ সংক্রান্ত বিস্তারিত দিকনির্দেশনায় উল্লেখ করা হয়েছে আবেদনের পূর্বে আপনার ফলাফল দেখে নিন। কেবলমাত্র আপনার CGPA এবং ফলাফল ঠিক থাকলেই সার্টিফিকেটের আবেদন করতে পারবেন। শুধুমাত্র বিদেশগামী শিক্ষার্থীদের (যারা বাহিরের দেশে পড়াশোনা করতে ইচ্ছুক) ক্ষেত্রে মূল সনদের জন্য আবেদন করবার সময় অবশ্যই বিদেশী বিশ্ববিদ্যালয়ের অফার লেটারসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

সার্টিফিকেটের জন্য পূর্বের ন্যায় সশরীরে বিশ্ববিদ্যালয়ে গিয়ে ফরম পূরণ করে জমা দেওয়ার প্রয়োজন নেই। এখন এসব কলেজের অধ্যয়নরত শিক্ষার্থীরা তাদের ফর্ম ফিল-আপের ওয়েবসাইটির মাধ্যমেই সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। শিক্ষার্থীরা তাদের আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করে সার্টিফিকেট অপশনে গিয়ে নতুন আবেদনে ক্লিক করে সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবে।

বিজ্ঞাপন

আবেদন সাবমিট করার পর পে-স্লিপ ডাউনলোড হবে। পে-স্লিপ প্রিন্ট করে সোনালী ব্যাংকের (ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ব্যতীত) অন্য যেকোন শাখায় জমা দিতে হবে। ব্যাংকে জমা স্লিপের এক অংশ কলেজে জমা দিতে হবে।

কলেজ কর্তৃপক্ষ ব্যাংক জমার স্লিপটি জমা রেখে আবেদনটি ভেরিফাইড করবে। কলেজ কর্তৃক আবেদন পত্রটি ভেরিফাইড করার পর আপনার সার্টিফিকেট প্রস্তুত হবে।আবেদন জরুরী হলে কলেজ ভেরিফিকেশনের ৩ কার্যদিবসের মধ্যেই সার্টিফিকেট প্রস্তুত করা হবে, জরুরী না হলে ৭ কার্যদিবসের মধ্যে সার্টিফিকেট প্রস্তুত করা হবে। সার্টিফিকেট প্রস্তুতের পর শিক্ষার্থীর ফোন নাম্বারে মেসেজ পাঠানো হবে। মেসেজ পাওয়ার পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৩০৯ নাম্বার রুম হতে ব্যাংক জমার স্লিপ জমা দিয়ে সার্টিফিকেট সংগ্রহ করা যাবে। সার্টিফিকেটে পেতে ব্যাংকে ৩১৮ টাকা জমা দিতে হবে। যার ৩০০ টাকা সনদ ফি, ১৫ টাকা আবেদন ফি এবং ব্যাংক ফি ৩ টাকা।

জরুরি হলে অতিরিক্ত ২০০ টাকা প্রদান করতে হবে। অনার্স ও মাস্টার্স সকল সেশনের সিজিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরা অনলাইন থেকে সাটিফিকেট আবেদন করতে পারবে। অনার্স (১৭-১৮) এবং মাস্টার্স ফাইনাল (১৯-২০, ২০-২১) তারা মূল সনদ সমাবর্তনের পর অনলাইন থেকে তুলতে পারবেন। এর আগে সাময়িক সনদ/প্রভোশনাল সনদ নিজ নিজ কলেজ কাউন্টার থেকে সংগ্রহ করতে হবে। কলেজ কাউন্টার না পেলে অনলাইনে আবেদন করে উত্তোলন করতে পারবে। যারা বিদেশে পড়াশোনা করতে ইচ্ছুক তারা উক্ত সনের মূল সনদ ডকুমেন্টস প্রদান করে উত্তোলন করতে পারবে। অনার্স (১২-১৩, ১৩-১৪, ১৪-১৫, ১৫-১৬, ১৬-১৭) সেশন এবং মাস্টার্স ফাইনাল (১৩-১৪, ১৪-১৫, ১৫-১৬, ১৬-১৭, ১৭-১৮, ১৮-১৯) যারা মূল সনদ, প্রভোশনাল সনদ উত্তোলন করেনি তারাও ওয়েবসাইট থেকে আবেদন করে উত্তোলন করতে পারবে।

বিজ্ঞাপন

এছাড়াও আবেদন সংক্রান্ত যে কোন সমস্যা ও দিকনির্দেশনার জন্য নিজ নিজ কলেজে যোগাযোগ করতে হবে।

শীর্ষ সংবাদ:
‘এক মাসে বিএনপির ২০ হাজার নেতাকর্মী গ্রেফতার’ বিএনপি একটি অগণতান্ত্রিক তাই তারা নির্বাচনে আসেনা: স্থানীয় সরকার মন্ত্রী আওয়ামী লীগের চিন্তা-চেতনা শুধুই মানুষের উন্নয়নের: মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া মাদক ব্যবসায়ীদের হামলায় ডিবি পুলিশের দুই সদস্য আহত , আটক ৩ আমার কর্মীদের উপর হামলা হলে আমরা ঘড়ে বসে থাকবো না উচিত জাবাব দিব: এমপি সীমা চাকরি পেলেন শ্রমিক আন্দোলনে নিহত জালালের স্ত্রী নৌকার টিকিটে লড়বেন যেসব নারী কোন স্বতন্ত্র মতন্ত্র আমরা চিনি না, মাইরের ওপর কোন ওষধ নাই: ছাত্রলীগ নেতা রিমন রাজনৈতিক অস্থিরতার মধ্যেও স্বাভাবিক ভাবে চলছে পরীক্ষা ও ক্লাস কালাইয়ে ফার্মাসিস্ট দিয়ে চলছে দুই উপ-স্বাস্থ্য কেন্দ্র সাতক্ষীরায় সরসকাটি দাখিল মাদ্রাসায় নিয়োগে বাণিজ্যের টাকা সভাপতির পকেটে গাজীপুরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন এমপি সবুজ গাজীপুরে বাসে আগুন স্বতন্ত্র প্রার্থী হলে এমপি পদ ছাড়তে হবে না: ইসি রাজশাহীতে ককটেল হামলায় দুইজন আহত, তিনজন আটক রাজশাহীর আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, পরিচ্ছন্নকর্মী আহত জয়পুরহাট পিকআপ ভ্যানে আগুন দেওয়ায় আসামী গ্রেফতার মোংলায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে অবস্থানে কর্মসূচি মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক গ্রেফতার ডিবি কার্যালয়ে শামীম ওসমান